লাগাতার সমালোচনার পর অ্যামেরিকায় উবার তাদের প্রথম সুরক্ষা রিপোর্ট প্রকাশ করল। দুবছরে উবারে সাড়ে চারশোরও বেশি ধর্ষণের কথা রিপোর্টে রয়েছে।
ছবি: picture-alliance/AP Photo/M. Lennihan
বিজ্ঞাপন
মার্কিন মুলুকে উবার কতটা নিরাপদ? এই প্রশ্নটা উঠেছে উবার তাদের প্রথম সুরক্ষা রিপোর্ট প্রকাশের পর। রিপোর্ট বলছে, অ্যামেরিকায় ২০১৭ ও ২০১৮ এই দুই বছরে সাড়ে চারশ ধর্ষণ ও প্রায় ছহাজার যৌন নিগ্রহের ঘটনা ঘটেছে।
অ্যামেরিকায় এই সংস্থার গাড়ি প্রতিদিন প্রায় ৪০ লক্ষ বার ট্রিপ দেয়। উবার জানিয়েছে, ''এই সুরক্ষা রিপোর্ট জানার পুরো অধিকার সাধারণ লোকের আছে। কারণ, তাঁরা প্রতিদিন আমাদের ওপর ভরসা করেন।'' অবশ্যএই প্রথম সংস্থাটি তাদের সুরক্ষা রিপোর্ট প্রকাশ করল। সেটাও অবশ্য তাদের করতে হয়েছে চাপে পড়ে। কারণ, তাদের প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলি বারবার এই রিপোর্ট প্রকাশের দাবি জানাচ্ছিল। উবারে চেপে নিগ্রহের মুখে পড়া যাত্রীদের নালিশের সংখ্যাও বাড়ছিল।
উবারের রিপোর্ট বলছে, ২০১৭-তে যৌন নিগ্রহের অভিযোগ ছিল ২৯৩৬টি, পরের বছর তা বেড়ে হয়েছে ৩০৬৫। তা সত্ত্বেও উবার দাবি করছে, জাতীয় ক্ষেত্রে যৌন নিগ্রহের হার বেড়েছে ১৬ শতাংশ হারে, তাঁদের ক্ষেত্রে সেই বৃদ্ধির হার কম।
সংস্থার রিপোর্টে যৌন নিগ্রহকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে বিনা সম্মতিতে চুম্বন থেকে শুরু করে ধর্ষণ পর্যন্ত সবকিছুই আছে। দুবছরে ধর্ষণের ঘটনার অভিযোগ এসছে ৪৬৪ টি এবং ধর্যণের চেষ্টার অভিযোগ ছিল ৫৮৭ টি। আর প্রাণঘাতী শারীরিক নিগ্রহ হয়েছে ১৮ বার। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক।
মোট ৭০টি দেশে গাড়ি পরিষেবা চালায়। শুধু অ্যামেরিকা নয়, বিভিন্ন দেশ থেকেই যৌন নির্যাতনের অভিযোগ এসেছে। ২০১৭ সাল থেকে তারা 'ইন অ্যাপ এমার্জেন্সি বাটন' চালু করেছে। ভারতে তো উবারের গাড়িতে লিখিতভাবে দেওয়া থাকে যে, ড্রাইভার মহিলাদের সম্মানরক্ষার শপথ নিয়েছে। ড্রাইভারদের পরিচিতিও ভালো করে খতিয়ে দেখা হচ্ছে।
জিএইচ/এসজি (রয়টার্স, এএফপি)
কেলেঙ্কারিতে বিপর্যস্ত যত ব্যবসায়ী বিগ বস
বছরের পর বছর ধরে নিজের আয়ের তথ্য গোপন করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জাপানের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নিসানের প্রধান কার্লোস গোন৷ বড় বড় প্রতিষ্ঠানের এমন অনেক শীর্ষ নির্বাহীকেই ভোগ করতে হয়েছে একইরকম পরিণতি৷
ছবি: picture-alliance/dpa
নিসান-প্রধান গোন
জাপানের অটো প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিসানকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন এই কার্লোস গোনই৷ অভিযোগ আছে, ২০১১ সাল থেকে তিনি বেতন কম দেখিয়ে আসছেন৷ এর পরিমাণ পাঁচ বিলিয়ন ইয়েন বা প্রায় ৩৯ মিলিয়ন ইউরোর সমমানের হতে পারে৷ অভিযোগ প্রমাণ হলে তাঁকে বরখাস্ত বা চাকরিচ্যুত করতে পারে নিসান৷
ছবি: picture-alliance/AP Photo/T. Chea
ফক্সভাগেন সিইও ভিন্টারকোর্ন
ডিজেলগেট কেলেঙ্কারিতে ২০১৫ সালের মাঝামাঝি পদত্যাগ করেন জার্মান গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফক্সভাগেনের প্রধান নির্বাহী মার্টিন ভিন্টারকোর্ন৷ পরিবেশগত পরীক্ষার সময় ডিজেল-চালিত গাড়িতে কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে দেখানোর অভিযোগ প্রমাণ হয় এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে৷ ২৭ বিলিয়ন ইউরো জরিমানা, গাড়ি ফেরত নেয়া ও ক্ষতিপূরণ দিয়ে রক্ষা পায় ফক্সভাগেন৷
ছবি: picture alliance/dpa/U. Zucchi
সিমেন্স প্রধান পিয়েরার
২০০৭ সালে সিমেন্সের চেয়ারম্যান হাইনরিখ ফন পিয়েরার দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেন৷ প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী থাকার সময় এ সব দুর্নীতিতে জড়িয়েছিলেন তিনি৷ তদন্তে দেখা যায়, সিমেন্স কিছু কাল্পনিক পরামর্শকের সাথে চুক্তি করেছে, বিদেশি কাজ পেতে বিলিয়ন ইউরো ঘুসও দিয়েছে৷ পিয়েরার পরবর্তীতে প্রতিষ্ঠানটিকে ক্ষতিপূরণস্বরূপ পাঁচ মিলিয়ন ইউরো দিতে রাজি হন৷
ছবি: picture-alliance/dpa/F. Mächler
ওয়াইনস্টিন পতন
হলিউডের ক্ষমতাধর প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে নারীদের যৌন নির্যাতনের অভিযোগ ওঠে৷ হেনস্তা থেকে শুরু করে ধর্ষণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে৷ নিউ ইয়র্কে তিন নারীর দায়ের করা ছয়টি অভিযোগ অস্বীকার করেছেন ওয়াইনস্টিন৷ বর্তমানে আদালত থেকে জামিন নিয়ে মুক্ত রয়েছেন৷ ওয়াইনস্টিনের বিরুদ্ধে আসতে থাকা অভিযোগের পর থেকে বিশ্বব্যাপী শুরু হয়েছে যৌন নিপীড়ণবিরোধী #মিটু আন্দোলন৷
ছবি: picture-alliance/AP/S. Hirsch
উবার-নির্বাহী কালানিক
বিনিয়োগকারীদের চাপের মুখে ২০১৭ সালের জুলাইয়ে পদত্যাগ করেন রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারের প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক৷ প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় কালানিকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, অভিযোগ উঠেছিল বৈষম্য ও যৌন নির্যাতনের৷