1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই শতাধিক যাত্রী নিয়ে মেঘনায় লঞ্চডুবি

১৫ মে ২০১৪

বাংলাদেশের মুন্সিগঞ্জে ঝড়ের কবলে পড়ে মেঘনা নদীতে ডুবে গেছে একটি যাত্রীবাহী লঞ্চ৷ বৃহস্পতিবার বিকালে এ ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন দুই শতাধিক যাত্রী৷

Fährunglück Indien 2012
ছবি: AFP/Getty Images

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের তথ্য অনুযায়ী, দ্বিতল ও মাঝারি আকারের লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বর যাওয়ার পথে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঝড়ের কবলে পড়ে৷

মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল বার্তা সংস্থা এএফপিকে বলেন, এমভি মিরাজ-৪ নামের ওই লঞ্চে কতজন যাত্রী ছিলেন সে বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য পাওয়া গেছে৷ নিখোঁজ যাত্রীর সংখ্যা ২০০ থেকে সাড়ে ৩০০ পর্যন্ত হতে পারে৷

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করে৷ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত নদী থেকে নয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়, যাদের মধ্যে অন্তত দু'জন নারী বলে স্থানীয় পুলিশ কর্মকর্তা ফেরদৌস আহমেদ জানান৷

জেলা প্রশাসক জানান, নারায়ণগঞ্জ থেকে দুটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে৷ কোস্ট গার্ড ও জেলা প্রশাসনের কর্মীরাও এই উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন৷

জেকে/ডিজি (রয়টার্স, এএফপি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ