ব্রিটেনের একটি সংবাদ মাধ্যম দাবি করেছিল, দুবাইয়ে বিশেষ প্যাকেজে বেড়াতে গেলে পর্যটকেরা করোনা ভ্যাকসিন দিতে পারবেন৷ তবে ট্র্যাভেল এজেন্টরা বলছেন, খবরটি ঠিক নয়৷
বিজ্ঞাপন
অবশ্য একাধিক ট্র্যাভেল এজেন্সির সঙ্গে কথা বলে ডয়চে ভেলে জানতে পেরেছে, আমীর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা আছে এমন ব্যক্তি ভবিষ্যতে এ সুযোগ পেতেও পারেন৷
ব্রিটেনের কয়েকটি সংবাদ মাধ্যমে ফেব্রুয়ারি মাসে প্রকাশিত খবরের বিষয়ে জানতে চাইলে জার্মানির এক ট্র্যাভেল এজেন্ট ডয়চে ভেলেকে বলেন, ‘‘এটা মিডিয়া হাইপ৷ দুবাইতে কোনো ভ্যাকসিন ট্যুরিজম নেই- অন্তত এখন পর্যন্ত নেই৷’’ একই বিষয়ে দুবাইয়ের এক ট্যুরিজম অপারেটরের বক্তব্য, ‘‘এখানে শুধু আমীরাতের অধিবাসীরাই টিকা নিতে পারবেন৷’’ কোনো পর্যটক দুবাইতে গিয়ে টিকা নিচ্ছেন কিনা জানতে চাইলে তিনি দাবি করেন, এ বিষয়ে তার কিছু জানা নেই, তাই প্রয়োজনীয় তথ্যের জন্য স্বাস্থ্য বিষয়ক রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি৷
আগামী বছর যে ১০ শহরে আপনার যাওয়া উচিত
জার্মানির বন শহর স্থান করে নিয়েছে সেই তালিকায়৷ ট্রাভেল গাইড ‘লোনলি প্ল্যানেটের’ ২০২০ সালে ভ্রমণ করা উচিত এমন দশ শহরের তালিকা প্রকাশ করেছে৷ চলুন দেখে নেই কোন কোন শহর রয়েছে সেখানে৷
ছবি: picture-alliance/dpa/R. Vennenbernd
সালৎসবুর্গ, অস্ট্রিয়া
যদিও ভিয়েনা আর মিউনিখের জনপ্রিয়তা অনেক সময় সালৎসবুর্গকে আড়াল করে ফেলে, ট্রাভেল গাইড ‘লোনলি প্ল্যানেট’ শহরটিকে ‘হৃদয় চুরি করা এক আলপাইন শহর’ হিসেবে আখ্যা দিয়েছে৷ আগামী বছর সেখানে যাওয়ার কারণ হতে পারে সালৎসবুর্গ উৎসবের শতবর্ষ পূর্তি৷ শহরটির ঐতিহাসিক কেন্দ্রে এই উপলক্ষ্যে নানা প্রদর্শনী এবং অনুষ্ঠানের আয়োজন করা হবে৷
ছবি: picture-alliance/dpa/S. Schuldt
ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র
আগামী বছর ওয়াশিংটনে ‘উনিশতম সংশোধনীর’, যা নারীকে ভোটাধিকার দিয়েছিল, শততম বার্ষিকী পালন করবে৷ এই উপলক্ষ্যে অনেকগুলো অনুষ্ঠানের আয়োজন করা হবে সেখানে৷ পাশাপাশি শহরটির পুনরুজ্জীবিত ‘ওয়াটারফ্রন্ট’ আর বৈচিত্র্যময় খাবারের আয়োজনও পর্যটকদের মুগ্ধ করবে৷
ছবি: Fotolia/chasingmoments
কায়রো, মিশর
কায়রোর ‘গ্রান্ড ইজিপশিয়ান মিউজিয়াম’ আগামী বছর পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে৷ সেখানে স্থায়ীভাবে রাজা তুতানখামুনের সমাধিস্থ ধন-সম্পদ প্রদর্শন করা হবে৷ মিশরের অন্যান্য শহর থেকে এই শহর এবং সংলগ্ন পিরামিডগুলো ভ্রমণ করাও সহজ হবে, কেননা সেখানে নতুন একটি অভ্যন্তরীণ বিমানবন্দরও চালু করা হচ্ছে৷
ছবি: Getty Images/K. Desouki
গ্যালওয়ে, আয়ারল্যান্ড
লোনলি প্ল্যানেটের ভাষায় ‘উজ্জ্বলভাবে বোহেমিয়ান’ শহর গ্যালওয়ে চমৎকার সব পানশালার জন্য বিখ্যাত৷ যারা আয়ারল্যান্ডে ঘুরতে যান, তাদের কাছে সবসময়ই এক বিশেষ আকর্ষণ এই শহর৷ ২০২০ সালে এই শহর হবে ইউরোপের একটি সাংস্কৃতিক রাজধানী৷ ফলে সারা বছরই সেখানে বিভিন্ন সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হবে৷
ছবি: picture-alliance/dpa/F. Baumgart
বন, জার্মানি
রাজধানীর মর্যাদা হারানোর পর বন অনেক মানুষের ভ্রমণের তালিকা থেকে হারিয়ে গেছে৷ তবে আগামী বছর শহরটির প্রতি মানুষের আগ্রহ আবারো বাড়বে৷ বনে জন্ম নেয়া সুরস্রষ্টা লুডভিগ ফান বেটোফেনের ২৫০তম জন্মবার্ষিকী বড় করে পালন করার উদ্যোগ নিয়েছে শহর কর্তৃপক্ষ৷ তবে, বেটোফোনের বাড়ি ঘুরে দেখা ছাড়াও রাইন নদীর পাড় ধরে ঘুরে বেড়াতেও পছন্দ করেন অনেক পর্যটক৷
ছবি: picture-alliance/dpa/R. Vennenbernd
লা পাস, বলিভিয়া
বিশ্বের সবচেয়ে বড় ক্যাবল কার নেটওয়ার্ক তৈরি করে ইতোমধ্যে আলোচনায় চলে এসেছে বলিভিয়ার লা পাস৷ দেশটির সরকারি রাজধানী শহরটিতে পর্যটকের ভিড় ক্রমশ বাড়ছে৷
ছবি: picture-alliance/dpa/Sputnik/M. Plotnikova
কোচি, ভারত
ভারতের দক্ষিণাঞ্চলের নিরিবিলি এই শহরে নতুন এবং পুরাতনের চমৎকার সংমিশ্রণ ঘটেছে৷ কোচি যেমন পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে অনেক এগিয়ে গেছে, তেমনি অতীতের স্বকীয়তাও ধরে রেখেছে৷ এক সময় আরব সাগরের রানি হিসেবে পরিচিত এই শহর মসলার জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল এবং ব্রিটিশ, ডাচ ও পর্তুগিজরা নানা সময় শহরটি দখলে রেখেছিল৷
ছবি: picture-alliance/DUMONT Bildarchiv
ভ্যানকুভার, কানাডা
সমুদ্র এবং পাহাড়ের মাঝখানে থাকা ভ্যানকুভ্যার শহরও বেশ পরিবেশবান্ধব৷ গ্রিনপিসের জন্মস্থানে সাইকেল চালানো এবং হাঁটার জন্য রয়েছে বিস্তৃত সড়ক নেটওয়ার্ক৷
ছবি: picture-alliance/All Canada Photos
দুবাই, সংযুক্ত আরব আমিরাত
২০২০ সালে দুবাইয়ে বেশি কয়েকটি বড় প্রকল্প উদ্বোধন করা হবে৷ এর মধ্যে সবার উপরে রয়েছে ছয়মাসব্যাপী এক বিশ্ব বাণিজ্যমেলা, যেখানে বিশ্বের ১৯০টি দেশ স্থায়িত্ব এবং গতিশীলতার নানা মডেল উপস্থাপন করবে৷ আর সেখান থেকে মাত্র দূই মাইল দূরে সমুদ্র উপকূলে এক কৃত্রিম দ্বীপে ইউরোপীয় থিমে তৈরি ফ্যান্টাসি রিসর্টও পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে৷
ছবি: AFP/Getty Images/K. Sahib
ডেনভার, কলোরাডো, মার্কিন যুক্তরাষ্ট্র
তরুণ এবং উঠতি শহর ডেনভার সংস্কৃতিপ্রেমীদের জন্য এক আদর্শ স্থান৷ শহরটির প্রতি পর্যটকদের আকর্ষণ ক্রমশ বাড়ছে৷
ছবি: picture alliance / AP Images
10 ছবি1 | 10
গত ডিসেম্বরে দুবাইতেকরোনা ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে৷ ইতিমধ্যে এক কোটি নাগরিকের শতকরা ৬০ ভাগকেই টিকা দেয়া হয়েছে৷
দুবাইয়ে কর্মরত জার্মান ট্যাভেল অপারেটর ওলাফ ফে মনে করেন, সব নাগরিককে টিকাদেয়ার পর সরকার ভ্যাকসিন ট্যুরিজমের বিষয়টি বিবেচনায় নিলে মন্দ হবে না৷ জার্মানির ফ্রাঙ্কফুর্টার আলগেমাইনে পত্রিকাকে তিনি বলেন, ‘‘দুবাইয়ের সব নাগরিককে টিকা দেয়া শেষ হলে পরিস্থিতি বদলে যাবে৷ কর্তৃপক্ষ স্মার্ট হলে তখন পর্যটনকে চাঙা করার কাজে ভ্যাকসিনকে ব্যবহার করতেই পারে৷’’