1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই বিদেশি হত্যারই সুরাহা

সমীর কুমার দে, ঢাকা২৯ জুন ২০১৬

সাম্প্রতিককালে দু'জন বিদেশি নাগরিক খুন হয়েছেন বাংলাদেশে৷ দু'টিরই হত্যারহস্য উদঘাটন করা হয়েছে বলে দাবি করছে পুলিশ৷ তবে তাবেলা সিজার হত্যা মামলায় অভিযুক্তদের নিয়ে সংশয় রয়েছে৷

ইটালির নাগরিক তাবেলা সিজারের মৃতদেহ
ছবি: picture-alliance/AP Photo/ A.M. Ahad)

গত এক বছরে বাংলাদেশে যে দু’জন বিদেশি নাগরিক নিহত হয়েছেন তাঁদের একজন ইটালির নাগরিক তাবেলা সিজার, অন্যজন জাপানের নাগরিক হোশি কুনিও৷ তাবেলা সিজারকে রাজধানীতেই খুন করা হয়৷ জাপানের নাগরিক হোশি কুনিও খুন হয়েছেন রংপুরের এক নিভৃত পল্লিতে৷ তাবেলা সিজার হত্যার ঘটনায় ইতিমধ্যে আদালতে অভিযোগ-পত্র দাখিল করেছে পুলিশ৷ হোশি কুনিও হত্যারহস্যও উদঘাটন করার দাবি করছে পুলিশ৷ কয়েকদিনের মধ্যেই আদালতে অভিযোগ-পত্র দেয়া হবে বলে রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক ডয়চে ভেলেকে জানিয়েছেন৷ তবে তাবেলা সিজার হত্যা মামলায় যাদের অভিযুক্ত করা হয়েছে তাদের নিয়ে জনমনে সন্দেহ রয়েছে৷

গত মঙ্গলবার আদালতে মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী তাবেলা সিজার হত্যা মামলার চার্জশিটটি জমা দেন৷ চার্জশিটটি আদালতে উপস্থাপনের পর তা আগামী ৪ আগস্ট ধার্য তারিখে শুনানির জন্য রেখে দেওয়া হয়৷ চার্জশিটে বিএনপি নেতা এম এ কাইয়ুম, তার ছোট ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল ওরফে শুটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগনে রাসেল ও শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও মো. সোহেল ওরফে ভাঙ্গারি সোহেলকে আসামি করা হয়েছে৷

বাবুল

This browser does not support the audio element.

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর গুলশান ২-এর ৯০ নম্বর সড়কে তাবেলা খুন হন৷

তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন৷ মতিনসহ স্বীকারোক্তি দেয়া চারজন কারাগারে এবং কাইয়ুম ও সোহেল পলাতক রয়েছে৷ চার্জশিটে বলা হয়েছে, আসামি রাসেল চৌধুরী ও মিনহাজুল হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে এম এ মতিনের নাম বলেছেন৷ তবে মতিন রিমান্ডে ডিবির কাছে তাবেলা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করলেও আদালতে স্বীকারোক্তি দেননি৷

অতিরিক্ত পিপি আনোয়ারুল কবির বাবুল ডয়চে ভেলেকে বলেন, ‘‘এখন চার্জশিট দাখিল হয়েছে৷ শিগগিরই বিচার প্রক্রিয়া শুরু হবে৷''

তবে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যার ঘটনায় যাকে প্রধান অভিযুক্ত করা হয়েছে তিনি বিএনপির ঢাকা মহানগরের যুগ্ম আহবায়ক ও সাবেক ওয়ার্ড কমিশনার৷ বিএনপির পক্ষ থেকে এই অভিযোগ-পত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে৷ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, তাবেলা সিজার হত্যাকাণ্ডের পরপরই কোনো আইনি প্রক্রিয়া ব্যতিরেকেই জঙ্গিবাদের সাথে বিএনপিকে যুক্ত করতে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমকে অভিযুক্ত করে মিথ্যা মামলা দায়ের করা হয়৷ এখন সেই মামলায় কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হলো৷ আসলে সরকার জঙ্গিবাদ দমন করার পরিবর্তে বিএনপিসহ বিরোধী দল দমনেই ব্যস্ত থাকার কারণে দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে৷

আবদুর রাজ্জাক

This browser does not support the audio element.

এদিকে তাবেলা সিজারের হত্যাকাণ্ড বিএনপি নেতার নেতৃত্বে হলেও রংপুরে হোশি কুনিও হত্যাকাণ্ড ঘটিয়েছে জঙ্গিরাই৷ রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক ডয়চে ভেলেকে বলেন, ‘‘এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছে আটজন৷ এর মধ্যে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে৷ তিন জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে৷ বাকি চারজন আসামী ও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা যায়নি৷ আগামী দু-তিন দিনের মধ্যে আদালতে অভিযোগ-পত্র দেয়া হবে৷''

হোশি কুনিও হত্যার দায় স্বীকার করেছিল তথাকথিত জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট বা আইএস৷ সংগঠনটি তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক টুইটে এ দায় স্বীকার করে৷ এক বছরের ভিসা নিয়ে হোশি বাংলাদেশে এসেছিলেন৷ রংপুরের মাহিগঞ্জ এলাকায় তিনি একটি কৃষি প্রকল্প পরিচালনা করছিলেন৷ সকালে ভাড়া বাসা থেকে রিকশাযোগে মাহিগঞ্জ যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি চালায়৷ এরপর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে৷

বন্ধু, বাংলাদেশ কি একটা সন্ত্রাসবাদের আখড়াতে পরিণত হচ্ছে? জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ