রাস্তাঘাটে নিরাপত্তা বাড়াতে অভিনব উপায় বের করেছে ইন্দোনেশিয়ার ‘কুইনরাইডস’ সংস্থা৷ সে দেশের রাস্তায় দুর্ঘটনা এড়াতে তারা পুরুষদের বদলে নারীর হাতে তুলে দিচ্ছে গাড়ির স্টিয়ারিং৷
বিজ্ঞাপন
জাকার্তার মেয়ে ইইম ফাহিমা ইয়াহিয়া নিজে গাড়ি চালাতে না জানলেও তাঁর সংস্থা ‘কুইনরাইডস’ ইন্দোনেশিয়ায় নারীদের গাড়ি চালাতে শেখাচ্ছে৷ ২০১৬ সালে শুরু হবার পর থেকে এখন পর্যন্ত এই সংস্থায় গাড়ি চালানো শিখেছেন দুই লক্ষ নারী৷
‘কুইনরাইডস’-এ সদস্যদের জন্য যৌনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে নানা কর্মশালাও আয়োজন করা হয়৷
ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে রাস্তাঘাটে অহরহ ঘটছে দুর্ঘটনা৷ সড়ক দুর্ঘটনায় ২০১৭ সালে ১ লক্ষ ৬৭ হাজার ও ২০১৫ সালে ১ লক্ষ ৩৬ হাজার জন মানুষ মারা যান সেখানে৷
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পথনিরাপত্তা বিশেষজ্ঞ লিভিও ভেদ্রাসকোর মতে, পুরুষদের তুলনায় নারীরা রাস্তাঘাটে অনেক বেশি সতর্ক ও নিয়ম মেনে চলেন৷ সে কারণেই দেশে বাড়তে থাকা দুর্ঘটনা রুখতে ইইম বেছে নিয়েছেন একটি অভিনব উপায়৷ ‘কুইনরাইডস’ নারীদের গাড়ি চালাতে শেখানোর সাথে সাথে তাঁদের সঠিক লাইসেন্স ও পরীক্ষার ব্যবস্থা করে৷
ইন্দোনেশিয়ায় দ্রুত অর্থনৈতিক উন্নয়নের কারণে ঘরে ঘরে বাড়ছে গাড়ি কেনার হিড়িক৷ সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে নারীরা সেখানেও ঘরের কাজের পাশাপাশি যোগ দিচ্ছেন বিভিন্ন কাজে৷ ফলে বাড়ছে রাস্তাঘাটে দুর্ঘটনা৷ নারীদের আহত হওয়ার ঝুঁকিও বাড়ছে৷
বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সড়ক
বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ১০টি রাস্তার তিনটিই ভারতে৷ ছবিগুলো দেখে নিজেরাই বুঝে নিন কেন এই রাস্তাগুলিতে গাড়ি চালাতে সবচেয়ে দক্ষ চালকেরও হৃৎকম্পন বেড়ে যায়৷
ছবি: picture-alliance/prisma
শ্রীনগর-লেহ মহাসড়ক
ভারতের ৪৪৩ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক লেহের সাথে কাশ্মীর উপত্যকাকে সংযুক্ত করেছে৷ জোজিলার মধ্য দিয়ে যাওয়া এই রাস্তাটি শীতকালে পুরোপুরি বরফে ডুবে যায়৷ গ্রীষ্মে বরফ গলে যাওয়ার পরও রাস্তা কাদায় পিচ্ছিল হয়ে থাকে৷ সেই সাথে পাথর গড়িয়ে পড়া এবং তুষার ঝড়ের ঝুঁকি তো আছেই৷
ছবি: Reuters/Danish Ismail
মাচু পিচু সড়ক
দক্ষিণ অ্যামেরিকার দেশ পেরুর এই সর্পিল রাস্তা মাচু পিচুর সাথে আগুসা ক্যালিওটেন্সান্সেকে যুক্ত করেছে৷ পাহাড়ের মধ্য দিয়ে যাওয়া এই সড়কটিতে ১১টি তীক্ষ্ণ বাঁক রয়েছে৷ ৮ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ এই অংশটি অতিক্রম করার সময় রীতিমতো বুকে কাঁপুনি ধরে৷
ছবি: Picture-Alliance
রুট টোয়েন্টি
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ফেডারেল হাইওয়ে টোয়েন্টি অবস্থিত৷ বরফঢাকা পর্বতমালা এবং ভয়ঙ্কর পরিবেশে শীতকালে গাড়ি চালানো প্রায় অসম্ভব৷ বরফের কারণে, এ রাস্তায় বড় বড় ট্রাকের চাকাও পিছলে যেতে চায়৷
ছবি: picture-alliance/ B. Coleman
স্কিপারস ক্যানিয়ন
৪০ বছর আগে নিউজিল্যান্ডের কুইন্সটাউনে ভেড়া ও পালকদের চলাচলের জন্য এই রাস্তাটি নির্মিত হয়েছিল৷ পরে এ রাস্তায় ট্রেনও চলতে শুরু করে৷ এই রাস্তা খুব চাপা৷ ফলে একদিকে চরতে থাকা মেষের পাল এবং অন্যদিকে চলতে থাকা ট্রেন সড়কে গাড়ি চলাচলকে আরো কঠিন করে তোলে৷
ছবি: picture-alliance/All Canada Photos
কিন্নুর উপত্যকা
হিমাচল প্রদেশের কিন্নুর উপত্যকায় যাওয়ার পথটি ভয়াবহ৷ অনেক জায়গায় শক্ত পাথর কেটে তৈরি করা হয়েছে রাস্তা৷ কিছু জায়গায় ভূমিধসের ফলে রাস্তা আরো সরু হয়ে গেছে৷ তাছাড়া রাস্তাটির বড় একটি অংশ এক লেনের৷ কয়েক সেকেন্ডের অমনোযোগে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা৷
ছবি: picture-alliance/imageBROKER
সা কোলোব্রা রোড
স্পেনের বিখ্যাত দ্বীপ মায়োরকার কোলোব্রা গ্রামে যাওয়ার রাস্তা খুবই বিপজ্জনক৷ ১৩ কিলোমিটার দীর্ঘ এই রাস্তায় বেশ কিছু তীক্ষ্ম বাঁক রয়েছে৷ বড় বাস বা ট্রাক একবার এই রাস্তায় ঢুকলে আর পেছনে ফেরার জায়গা থাকে না৷ কিছু মোড়ে এই সড়ক এতটাই সরু যে, মুখোমুখি দুটো গাড়ি এলেও পাশ কাটাতে বেশ বিপদেই পড়তে হয়৷
ছবি: picture-alliance/prisma
জর্জ দে গালামু
ফ্রান্সের চালকদের জন্য এই সড়ক বিশাল এক চ্যালেঞ্জ৷ উলটো দিক থেকে আসা গাড়ি পাশ কাটানোর জন্য জায়গা থাকলেও তা অনেক দূরে দূরে৷ ফলে মুখোমুখি হলে একটি গাড়িকে পেছাতে হয় বেশ খানিকটা জায়গা৷
ছবি: picture-alliance/imageBROKER
গুওলিয়াং সুড়ঙ্গ
শক্ত পাথর কেটে তৈরি করা হয়েছে চীনের সিনচিয়ান প্রদেশের এই রাস্তা৷ এই রাস্তা তৈরি করে গুওলিয়াং গ্রামকে সংযুক্ত করার কজটা সহজ ছিল না৷ ১৯৭০-এর দশকে যখন কাজ শুরু করা হয়, তখন এক মিটার রাস্তা তৈরি করতেও লেগে যেতো তিন দিন৷ এক পাশে খাড়া পাহাড়, অন্যপাশে গভীর খাদ তো আছেই, সেই সাথে একটু পর পর সংকীর্ণ মোড় রাস্তাটিকে করে তুলেছে আরো ভয়াবহ৷
ছবি: picture-alliance/H. Jianxun
গ্র্যান্ড ট্রাঙ্ক রোড
ভারতের অমৃতসরের সাথে একদিকে কলকাতা ও চট্টগ্রামকে এবং অন্যপাশে লাহোর ও পেশোয়ারকে সংযুক্ত করা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এশিয়ার প্রাচীনতম সড়ক৷ প্রায় ২৭০০ কিলোমিটার জুড়ে ভিন্ন ধরনের ভৌগোলিক বৈচিত্র্য এবং কোথাও কোথাও ব্যস্ত যান চলাচল এই সড়ককেও অন্তর্ভূক্ত করেছে বিপজ্জনক সড়কের তালিকায়৷
ছবি: picture-alliance/Y. Travert
মৃত্যুর সড়ক
বলিভিয়ার এই সড়ককে ‘রোড অফ ডেথ’ বলা হয়৷ সংকীর্ণ এই রাস্তা ৪০০ কিলোমিটার দীর্ঘ৷ চার কিলোমিটার উচ্চতায় অবস্থিত পর্বতমালার মধ্য দিয়ে চলে গেছে এই সড়ক৷ রাজধানী লা পাজের সাথে করুয়েরোকে যুক্ত করা রাস্তাটির ৫০ কিলোমিটার অংশ অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয়৷
ছবি: cc-Ilosuna-sa 3.0
10 ছবি1 | 10
এই দুটি সমস্যাকেই দূর করার চেষ্টা করছে ‘কুইনরাইডস’৷
২০১২ সালে নির্ধারিত জাতিসংঘের স্থায়ী উন্নয়ন লক্ষ্যগুলির মধ্যে একটি হলো ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনাকে বর্তমান হারের অর্ধেকে নামিয়ে আনা৷
ইতিমধ্যে ইন্দোনেশিয়ায় নারী যান-চালকের সংখ্যা বাড়ায়, পরিবহন মন্ত্রক বিভিন্ন সহযোগী সংস্থার সাথে মিলে এই হার কমানোর কাজ শুরু করেছে বলে জানান পরিবহন মন্ত্রকের ভূমি পরিবহন বিভাগের পরিচালক বুদি সেতিয়াডি৷
সেতিয়াডি বলেন, ‘‘ইন্দোনেশিয়ায় নারীদের নিরাপদে ও সঠিক নিয়ম মেনে গাড়ি চালাতে শেখানোর জন্য ‘কুইনরাইডস’-এর মতো সংস্থা প্রয়োজন৷’’ তিনি আরো বলেন, ‘‘নারীরা এ বিষয়ে পরে তাঁদের সন্তান, পরিবার ও আশেপাশের মানুষদেরও এ বিষয়ে সচেতন করতে বিশেষভাবে সাহায্য করতে পারেন৷’’
‘কুইনরাইডস’ ইন্দোনেশিয়ার অন্যান্য সংস্থার সাথে মিলে নারী অধিকার বিষয়ে নতুন প্রকল্প চালু করলে ব্যাংক মান্দিরি'র মতো প্রতিষ্ঠান তাতে সহযোগিতা করতে প্রস্তুত৷ ইইম জানান, আগামী তিন বছরে ‘কুইনরাইডস’কে পাঁচ লক্ষ সদস্যের বৃহত্তম নারী ক্ষমতায়ন মঞ্চ হিসাবে দাঁড় করাতে চান তিনি৷
তাঁর মতে, ‘‘ইন্দোনেশিয়া জয় করতে পারলেই বিশ্বের অন্য যে কোনো এলাকায় জয়লাভ করা সহজ৷ সতেরো হাজারেরও বেশি দ্বীপপুঞ্জে বিস্তৃত ইন্দোনেশিয়ায় রয়েছে অসংখ্য ভাষা ও সংস্কৃতি৷ ফলে ইন্দোনেশিয়া জয় করা একসাথে পাঁচটি দেশকে জয় করার সমান৷’’
নারীদের মধ্যে ‘কুইনরাইডস’-এ যোগ দেওয়ার ঝোঁক দ্রুত বাড়ছে৷ তাই এই সংস্থার উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে ইইম আশাবাদী৷
এসএস/এসিবি (রয়টার্স)
২৯ মে’র ছবিঘরটি দেখুন...
আলোচিত যত সড়ক দুর্ঘটনা
বাংলাদেশে প্রতিদিন গড়ে ২০-২২ জন মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হন৷ এর মধ্যে নানা কারণে শুধু অল্প কিছু ঘটনা সারা দেশের মানুষের আলোচনায় আসে৷
ছবি: DW/Samir Kumar Dey
তারেক মাসুদ, মিশুক মুনীর
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের এক গ্রামে ছবির শুটিং স্পট দেখে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন খ্যাতিমান চিত্র পরিচালক তারেক মাসুদ এবং শহিদ বুদ্ধিজীবী, নাট্যকার মুনীর চৌধুরীর ছেলে এটিএন নিউজের প্রধান নিবার্হী মিশুক মুনীরসহ পাঁচজন৷ এ দুর্ঘটনায় তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ ও শিল্পী ঢালী আল-মামুনসহ চারজন আহতও হয়েছিলেন৷
ছবি: DW/S. K. Dey
ক্ষতিপূরণ
দুর্ঘটনার প্রায় দেড় বছর পর ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি নিহতদের পরিবারের সদস্যরা বাস মালিক, চালক ও বিমা কোম্পানির বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে দু'টি মামলা দায়ের করেন৷ সেই মামলার একটির চূড়ান্ত রায়ে গত ডিসেম্বরে তারেক মাসুদের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারকে ৪ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট৷ আগামী তিন মাসের মধ্যে এই টাকা পরিশোধ করার নির্দেশ দেয়া হলেও এখনও তা কার্যকর হয়নি৷
দৈনিক সংবাদের বার্তা সম্পাদক ছিলেন৷ ১৯৮৯ সালে মতিঝিলের আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে বাংলাদেশ বেভারেজ ইন্ডাস্ট্রিজের গাড়ির ধাক্কায় নিহত হন তিনি৷ এরপর তাঁর স্ত্রী রওশন আরা ১৯৯১ সালে আর্থিক ক্ষতিপূরণ চেয়ে কোম্পানির বিরুদ্ধে মামলা করেন৷ ২০১৪ সালের ২০ জুলাই সাংবাদিক মন্টুর পরিবারকে ৩ কোটি ৫২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নিম্ন আদালতের রায় বহাল রেখে রায় দেন আপিল বিভাগ৷ তবে তা এখনও পাননি মন্টুর পরিবার৷
ছবি: Rawshan Aktar
জাহানারা কাঞ্চন
তিনি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী ছিলেন৷ ১৯৯৩ সালের ২২ অক্টোবর স্বামীর শ্যুটিং দেখতে যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি৷ সে বছরই সড়ক দুর্ঘটনা রোধ এবং সড়ক চলাচল সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্য ও দাবি নিয়ে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) নামে একটি সংগঠন গড়ে তোলেন ইলিয়াস কাঞ্চন৷ সমাজসেবায় ২০১৮ সালের একুশে পদক পেয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা৷
ছবি: Munir Uz Zaman/AFP/GettyImages
রাজীব হোসেন
৩ এপ্রিল ঢাকার কারওয়ান বাজারে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে মধ্যে পড়ে প্রথমে হাত হারিয়েছিলেন তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন৷ মাথায়ও আঘাত পান তিনি৷ এরপর দুই সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন৷ তবে তাঁকে বাঁচানো যায়নি৷ পরে রাজীবের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয় হাইকোর্ট৷ দুর্ঘটনার পর দুই বাসের মাঝে এক হাত ঝুলে থাকার ছবি প্রকাশিত হলে সামাজিক মাধ্যমে বিষয়টি আলোচিত হয়েছিল৷
ছবি: bdnews24.com
মানজারুল ইসলাম রানা
২০০৭ সালের ১৬ মার্চ খুলনায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছিলেন জাতীয় দলের এই ক্রিকেটার৷ ২৩ বছর বয়সি রানা জাতীয় দলের হয়ে ছয়টি টেস্ট ও ২৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন৷
ছবি: Tawhid Zaman
জগলুল আহমেদ চৌধুরী
২০১৪ সালের ২৯ নভেম্বর বাংলাদেশ সংবাদ সংস্থা, বাসস-এর সাবেক প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক এবং আন্তর্জাতিক বিশ্লেষক জগলুল আহমেদ চৌধুরী কারওয়ানবাজার এলাকায় বাস থেকে নামতে গিয়ে সেই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে নিহত হন৷
ছবি: DW/M. Mamun
নাজিম উদ্দিন
ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের একজন সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন৷ ১৭ মে শনির আখড়া থেকে মোটর সাইকেলে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন৷ এই সময় মেয়র হানিফ ফ্লাইওভারে দুই বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে একটি বাসের ধাক্কায় ছিটকে পড়েন তিনি৷ ঢাকা মেডিকেলে নেয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়৷ নাজিম উদ্দিনের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারকে কেন কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না- তা জানতে চেয়ে সম্প্রতি রুল জারি করেছে হাইকোর্ট৷