1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুবাই উৎসবে ‘মুর’ পেলেন সৌদি পরিচালিকা

১৭ ডিসেম্বর ২০১২

সৌদি আরবে নারীদের গাড়ি চালানো নিষেধ৷ আর সেই দেশেরই এক নারী পরিচালক জিতে নিলেন দুবাই চলচ্চিত্র উৎসবের সেরা ছবির পুরস্কার, ‘মুর’ পুরস্কার৷ ‘ওয়াজদা’ ছবির পরিচালক হাইফা আল-মানসুর সৌদি ইতিহাসে নিজের নাম লেখালেন এভাবেই৷

ছবি: Getty Images

ছবির দশ বছর বয়সি কিশোরী অভিনেত্রী ওয়াদ মোহাম্মেদও জিতেছেন দুবাই চলচ্চিত্র উৎসবের সেরা অভিনেত্রীর পুরস্কারটি৷ সৌদি আরবের মতো ‘আল্ট্রা কনজারভেটিভ' দেশে এই কিশোরী যে সাহসের পরিচয় দিয়েছেন তার উপযুক্ত পুরস্কারও তিনি পেলেন দুবাইতে৷ ‘ওয়াজদা' ছবিতে তাঁর চরিত্র ছিল তাঁরই সমবয়সি এক কিশোরীর, যে কিনা একটি সাইকেল কেনার জন্য আবদার করে৷ আর সেই সাইকেল কেনার জন্যই কিশোরী ওয়াজদাকে রীতিমত সংগ্রাম করতে হয় সৌদি রক্ষণশীল সমাজের সঙ্গে৷

ছবিটির শ্যুটিং করতে গিয়েও একই ধরণের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন পরিচালিকা হাইফা আল-মানসুর৷ পুরুষ সহকর্মীদের সঙ্গে কাজ করছেন, এ দৃশ্য সৌদি সমাজে গ্রহণযোগ্য নয়৷ তাই অনেক সময় গাড়ির ভেতরে বসে ‘ওয়াকি টকি'-র সাহায্যে শ্যুটিং পরিচালনা করতে হয় তাঁকে৷ তারপরও মাঝে মধ্যে স্থানীয় লোকজন এসে বাধা দিয়েছে শ্যুটিং-এর কাজে৷

নারীদের গাড়ি চালানোও নিষেধ সৌদি আরবে...ছবি: AP

এত বাঁধা অতিক্রম করে আসার পর, দুবাই উৎসবে এসে নিজের কাজের স্বীকৃতি পেলেন সৌদি আরবের প্রথম নারী সিনেমা পরিচালক হাইফা৷ সেরা পরিচালক আর সেরা ছবির স্বীকৃতি পাওয়ার পর চোখের জল আটকে রাখতে পারেন নি তিনি৷ বললেন, ‘‘এই পুরস্কার আমার কাছে অনেক কিছু৷''

১৯৭৪ সালে জন্ম নেওয়া হাইফা পড়াশোনা করেছেন কায়রোর অ্যামেরিকান ইউনিভার্সিটিতে৷ এরপর সিডনি বিশ্ববিদ্যালয়ে পড়েছেন চলচ্চিত্র নিয়ে৷ বলা বাহুল্য, সৌদি নারীদের জন্য নতুন এক দ্বার উন্মোচন করে দিয়েছেন এই সাহসী পরিচালক৷

আরআই/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ