মাদকের বিস্তার রোধে মাদক পাচারকারীদের মৃত্যুদণ্ডের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এছাড়া মাদক বিক্রির ক্ষেত্রে পরিমাণ একেবারে সীমিত রাখার ব্যাপারে কংগ্রেসে আবেদন করবেন তিনি৷
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, সোমবারই নিউ হ্যাম্পশায়ারে এমন এক পরিকল্পনার কথা ঘোষণা করার কথা ট্রাম্পের৷ বর্তমান আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে মাদক পাচারকারীদের মৃত্যুদণ্ডের বিধান রাখার প্রস্তাব তুলবেন তিনি৷ ট্রাম্পের ডোমিস্টিক পলিসি কাউন্সিলের পরিচালক অ্যান্ড্রু ব্রেমব্যর্গ রবিবার সাংবাদিকদের একথা জানান৷ট্রাম্প মনে করেন, যদি মাদক পাচারকারীরা মৃত্যুদণ্ডের হাত থেকে রেহাই পায়, তাহলে তাদের অন্তত দীর্ঘদিন কারাবাস করা উচিত৷
মাদক উৎপাদনে শীর্ষ কয়েকটি দেশ
জাতিসংঘের সংস্থা ইউএনওডিসি (ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম) সম্প্রতি বিশ্বের শীর্ষ মাদক উৎপাদনকারী দেশের একটি তালিকা তৈরি করেছে৷
ছবি: Abdelhak Senna/AFP/Getty Images
মিয়ানমার
আফিম উৎপাদনকারী দেশের তালিকার শীর্ষস্থান দখল করেছে মিয়ানমার। নানা কারণে আফগানিস্তানে আফিমের আবাদ কমে যাওয়ায় মিয়ানমার এই অবস্থানে পৌঁছেছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ইউএনওডিসির প্রতিবেদন মতে, মিয়ানমারের আফিম চাষীরা এখন অন্য যেকোনো পণ্য চাষের তুলনায় গড়ে প্রায় ৭৫ শতাংশ বেশি উপার্জন করছেন। দেশটিতে এখন প্রতি কেজি আফিম ৩৫৫ ডলারে বিক্রি হচ্ছে ।
ছবি: picture-alliance/AP Photo
আফগানিস্তান
বিশ্বে সবচেয়ে বেশি আফিম চাষ হত আফগানিস্তানে৷ ২০২২ সালে তালেবান শাসক মাদকদ্রব্য ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দেশটিতে আফিম চাষ ৯৫ শতাংশ কমে যায়।জাতিসংঘের হিসেবে, প্রতি বছর প্রায় পাঁচ থেকে ছয় হাজার টন কাঁচা আফিম উৎপাদন হত সেখানে৷
ছবি: picture alliance/AP Photo
কলম্বিয়া
কোকেন উৎপাদনে বিশ্বে সেরা কলম্বিয়া৷ জাতিসংঘের হিসেবে কলম্বিয়ায় প্রতি বছর তিন থেকে চার’শ টন কোকেন উৎপাদিত হয়৷ এছাড়া পেরু ও বলিভিয়াতেও কোকেনের চাষ হয়৷ ল্যাটিন অ্যামেরিকা, উত্তর অ্যামেরিকা আর ইউরোপ কোকেনের সবচেয়ে বড় বাজার৷
ছবি: picture-alliance/dpa
মরক্কো
উত্তর আফ্রিকার মরক্কোতে প্রতি বছর গড়ে প্রায় দেড় হাজার টন মারিজুয়ানা ও হাশিশ উৎপাদিত হয়৷ যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে সীমিত আকারে মারিজুয়ানা বা গাঁজার ব্যবহার বৈধ করায় এর চাষ আরও বেড়েছে৷
ছবি: Abdelhak Senna/AFP/Getty Images
গোল্ডেন ট্রায়াঙ্গল
মাদক উৎপাদনে এশিয়ার তিন দেশ মিয়ানমার, লাওস আর থাইল্যান্ড ‘গোল্ডেন ট্রায়াঙ্গল’ নামে পরিচিত৷ দক্ষিণ-পূর্ব এশিয়ার এই তিন দেশে প্রতিবছর গড়ে প্রায় এক হাজার টন আফিম উৎপাদিত হয়৷
ছবি: AP
যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
মেথাম্ফেটামিন বা ক্রিস্টাল মেথ হলো এক ধরণের মাদক, যেটা এক ধরণের সুখানুভূতি এনে দেয় বলে মনে করেন এর সেবনকারীরা৷ ইদানীং এই মাদক সেবনের হার বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ৷ তবে কোন দেশে এটা সবচেয়ে বেশি তৈরি হয় তা জানা যায়নি৷ তবে ক্রিস্টাল মেথ ল্যাবেও তৈরি করা যায়৷ তাই সারা বিশ্বে পুলিশ এ ধরনের ল্যাবে অভিযান চালাচ্ছে৷ এ পর্যন্ত যত অভিযান হয়েছে, তার ৮০ ভাগই হয়েছে যুক্তরাষ্ট্র আর মেক্সিকোর ল্যাবে৷
ছবি: picture-alliance/Photoshot
6 ছবি1 | 6
যুক্তরাষ্ট্রের প্রায় ২৪ লাখ মানুষ মাদকাসক্ত৷ অনেকেই হেরোইন এবং ফেনাটিল গ্রহণ করেন৷ ২০১৬ সালে মাদক গ্রহণের ফলে ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে দেশটিতে৷ যাদের বয়স ৫০-এর নীচে, তাদের মৃত্যু হয়েছে অতিরিক্ত মাদক সেবনের কারণে৷ দেখা যাচ্ছে, ডাক্তারের প্রেসক্রিপশন ব্যবহার করে ব্যথা কমানোর জন্য তারা মাত্রাতিরিক্ত মাদক গ্রহণ করতো৷
ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন হলে বিচার বিভাগ সরাসরি চিকিৎসক, ফার্মাসি এবং ওষুধ উৎপাদনকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে সরাসরি সিদ্ধান্ত দিতে পারবে৷ এমনকি এই পরিকল্পনা বাস্তবায়ন হলে তিন বছরের মধ্যে প্রেসক্রিপশনে এ ধরনের ওষুধের পরিমাণ (যেগুলোতে মরফিন রয়েছে) এক তৃতীয়াংশ কমিয়ে ফেলা হবে৷ পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা আরও উন্নত করা হবে৷ এছাড়া মানুষকে সচেতন করে তুলতে প্রচারণা চালানোর পরিকল্পনা আছে ট্রাম্পের৷
এর আগেও মাদকপাচারকারীদের মৃত্যুদণ্ডের প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প৷ ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের একই ধরণের সিদ্ধান্তের প্রশংসাও করেছিলেন তিনি৷ উল্লেখ্য, দুতার্তে মাদকপাচারকারীদের গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন৷