দুই হাজার বছরের মধ্যে সর্বোচ্চ!
২১ জুন ২০১১আর ১০০০ থেকে ১৪০০ সাল পর্যন্ত প্রতিবছর উচ্চতা বেড়েছে ৫ সেন্টিমিটার করে৷ এরপর থেকে ১৯০০ সাল পর্যন্ত আর পানির উচ্চতা বাড়েনি৷ সেসময় পানির স্তর স্থিতিশীল ছিল৷
আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল গবেষণা করে সম্প্রতি এই তথ্য জানতে পেরেছে৷ মার্কিন সাময়িকী ‘প্রোসিডিংস অব দি ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স'এ গবেষণাটি প্রকাশিত হয়েছে৷
যুক্তরাষ্ট্রের একটি জলাশয়ে পাওয়া ক্ষুদ্রাকৃতিক এক কোষ বিশিষ্ট একটি প্রাণীর জীবাশ্ম পরীক্ষা করে গবেষকরা এটা জানতে পেরেছেন৷
এর আগে এ ধরণের পরীক্ষার ক্ষেত্রে জোয়ারভাটা ও বাতাসের তাপমাত্রার তথ্য ব্যবহার করা হতো৷ জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কাজ করে জার্মানির এমন একটি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা স্টেফান রামজটোর্ফ একথা জানিয়েছেন৷ প্রতিষ্ঠানটির গবেষকরা বিজ্ঞানীদের ঐ দলে কাজ করেছেন৷
কেন পানির উচ্চতা এই হারে বেড়েছে তাতো সবারই জানা৷ জলবায়ু পরিবর্তনের প্রভাব এটা৷ বিজ্ঞানীরাও এই কথাই বলেছেন৷ অতিরিক্ত হারে কার্বন ডাই অক্সাইড নির্গমনের কারণে আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠছে৷ ফলে বরফ গলে গিয়ে পানির উচ্চতা বাড়ছে৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: রিয়াজুল ইসলাম