1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দুবাই চকলেট' অবশ্যই দুবাই থেকে আসতে হবে : জার্মান আদালত

১৫ জানুয়ারি ২০২৫

দুবাই চকলেট এর স্বত্ব নিয়ে চলা মামলার রায় প্রকাশ করেছে জার্মানির একটি আদালত৷ দুবাই চকলেট অবশ্যই দুবাই থেকে আমদানি করতে হবে বলে আদালত রায় দিয়েছে৷

পেস্তা ক্রিম এবং পেস্ট্রি সুতো দিয়ে ভরা দুবাই চকলেট খাচ্ছেন এক নারী
দুবাই চকলেট পেস্তা ক্রিম এবং পেস্ট্রি সুতো দিয়ে ভরা থাকেছবি: Wolfgang Maria Weber/IMAGO

জার্মানির নিত্যপ্রয়োজনীয় পণ্যের চেইন শপ আলডি ‘আলিয়ান দুবাই হ্যান্ডমেড চকলেট' বাজারজাত করে আসছিল৷ তবে এই বিশেষ চকলেটটি তুরস্কে প্রস্তুতকৃত৷

বাজারজাতকরণে নিষেধাজ্ঞা আরোপ করে আদালত বলেছে, চকলেটটির নাম তখনই শুধুমাত্র দুবাই চকলেট দেয়া যাবে যখন তা শুধুমাত্র দুবাই থেকে আমদানি করা হবে৷ পশ্চিম জার্মানির শহর কোলনের আদালত জার্মান সুপার শপ আলডিকে এই চকলেট বিপণন ও বাজারজাতকরণ না করতে আদেশ দিয়েছে৷

আদালতে আলডি আত্মপক্ষ সমর্থন করতে যেয়ে বলে, চকলেটের মোড়কে স্পষ্ট লেখা আছে এটি তুরস্কে তৈরি৷ তবে ক্রেতারা চকলেটের নাম দেখে এটি দুবাইয়ে তৈরি ভেবে বিভ্রান্ত হতে পারে বলে মনে করেছে আদালত৷

জার্মানির চকলেট আমদানিকারক আন্দ্রেয়াস ভিলমার আদালতে এ বিষয়ে অভিযোগ দায়ের করেন৷ আন্দ্রেয়াস ভিলমার দুবাইয়ে প্রস্তুতকৃত ‘ফিক্স' ব্র্যান্ডের ‘দুবাই চকলেট' জার্মানিতে আমদানি করেন৷ এর আগে ডিসেম্বরে আলডির প্রতিদ্বন্দ্বী লিডল ও সুইজারল্যান্ডের চকলেট কোম্পানি লিন্ডট এর বিরুদ্ধে মামলা করেছিলেন- যা আদালতে এখনও চলমান রয়েছে৷

‘দ্য এসোসিয়েশন অফ জার্মান কনফেকশনারি ইন্ডাস্ট্রি' জানিয়েছে দুবাই চকলেট বিশ্বের যে কোনো দেশেই তৈরি হতে পারে৷ তবে আদালত এই দাবি খারিজ করে দিয়েছে৷

এসএইচ/জেডএইচ (এএফপি, ইপিডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ