1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দু’একদিনের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেয়া হবে’

৮ অক্টোবর ২০২২

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে এবং এর রূপরেখা দু'একদিনের মধ্যেই দেবে বিএনপি, বলেছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক৷

DW Talkshow Khaled Muhiuddin Asks | 127
ছবি: DW

‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশোতে এসে এ কথা বলেন সংসদের এই সাবেক চিফ হুইপ৷ ফারুক বলেন, দেশের ৯৮ শতাংশ মানুষ বর্তমান সরকারের অধীন নির্বাচন চায় না৷

‘‘শুধু বিএনপি কর্মীরাই নন, আওয়ামী লীগের দুর্নীতিবাজ কর্মীরা বাদ দিলে সাধারণ কর্মীরাও এই সরকারের অধীনে নির্বাচন চায় না,’’ দাবি করেন সাবেক এই সংসদ সদস্য৷ তিনি বলেন, খুব শিগগিরই দেয়া হবে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা৷

‘‘মহাসচিব বলেছেন, দু'একদিনের মধ্যে আলোচনা শেষে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা দেয়া হবে,’’ জানান ফারুক৷

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য শামীম ওসমান৷ তিনি ফারুকের দাবি অস্বীকার করে বলেন, তত্ত্বাবধায়ক সরকার জনগণ চায় কি না তা ভোটের মাধ্যমে বোঝা যাবে৷ ‘‘৯৮ ভাগ না আট ভাগ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন চায় তা ভোটের মাধ্যমে জানা যাবে,’’ বলেন তিনি৷ 

তিনি দাবি করেন, বিএনপির পায়ের তলায় মাটি নেই৷ তাই তারা বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে৷ জবাবে ফারুক বলেন, বিদেশি বন্ধুদের কাছে তথ্য তুলে ধরা মানে তাদের সঙ্গে দেন দরবার করা নয়৷

অনুষ্ঠানে মূল আলোচনার বিষয় ছিল গুম ও খুনের সংখ্যা৷

আওয়ামী লীগের ইমেজ নষ্ট করার জন্য গুম ও খুনের সংখ্যা বাড়িয়ে বলছে কি না বিএনপি এ প্রশ্নের জবাবে ফারুক পালটা প্রশ্ন করে বলেন, ‘‘গুম সাত হোক আর ৭০টা হোক, একটা ঘটনারও কি সত্য উদঘাটন করতে পেরেছে আওয়ামী লীগ?’’

জবাবে শামীম ওসমান এ বিষয়ে প্রধানমন্ত্রীর দেয়া সাম্প্রতিক বক্তব্য তুলে ধরে বলেন, অনেক ঘটনা আছে যেখানে স্থানীয় শত্রুতার জেরে, কিংবা ভারত, দুবাই বা যুক্তরাষ্ট্রে লুকিয়ে থেকে পরে গুম, খুন হয়েছে বলে উল্লেখ করা হয়৷

তিনি বলেন, ‘‘খুন অপরাধ হবে, কিন্তু বিচার হবে কি না সেটাই বড় বিষয়৷’’

জেডএ/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ