দুই বাংলার উদ্যোগে সাহিত্য-সাংস্কৃতিক উৎসব
২৪ ডিসেম্বর ২০১১অনুষ্ঠিত হলো গুণীজন সংবর্ধনা, ১৯ মে ভাষা শহীদ সম্মান, ভারত-বাংলাদেশ সাহিত্য সংহতি সম্মান, গজল সম্রাট জগজিৎ সিং স্মরণে সংগীত সন্ধ্যা এবং সাহিত্য মেলা৷ শনিবার পশ্চিম বঙ্গের শিলিগুড়ির মহকুমা পরিষদ হলে হাজির হয়েছিলেন ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশে বসবাসকারী বাংলা ভাষাভাষী কবি, সাহিত্যিক ও সাংবাদিকরা৷ অনুষ্ঠান উদ্বোধন করেন পশ্চিম বঙ্গের অনগ্রসর কল্যাণ বিষয়ক মন্ত্রী ড. উপেন্দ্রনাথ বিশ্বাস৷ প্রধান অতিথি হিসেবে ছিলেন শিলিগুড়ি পৌরসভার মহানাগরিক গঙ্গোত্রী দত্ত৷ অন্যান্যের মধ্যে সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশের দৈনিক উত্তরবাংলা পত্রিকার সম্পাদক মো. মতিউর রহমান৷
ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে মতিউর রহমান বলেন, ‘‘গত ত্রিশ বছর ধরে ভারতের উত্তরবঙ্গ নাট্য জগত এবং বাংলাদেশের দৈনিক উত্তর বাংলার যৌথ উদ্যোগে আমরা এখানে সাহিত্য মেলা ও গুণীজন সংবর্ধনার আয়োজন করছি৷ এর মাধ্যমে আমরা বাংলা ভাষার কবি, সাহিত্যিক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের মতবিনিময় এবং মিলবন্ধন গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি৷ আজকের উৎসবে একটি গর্বের বিষয় হলো বাংলাদেশে এশিয়াটিক সোসাইটি ও বাংলা একাডেমীর উদ্যোগে বাংলাপিডিয়া প্রকাশসহ বাংলা ভাষা ও সাহিত্যের যেসব গবেষণা ও প্রকাশনা, সেগুলো দেখে তাঁরা অভিভূত৷ বাংলাদেশে যে পরিমাণ বাংলা সাহিত্য ও ভাষাকে নিয়ে গবেষণা করা হচ্ছে পশ্চিবঙ্গে সেটা ততোটা করা হচ্ছে না এবং পশ্চিমবঙ্গের মানুষ এদিক দিয়ে অনেকটা অনগ্রসর এবং মিশ্র একটা সংস্কৃতিতে তারা পরিণত হয়েছে বলে সেই উৎসবে তাঁরা অকপটে স্বীকার করেছেন৷ এতে আমরা গর্ববোধ করি৷ যেহেতু এখানে রাষ্ট্রীয় ভাষা হিন্দি৷ হিন্দি না জানলে এখানে কিছু করতে পারবে না, তাই তারা বাধ্য হয় হিন্দির দিকে দৌড়াতে৷ কিন্তু আসল বাংলার দিকে তারা সেভাবে এগুতে পারছে না৷ এমনকি অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী নিজেও এটা স্বীকার করেছেন এবং বাংলাদেশকে এজন্য বাহবা দিয়েছেন তিনি৷''
মতিউর রহমান আরো জানান, ‘‘শিলিগুড়ির উৎসবে বাংলাদেশের বহুলপ্রচারিত দৈনিক ইত্তেফাকের মহানগর সম্পাদক আবুল খায়ের তাঁর ভেজাল বিরোধী অনুসন্ধানী প্রতিবেদনের জন্য শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে ১৯ মে ভাষা শহীদ সম্মান পদক পেয়েছেন৷ এছাড়া বাংলাদেশের ইলেক্ট্রনিক মিডিয়া থেকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ফ্রান্স প্রবাসী কবি মোহাম্মদ জাকারিয়াকে পান্তুম কবিতার প্রবর্তক হিসেবে দেওয়া হয়েছে উত্তর বঙ্গ নাট্য জগত পদক৷ এছাড়া আধুনিক কবিতার উপরে বিশেষ প্রতিভার স্বীকৃতি হিসেবে বাংলাদেশের রাঙামাটির উত্তম কুমার বড়ুয়াকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়৷''
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: রিয়াজুল ইসলাম