1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানসারের বিরুদ্ধে অবিশ্বাস্য লড়াই

Sanjiv Burman২১ মার্চ ২০১৯

চীনের দু'বছরের এক শিশু ক্যানসারের সঙ্গে অসম লড়াইয়ের মুখোমুখি৷ হার মানতে রাজি নয় সে৷ বড়দের মতোই তার ধৈর্য্য ও সহ্যশক্তি৷ শিশুটির নিত্যদিনের জীবনযাপন নিয়ে ভিডিও তৈরি করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট৷ যা ভাইরাল হয়েছে ফেসবুকে৷

TÜV Rheinland Test Puppe
ছবি: picture-alliance/dpa

গল্পটি দু'বছরের এক শিশুর৷ নাম হাইহাই৷ মাত্র এক বছর বয়সেই রক্তের জটিল রোগ লিউকেমিয়া ধরা পড়ে তার৷ সে সময় থেকেই নিজে নিজে বেড়ে উঠতে শেখে হাইহাই৷ কেননা দাদি স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ায় তার বাবাকে বেশিরভাগ সময়ই বাইরে থাকতে হয়৷ কিন্তু এ নিয়ে হাইহাই তেমন জ্বালাতন করে না৷ বিস্বাদ ঔষধ সে নিজে নিজেই খেয়ে নেয় বিনা বাধায়৷ যখন ইনজেকশন করে তার শরীর থেকে রক্ত বের করে নেয়া হয় তখনও সহযোগিতা করে হাইহাই৷ কিন্তু চিকিৎসার জটিল প্রক্রিয়াটি যখন সহ্যের সীমা ছাড়ায় তখন তার কান্নায় হৃদয় ভাঙে তার মায়েরও৷ কেমোথেরাপির যন্ত্রণাময় সেসব দিন শেষ হলে হাইহাই ঘরে ফিরে আসে৷ মায়ের হাতের তৈরি প্রিয় খাবার খায় আনন্দ নিয়ে৷

চীনের সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ জনপ্রিয় এখন হাইহাইয়ের বিভিন্ন ভিডিও৷ যা থেকে কিছুটা আয়ও করেন আর্থিক টানাপোড়েনে থাকা তার বাবা-মা৷ ক্যানসারের সাথে হাইহাই আর তার পরিবারের লড়াইর এই গল্প নিয়ে ভিডিওটি তৈরি করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট৷ যা এখন পর্যন্ত এক কোটি বারের বেশি দেখা হয়েছে ফেসবুকে৷ 

এফএস/ডিজি (সাউথ চায়না মর্নিং পোস্ট)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ