দুই সপ্তাহের মধ্যে হাঙ্গেরিতে ট্রাম্প-পুটিন বৈঠক
১৭ অক্টোবর ২০২৫
হাঙ্গেরির বুদাপেস্টে এই বৈঠক হবে। ট্রাম্প বৃহস্পতিবার জানিয়েছেন, দুই সপ্তাহের মধ্যে এই বৈঠক হবে।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে ট্রাম্প বলেছেন, "আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের টেলিফোনে কথা বলেছি। খুব ভালো কথা হয়েছে। প্রেসিডেন্ট পুটিন এবং আমি হাঙ্গেরির বুদাপেস্টে আলোচনায় বসতে রাজি হয়েছি।"
পরে সাংবাদিকদের ট্রাম্প জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে তারা বৈঠকে বসবেন। শুক্রবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হবে। ট্রাম্প সেখানে পুটিনের সঙ্গে তার প্রস্তাবিত বৈঠক নিয়ে জেলেনস্কির সঙ্গে কথা বলবেন।
টমাহক মিসাইল নিয়ে
ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেনকে টমাহক মিসাইল দেওয়ার বিষয়টিও পুটিনের সঙ্গে ফোনালাপে উঠেছিল। ট্রাম্প জানিয়েছেন, "আমাদের প্রচুর টমাহক মিসাইল আছে। কিন্তু সেগুলো আমাদের দরকার। আমরা স্টক খালি করে দিতে পারি না।"
ট্রাম্প বলেছেন, "আমি মিসাইলের বিষয়টি নিয়ে পুটিনের সঙ্গে মজা করেছি। আমি আসলে তাকে বলেছিলাম, আমি যদি কয়েক হাজার টমাহক মিসাইল আপনার বিরোধীকে দিই, আপনি কি কিছু মনে করবেন? আমি এভাবেই কথাটা বলেছিলাম। তিনি এই আইডিয়া পছন্দ করেননি। কখনো কখনো এরকম হালকাভাবে কথা বলতে হয়।
প্রস্তুতি শুরু
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, "বুদাপেস্টে ট্রাম্প-পুটিন শীর্ষবৈঠকের প্রস্তুতি শুরু হয়ে গেছে। হাঙ্গেরি হলো শান্তির দেশ।"
২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রেসিডেন্ট পুটিন আর ইউরোপের কোনো দেশে পা দেননি। তিন বছর পর তিনি ইউরোপের দেশে আসবেন।
আগামী সপ্তাহে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন বলে ট্রাম্প জানিয়েছেন।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)