1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই সপ্তাহেই হেফনারের নতুন মেয়েবন্ধু জোগাড়

২৯ জুন ২০১১

দুই সপ্তাহও পার হয়নি, তার মধ্যেই নতুন মেয়েবন্ধু জোগাড় করে ফেললেন প্লেবয়ের বুড়ো মালিক হিউ হেফনার৷ অন্যদিকে জাপানে কনসার্ট করে এসে মামলায় ফেঁসে গেলেন লেডি গাগা৷

Playboy founder and editor in chief Hugh Hefner receives kisses from Playboy playmates in Cannes, France, Friday, May 14, 1999 during the 52nd Cannes Film Festival. (AP Photo/Laurent Rebours)
মাঝের ব্যক্তিটি হচ্ছেন হিউ হেফনারছবি: AP

শুরুতেই বুড়ো হেফনার প্রসঙ্গ৷ ৮৫ বছরের এই বৃদ্ধের কাছে প্রেম আর নারী যেন এক খেলার মতই৷ সর্বক্ষণ প্লেবয়ের শত শত সুন্দরীর সান্নিধ্যে থাকা এই ধনকুবের দুই সপ্তাহ আগেও ছিলেন একজনের বাগদত্তা৷ কিন্তু তার সেই সুন্দরী বাগদত্তা ক্রিস্টাল হ্যারিস বিয়ের ঠিক আগমুহূর্তে বুঝে ফেলেন রূপের মায়ার বাধনে হেফনারকে ধরে রাখা সম্ভব নয়৷ তাই সময় থাকতেই সিদ্ধান্ত নেন বিয়ে না করার৷ আর হেফনারও ভগ্ন হৃদয়ে সপ্তাহ খানেক পার করেন৷ কিন্তু প্লেবয় যার হাত দিয়ে গড়ে উঠেছে, তিনি কি আর এক নারীর জন্য বসে থাকবেন? তাই হলো, সপ্তাহ পার হতেই নতুন করে ডেটিং শুরু করলেন ক্যানাডার সুন্দরী ললনা শেরা বেশার্ড এর সঙ্গে৷ আর ক্রিস্টাল হ্যারিস তা শুনে কী বলছেন? ‘‘আমি জানতাম, আমি যাওয়া মাত্রই আরেকজন এসে জায়গা পূরণ করে দেবে'', টুইটারে ক্রিস্টালের মন্তব্য৷

লেডি গাগাছবি: AP

এদিকে জাপানের প্রাকৃতিক দুর্যোগে দুর্গতদের জন্য কনসার্ট করে এখন উল্টো মামলায় ফেঁসে গেছেন হাল আমলের সেনসেশন লেডি গাগা৷ যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি ল ফার্ম তার বিরুদ্ধে মামলা করেছে৷ অভিযোগ, দুর্গতদের সহায়তার নাম করে গাগার পক্ষ থেকে যেসব রিস্টব্যান্ড বিক্রি করা হয়েছে তার অর্থ পুরোপুরি দুর্গতদের হাতে পৌঁছায়নি৷ অথচ গাগার পক্ষ থেকে বলা হয়েছিলো যে রিস্টব্যান্ড বিক্রির এইসব অর্থ দুর্গতদের জন্য৷ শুধু তাই নয় আইনজীবীদের অভিযোগ, গাগা যে পরিমাণ অর্থ সাহায্য দিয়েছেন মিডিয়াতে তার চেয়ে অনেক বেশি ফুলিয়ে ফাঁপিয়ে বলেছেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ