1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই বিলিয়ন ডলারের জলবায়ু তহবিল চাইলেন হাসিনা

৩ সেপ্টেম্বর ২০০৯

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতি কাটাতে এলডিসি অর্থাৎ স্বল্প উন্নত দেশগুলোর জন্য দুই বিলিয়ন মার্কিন ডলারের তহবিল প্রয়োজন বলে উল্লেখ করেছেন৷

ফাইল ফটোছবি: Picture-alliance/dpa

তিনি এই তহবিলে অর্থের যোগান দেয়ার জন্য ধনী দেশসমূহ এবং দাতা গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন৷

সুইজারল্যান্ডের জেনেভা শহরে বিশ্ব জলবায়ু সম্মেলন ৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন৷

শেখ হাসিনা বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন৷ কোপেনহেগেনে এ বছরের শেষভাগে অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলনের আগে জেনেভার এই সম্মেলনটিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে৷ আজ এই সম্মেলনের উদ্ধোধন করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ঠেকানো তখনই সম্ভব হবে যখন দারিদ্র্য দূর করা যাবে৷ তিনি বলেন, এলডিসি দেশগুলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতির মোকাবিলায় একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে৷ কিন্তু এই তহবিলে এ পর্যন্ত অর্থ পাওয়া গেছে মাত্র ১৭২ মিলিয়ন মার্কিন ডলার৷ কিন্তু এখানে প্রয়োজন ২ বিলিয়ন মার্কিন ডলার৷ তিনি বলেন, এলডিসি দেশগুলো জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার৷

শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশে অন্যতম অবস্থানে রয়েছে৷ তিনি বলেন, ২০৫০ সাল নাগাদ এই ক্ষতির শিকার হবে বাংলাদেশের অন্তত ২ কোটি মানুষ৷ সরকারকে এই সকল মানুষকে পুনর্বাসন করতে হবে৷ তিনি জানান, সমুদ্রপৃষ্ঠের এক মিটার উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের এক তৃতীয়াংশ এলাকা তলিয়ে যাবে৷ এর ফলে ৪ কোটি লোক বাস্তুচ্যত হবে৷ ফলে উদ্বাস্তু মানুষরা বিপুল সংখ্যায় দেশের উত্তরাঞ্চলে পাড়ি দেবে৷ তিনি জানান, এদের জন্য প্রয়োজন হবে জমির, প্রয়োজন হবে অর্থের৷ তিনি জানান, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সরকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতি কাটাতে ধনী দরিদ্র সকল দেশকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন৷

প্রতিবেদক: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ