1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্গোৎসব শুরু

সমীর কুমার দে, ঢাকা১০ অক্টোবর ২০১৩

শারদীয় দুর্গোৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার৷ ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সূচনা ঘটছে বাঙালির শারদোত্‍সবের৷ পাঁচদিনের এই উত্‍সব শেষ হবে ১৪ই অক্টোবর সোমবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে৷

176-Abhranil Das-Light of the Goddess Title: Light of the Goddess Schlagworte: Global Media Forum 2012, KLICK! 2012, Klick176 Fotograf: Abhranil Das, India Bildbeschreibung: Every year the city of Kolkata lights up for the Durga Puja, a cultural and religious festival of colour, art, joy and community. Aufnahmeort: Kolkata, India Bildrechte: Verwertungsrechte im Kontext des Global Media Forums eingeräumt
ছবি: Abhranil Das

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উত্‍সবকে ঘিরে সারা দেশে এখন উত্‍সবের আমেজ বইছে৷ এদিকে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন মন্দির-পূজামণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি৷ শারদীয় দুর্গোত্‍সবের প্রাক্কালে বুধবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে সাংবাদিক সম্মেলন করে এই উদ্বেগের কথা জানান কমিটি সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী৷ তারা এসব ঘটনার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান৷

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি কানুতোষ মজুমদার ডয়চে ভেলেকে বলেন, এবার সারা দেশে প্রায় সাড়ে ২৮ হাজার পূজামণ্ডপে দুর্গোত্‍সব অনুষ্ঠিত হচ্ছে৷ গতবারের তুলনায় এবার ৮শত মণ্ডপ বেড়েছে৷ ঢাকা মহানগরীতে এবারের পূজামণ্ডপের সংখ্যা ২১৪টি৷ যা গত বছরের তুলনায় ১২টি বেশি৷ কানুতোষ বলেন, সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে৷ আইন শৃঙ্খলা বাহিনীর বাইরে নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে বলে জানান তিনি৷

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উত্‍সবকে ঘিরে সারা দেশে এখন উত্‍সবের আমেজ বইছেছবি: DW/P. M. Tewari

পুরাণ মতে, রাজা সুরথ প্রথম দেবী দুর্গার আরাধনা শুরু করেন৷ বসন্তে তিনি পূজার আয়োজন করায় দেবীর এ পূজাকে বাসন্তী পূজা বলা হয়৷ কিন্তু রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করতে লঙ্কা যাত্রার আগে শ্রী রামচন্দ্র দেবীর পূজার আয়োজন করেছিলেন শরত্‍কালের অমাবস্যা তিথিতে, যা শারদীয় দুর্গোত্‍সব নামে পরিচিত৷ দেবীর শরত্‍কালের পূজাকে এজন্যই হিন্দুমতে অকাল বোধনও বলা হয়৷ সনাতন বিশ্বাস ও পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার এবার দেবী দোলায় (পালকি) চড়ে মর্ত্যলোকে (পৃথিবী) আসবেন৷ যার ফল হচ্ছে মড়ক৷ আর বিদায় নেবেন গজে (হাতি) চড়ে৷ যার ফল হিসেবে বসুন্ধরা হবে সুজলা, সুফলা ও শস্যপূর্ণা৷

শারদীয় দুর্গাপূজার প্রথম দিনে বৃহস্পতিবার ষষ্ঠীতে দশভুজা দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাস৷ ষষ্ঠীতিথিতে সকাল ৯টা ৪৮ মিনিটের মধ্যে দেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ৷ সায়ংকালে বোধনের মাধ্যমে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য বন্দনা পূজা করা হবে৷ সেই সঙ্গে দেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে মূল দুর্গোত্‍সব৷ শুক্রবার মহাসপ্তমী, শনিবার মহাষ্টমী ও কুমারী পূজা, রবিবার মহানবমী এবং সোমবার বিজয়া দশমী৷ শেষ দিনে বিজয়া দশমীতে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেয়া হবে৷

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি বাসুদেব ধর ডয়চে ভেলেকে বলেন, দুর্গোত্‍সব চলাকালে পূজার প্রতিদিনই অঞ্জলি, প্রসাদ বিতরণ ও ভোগ-আরতির আয়োজন করা হবে৷ এছাড়া দেশজুড়ে দুর্গোত্‍সব চলাকালে মণ্ডপে মণ্ডপে আলোকসজ্জা, আরতি প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, নাটক, নৃত্যনাট্যসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে৷ ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ তবে কিছু কিছু এলাকায় মণ্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনাও ঘটছে৷ দ্রুত এসব বন্ধ করতে হবে৷

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি কানুতোষ মজুমদার ডয়চে ভেলেকে বলেন, এবার সারা দেশে প্রায় সাড়ে ২৮ হাজার পূজামণ্ডপে দুর্গোত্‍সব অনুষ্ঠিত হচ্ছেছবি: DW/P. M. Tewari

পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ডয়চে ভেলেকে বলেন, রাজধানী ঢাকাসহ সারা দেশের প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় পুলিশ, আনসার, ব়্যাব ও বিডিআর সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন৷ কোথাও কোন অভিযোগ আসা মাত্রই তাত্‍ক্ষণিক ব্যবস্থা নেয়া হচ্ছে৷ তিনি বলেন, পুলিশ এবং ব়্যাবের পাশাপাশি প্রায় প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক বাহিনী দায়িত্ব পালন করবেন৷ আইন শৃঙ্খলা বাহিনী ও পূজা কমিটির সদস্যদের মধ্যে সার্বক্ষণিক সমন্বয় রেখে কাজ করা হচ্ছে বলে জানান আইজিপি৷ এছাড়া ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে৷ আইন শৃঙ্খলা বাহিনী তাদের সহায়তা করছে৷

রাজধানীতে কেন্দ্রীয় পূজা উত্‍সব বলে পরিচিত ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপে বৃহস্পতিবার পাঁচদিনের শারদীয় দুর্গোত্‍সবের উদ্বোধন করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী৷ এছাড়া পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার বেনজীর আহমেদসহ বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ