1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে দুর্গাপুজা

২০ অক্টোবর ২০১২

শনিবার শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা৷ কক্সবাজারে বৌদ্ধ বিহারে হামলা আর সারা দেশে বিচ্ছিন্নভাবে কিছু মন্দিরে প্রতিমা ভাঙচুরের ব্যাপারে ব়্যাব মহাপরিচালক বলেছেন, বিচ্ছিন্ন এসব বিষয় পূজা উৎযাপনে কোন বিঘ্ন সৃষ্টি করবে না৷

ছবি: DW

শনিবার বোধনে খুলে যাবে দেবী দুর্গার শান্ত-স্নিগ্ধ চোখের পলক৷ অঞ্জলিমাখা কটাক্ষ-চকিত চাহনি৷ ধূপের ধোঁয়ায় ঢাক-ঢোলক, কাঁসর-মন্দিরার চারপাশ কাঁপানো নিনাদ আর পুরোহিতের জলদভক্তিকণ্ঠে. ‘যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা...' মন্ত্রোচ্চারণের ভেতর দূর কৈলাশ ছেড়ে মা পিতৃগৃহে আসছেন গজগামিনী হয়ে৷ সনাতন বিশ্বাসে – এর ফল হলো শস্যপূর্ণা বসুন্ধরা৷ আগামী বুধবার বিজয়া দশমীতে মা ফিরে যাবেন নৌকায়৷


ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত বিজয় কৃষ্ণ গোস্বামী বললেন, দেবীর গজে আগমনের অর্থ হল শস্য পূর্ণ হবে বসুন্ধরা৷ আর নৌকায় গমন করলে ঝড়-জলোসশ্বাসে ক্ষয় ক্ষতি করেও কিছু নিয়ে যাবেন৷

হাজার বছরের ধারাবাহিকতায় শরতের শুক্লপক্ষে দেবী দুর্গার আরাধনা করে আসছেন সনাতন ধর্মাবলম্বীরা৷ শিশির ভেজা স্নিগ্ধ ভোরে পৃথিবীতে এসে সত্য শুভ আর ন্যায়ের পক্ষের মানুষদের সাহসী করে তোলেন তিনি৷ দূর করেন মনের দৈন্য আর কলুসতা৷ ফুলে ফলে ভরে দেন ধরণীকে৷


এ বছরও মঙ্গলাময়ী দেবীর বোধন আমন্ত্রণ অধিবাস আর আরতিসহ নানা ধর্মীয় আচার পালনে শেষ মুহূর্তে ব্যস্ত সময় চলেছে মন্ডপগুলোতে৷ এবার সারাদেশে সাড়ে ২৮ হাজার মণ্ডপে আর রাজধানীতে ২০৩টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে৷ যা গত বছরের চেয়ে বেশী৷

সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বললেন, অন্য বছরগুলোর তুলনায় এবার ব়্যাব ও পুলিশের তৎপরতা একটু বেশী৷ তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন আমাদের সঙ্গে৷ 


এদিকে দুর্গাপুজা উপলক্ষ্যে সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে৷ ব়্যাবের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ৷ সারা দেশে সাড়ে পাঁচ হাজার ব়্যাব সদস্য পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন না দেয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন, ব়্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান৷ কক্সবাজারে বৌদ্ধ বিহারে হামলা আর সারাদেশে বিচ্ছন্নভাবে কিছু মন্দিরে প্রতিমা ভাঙচুরের ব্যাপারে ব়্যাব মহাপরিচালক বলেন, বিচ্ছিন্ন এসব বিষয় পূজা উৎযাপনে কোন বিঘ্ন সৃষ্টি করবে না৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ