1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই মন্ত্রীর পদত্যাগে বিপাকে মাক্রোঁ

৫ সেপ্টেম্বর ২০১৮

এক সপ্তাহের ব্যবধানে দুই মন্ত্রী পদত্যাগ করায় বেশ বিপদেই পড়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷ তুমুল জনপ্রিয়তা নিয়ে সরকার গঠন করলেও এখন মাক্রোঁর জনপ্রিয়তা তলানিতে৷

Emmanuel Macron
ছবি: Reuters/C. Hartmann

গত সপ্তাহে এক লাইভ রেডিও ইন্টারভিউয়ে মাক্রোঁর প্রতি ক্ষোভ প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দেন তাঁর পরিবেশ বিষয়ক মন্ত্রী নিকোলা উলো৷ মঙ্গলবার পদত্যাগ করেন খেলাধুলা বিষয়ক মন্ত্রী লরাঁ ফ্লেসেল৷

ফ্লেসেল অবশ্য জানিয়েছেন, তাঁর পদত্যাগের কারণ ব্যক্তিগত৷ পাশাপাশি ফরাসি প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের প্রতি ‘আনুগত্য' বজায় রাখার প্রতিশ্রুতিও জানিয়েছেন ফেন্সিং-এ সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন ফ্লেসেল৷

উলো অবশ্য সরাসরি আঙুল তুলেছেন মাক্রোঁর দিকে৷ উলো বলছেন, পরিবেশ বিষয়ে সরকারের ফাঁকা প্রতিশ্রুতিতে তিনি ‘বীতশ্রদ্ধ'৷ নিজের মন্ত্রীর এমন প্রকাশ্য মন্তব্যে স্বভাবতই যার পর নাই বিব্রত ফরাসি প্রেসিডেন্ট৷ প্যারিস জলবায়ু চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের দেশকে সরিয়ে নেয়ার পর মাক্রোঁ ট্রাম্পকে অনেকটা ব্যঙ্গ করেই ঘোষণা দিয়েছিলেন ‘মেক আওয়ার প্লানেট গ্রেট অ্যাগেইন'৷

মন্ত্রীসভায় নতুন মুখ

উলোর পদত্যাগে নতুন পরিবেশমন্ত্রীর নাম ঘোষণার ঠিক কয়েক ঘণ্টা আগে পদত্যাগের ঘোষণা দেন ফ্লেসেল৷ পরে প্রেসিডেন্টের অফিস থেকে জানানো হয়, ফ্লেসেলের জায়গা নিচ্ছেন রোকসানা মারাসিনিয়ানু৷ মারাসিনিয়ানু ২০০০ সালে সিডনি অলিম্পিকে ব্যাকস্ট্রোকে রৌপ্যপদক জয়ী সাঁতারু এবং ১৯৯৮ সালের বিশ্ব চ্যম্পিয়ন৷

অন্যদিকে, পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হচ্ছে পার্লামেন্ট স্পিকার ফ্রাসোয়াঁ ডি রোজিঁকে৷ ডি রোজিঁ পরিবেশবাদী দল গ্রিন পার্টির একজন এমপি ছিলেন৷ তবে গত বছর তিনি যোগ দেন ম্যাক্রোঁর রিপাবলিক অন দ্য মুভ পার্টিতে৷ পারমাণবিক জ্বালানি বন্ধে কিছুটা ধীরে চলো নীতি অনুসরণের উদ্যোগে সমর্থন দিয়ে মাক্রোঁর বেশ আস্থা অর্জন করেছেন ডি রোজিঁ৷

জনপ্রিয়তায় ধস

মন্ত্রিসভায় নতুন মুখ আসাকে ইতিবাচক হিসেবেই দেখতে চাচ্ছেন ম্যাক্রোঁ৷ নতুন মন্ত্রীরা নতুন উদ্যম নিয়ে কাজ শুরুর করবেন বলেও আশা তাঁর৷

গ্রীষ্মকালীন অবসরে থাকার সময়ও বডিগার্ড কেলেঙ্কারি তাঁর পিছু ছাড়েনি৷ পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও প্রত্যাশার তুলনায় বেশ কম৷ ফলে কমেই চলেছে মাক্রোঁর জনপ্রিয়তা৷

মঙ্গলবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে, মাক্রোঁর ১৬ মাসের শাসনামলে খুশি কেবল ৩১ শতাংশ ফরাসি৷ সকল বয়সের মানুষের কাছেই কমেছে তাঁর জনপ্রিয়তা৷

প্রথম ১৬ মাসে সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলঁদের জনপ্রিয়তার চেয়েও নিচে এখন ম্যাক্রোঁর অবস্থান৷ ধীরে ধীরে ওঁলদের জনপ্রিয়তা এতটাই কমে গিয়েছিল যে, একসময় তিনি নিজেই আর দ্বিতীয়বার নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা দেন৷

ম্যাক্রোর ভাগ্যেও কি তেমনটাই ঘটতে চলেছে? আগামী দিনগুলোতে ফরাসি সরকারের কিছু সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে এ প্রশ্নের উত্তর৷

এডিকে/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ