1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুই হাজার বছরের মধ্যে সর্বোচ্চ!

২১ জুন ২০১১

বিষয়টা হলো সমুদ্রের পানির উচ্চতা বাড়া নিয়ে৷ বিজ্ঞানীরা বলছেন গত শতাব্দীতে সমুদ্রের পানির উচ্চতা বেড়েছে প্রায় ২০ সেন্টিমিটার৷

An airstrip is built on the islet of 'Pag-asa', one of Spratlys' group of islands in the South China Sea, where Filipino soldiers are guarding but five other countries are laying claim on, 02 May 2008. The Arroyo government is under fire for supposedly selling out Philippine territory through the Spratlys oil exploration deal with China and Vietnam. EPA/FRANCIS R. MALASIG +++(c) dpa - Report+++
ছবি: picture-alliance/dpa

আর ১০০০ থেকে ১৪০০ সাল পর্যন্ত প্রতিবছর উচ্চতা বেড়েছে ৫ সেন্টিমিটার করে৷ এরপর থেকে ১৯০০ সাল পর্যন্ত আর পানির উচ্চতা বাড়েনি৷ সেসময় পানির স্তর স্থিতিশীল ছিল৷

আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল গবেষণা করে সম্প্রতি এই তথ্য জানতে পেরেছে৷ মার্কিন সাময়িকী ‘প্রোসিডিংস অব দি ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স'এ গবেষণাটি প্রকাশিত হয়েছে৷

যুক্তরাষ্ট্রের একটি জলাশয়ে পাওয়া ক্ষুদ্রাকৃতিক এক কোষ বিশিষ্ট একটি প্রাণীর জীবাশ্ম পরীক্ষা করে গবেষকরা এটা জানতে পেরেছেন৷

এর আগে এ ধরণের পরীক্ষার ক্ষেত্রে জোয়ারভাটা ও বাতাসের তাপমাত্রার তথ্য ব্যবহার করা হতো৷ জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কাজ করে জার্মানির এমন একটি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা স্টেফান রামজটোর্ফ একথা জানিয়েছেন৷ প্রতিষ্ঠানটির গবেষকরা বিজ্ঞানীদের ঐ দলে কাজ করেছেন৷

কেন পানির উচ্চতা এই হারে বেড়েছে তাতো সবারই জানা৷ জলবায়ু পরিবর্তনের প্রভাব এটা৷ বিজ্ঞানীরাও এই কথাই বলেছেন৷ অতিরিক্ত হারে কার্বন ডাই অক্সাইড নির্গমনের কারণে আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠছে৷ ফলে বরফ গলে গিয়ে পানির উচ্চতা বাড়ছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ