1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্গা পূজা নির্বিঘ্ন করতে কড়া পুলিশ প্রহরা

২ অক্টোবর ২০১১

আজ থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গা পূজা৷ এবার সারাদেশে ২৮ হাজার মণ্ডপে দুর্গা পূজা হচ্ছে৷ ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেছেন, নির্বিঘ্নে দুর্গা পূজার উদযাপন নিশ্চিত করতে পুলিশ পূর্ণশক্তি ব্যবহার করবে৷

Devotees gather in a pandal, or a temporary shrine for deities, during evening prayers of Durga Puja festival, in Calcutta, India, Monday, Oct. 6, 2008. The four day Hindu festival ends with the immersion of images of Hindu goddess Durga on Oct. 9. (AP Photo/Bikas Das)
ফাইল ছবিছবি: AP

আজ বোধনের পর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা৷ সাড়ম্বরে পূজা উদযাপনের জন্য সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন৷ এবার সারাদেশে প্রায় ২৮ হাজারেরও বেশি মন্ডপে পূজা হচ্ছে৷ গতবারের চেয়ে এবার মন্ডপের সংখ্যা বেড়েছে এক হাজার৷ রাজধানীতে পূজা হচ্ছে ১৯৬টি মণ্ডপে৷

 ইতিমধ্যে পূজার সব প্রস্তুতি সম্পন্ন বলে জানালেন, পূজা উৎযাপন পরিষদের নেতারা৷ শনিবার এক সংবাদ সম্মেলনে তারা বলেন, সিটি কর্পোরেশন ঈদের সময় প্যান্ডেল তৈরী করলেও পূজাতে কোন উদ্যোগ নেয় না৷ পূজাতেও এ ধরনের উদ্যোগের দাবী তাদের৷

এবার মা দুর্গা গজে অর্থাৎ হাতিতে চড়ে মর্ত্যে আগমন করবেন৷ আর কৈলাশে ফিরবেন দোলায় চড়ে৷ দেবীর আগমন ও গমন নিয়ে এই পৃথিবীতে নানা ঘটনা ঘটে থাকে বলে সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন৷ দেবীর গজে আগমন অর্থই হল- এই বসুন্ধরা এবার শস্যপূর্ণ হবে৷ আর দোলায় গমন অর্থই হল পৃথিবীতে ঝড়, বন্যা, খরা, ভূমিকম্প, ধ্বংস-প্রলয় আর মড়কের ইঙ্গিত৷

ছবি: DW

এদিকে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেছেন, পূজা উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে৷ এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা দেখা যায়নি বলে জানান তিনি৷

শনিবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ বলেছেন, সনাতনী হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য পুলিশ তার পূর্ণশক্তি ব্যবহার করবে৷ পূজার শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় এ উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেজন্য পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ