1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্ঘটনা কমাতে ফ্রান্সে প্রচারণা- 'নারীর মতো গাড়ি চালান'

১৪ মে ২০২৪

ভিক্টিম অ্যান্ড সিটিজেন অ্যাসোসিয়েশন বলছে, সমাজে প্রচলিত ধারণা অনুযায়ী পুরুষেরা নারীদের চেয়ে নিরাপদ চালক৷ কিন্তু ফরাসি সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান দেখাচ্ছে ভিন্ন চিত্র৷

গাড়ি চালাচ্ছেন একজন নারী চালক৷
নিরাপত্তার কথা ভেবে ফ্রান্সের ‘ভিকতিম এ সিতোয়ে' অ্যাসোসিয়েশন পুরুষদের ‘একজন নারীর মতো গাড়ি চালানোর' অনুরোধ করেছে৷ছবি: Mohamad Alsayed/AA/picture alliance

ফ্রান্সে গাড়ি চালানোর বিষয়ে সচেতনতা বাড়াতে একটি প্রচারণা চালানো হচ্ছে৷ ‘ভিকতিম এ সিতোয়ে' অ্যাসোসিয়েশন পুরুষদের ‘একজন নারীর মতো গাড়ি চালানোর' অনুরোধ করেছে৷

‘ভিকতিম এ সিতোয়ে' সড়ক দুর্ঘটনা কবলিতদের সহায়তা প্রদান করার পাশপাশি নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতা বাড়ানোর কাজও করে থাকে৷

ফ্রান্সে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কী?

ফরাসি সড়ক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ২০২২-২০২৩ সালে সংঘটিত ৮৪% ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় চালকের আসনে ছিলেন পুরুষ৷ বার্ষিক প্রতিবেদনটিতে ৯৩% দুর্ঘটনার জন্য পুরুষদের মদ্যপানকে দায়ী করা হয়৷

পুরুষদের নিরাপদ চালক ভাবার যে ‘সেক্সিস্ট' ধারণা, সেটিকেও ভিক্টিম অ্যান্ড সিটিজেন অ্যাসোসিয়েশন প্রত্যাখ্যান করছে৷ তাদের মতে,‘‘নারীদের গাড়ি চালানোর কৌশল অবলম্বন করলে তা মানুষকে অন্তত ‘বেঁচে থাকতে' সাহায্য করবে৷'' 

‘একজন নারীর মতো গাড়ি চালান!' স্লোগানে প্রচারণাটি অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি শহরের পাতাল রেলস্টেশন ও ডিজিটাল বোর্ডেও দেখা যাচ্ছে৷

সামি বেহবেহানি /এসএইচ

ইলেকট্রিক গাড়ির বাজার কতটা জার্মানির দখলে?

04:13

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ