1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্ঘটনা দেখলে কী করবেন?

১২ আগস্ট ২০১৬

আজকাল আজব এক দৃশ্য দেখা যায়৷ সড়ক দুর্ঘটনা হলেই, আহত কাউকে ঘিরে দাঁড়িয়ে থাকে একদল মানুষ৷ এদের প্রায় সবার হাতে থাকে মোবাইল ক্যামেরা৷ দেখা যায়, আহত মানুষটিকে সহায়তার বদলে ভিডিও করতেই ব্যস্ত হয়ে পড়েছে সবাই৷

মিশায়েল শুমাখার
ছবি: Getty Images

ফেসবুকে একটি সচেতনতামূলক ভিডিওতে এ রকম এক দৃশ্য দেখানো হয়েছে৷ এতে দেখা যাচ্ছে, ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে মোটর সাইকেল থেকে রাস্তায় পড়ে গেছেন এক দম্পতি৷ পুরুষটির অবস্থা বেশ করুণ৷ মাথা দিয়ে রক্ত বের হচ্ছে, অচেতন পড়ে আছেন তিনি৷

মুহূর্তেই তাঁদের ঘিরে ধরে একদল মানুষ৷ কেউ কেউ আগ্রহ নিয়ে ভিডিও করতে থাকে ব্যথায় কাতর এবং সহায়তা চাওয়া নারীটিকে৷ কিন্তু আহতদের সাহায্যে কেউ শুরুতে এগিয়ে আসে না৷ এক পর্যায়ে অবশ্য একজন যুবককে তাঁদের সহায়তা করতে আসেন এবং নানাভাবে আহত ব্যক্তির সেবা করেন৷ এর কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্সও ডাকা হয়, তাই শেষ পর্যন্ত প্রাণে বেঁচে যান যুবকটিয

আলোচিত জনসচেতনতামূলক ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন অসংখ্য মানুষ৷ ওয়াদুদ মাইমুন্নেচ্ছা ফাউন্ডেশনের উদ্যোগে এটি প্রচার করা হচ্ছে৷

এআই/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ