1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই বিদেশি হত্যার পর আক্রান্ত যাজক

৭ অক্টোবর ২০১৫

পাবনার ঈশ্বরদীতে এক খ্রিষ্টান যাজককে হত্যার চেষ্টা করা হয়েছে মঙ্গলবার৷ সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এই খবর প্রকাশ পেয়েছে গুরুত্ব সহকারে৷ আলোচনা চলছে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলি নিয়েও৷

Symbolbild Religion Bibel mit Kreuz
ছবি: fotolia/guukaa

বাংলাদেশে চলতি বছর খুন হয়েছেন চারজন ব্লগার এবং দু'জন বিদেশি নাগরিক৷ এছাড়া আরো অনেক হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে৷ তবে ব্লগার এবং বিদেশি নাগরিকদের হত্যাকাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে বেশি৷ এই আলোচনার মাঝেই মঙ্গলবার আক্রান্ত হন একজন ধর্মযাজক৷

বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে ‘ইসলামিক স্টেট’-এর সম্পৃক্ততা নিয়ে আলোচনাও এখনো অব্যাহত রয়েছে৷ বিদেশি গণমাধ্যমে ঘুরে ফিরে প্রকাশ হচ্ছে সে খবর৷

ফেসবুকে সাংবাদিক সুলতানা রহমান লিখেছেন, ‘‘দেশে জঙ্গি নাই, আইএস নাই – আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই একযোগে দাবি করে বসলো টিম অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিল উপলক্ষ্যে৷ ইটালিয়ান নাগরিকের হত্যার পর ঘোলা হলো চর্তুদিক, জাপানিজ নাগরিকের মৃত্যুর পর বলা হলো আলু ব্যবসায়ী৷ তবু ভালো স্বরাষ্ট্র মন্ত্রী বললেন দুটি হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা৷''

‘বিদেশি হত্যার সঙ্গে আইএস-এর সংশ্লিষ্টতা নেই’

01:57

This browser does not support the video element.

তিনি বলেন, ‘‘এর পেছনে যে আইএস আছে তা টুইটার বার্তায় তারা নিজেরাই ঘোষণা দিলো৷ তাহলে সবাই কেন এক সুরে দাবী করলো দেশে আইএস নাই, জঙ্গি নাই!!?? ওই সুর কোন সূত্রে গাঁথা? শুধুই কি ক্রিকেট প্রেম না অন্য কিছু? জানতে মন চায়৷''

সাংবাদিক গোলাম মোর্তোজা সাম্প্রতিক প্রকাশিত কিছু খবরের সূত্রে লিখেছেন, ‘‘এ বছরের ১৯ জানুয়ারি আইএস-এর বাংলাদেশ সমন্বয়কারীসহ ৪ জন, ২ জুলাই আল-কায়েদার বাংলাদেশ সমন্বয়কারীসহ ১২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী৷ এখন বলা হচ্ছে দেশে আইএস বা আল-কায়েদা নেই৷''

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

বাংলাদেশে কি আইএস আছে? আপনার মন্তব্য জানান নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ