1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্দিনে ইউক্রেনের পাশে দাঁড়াতে প্রস্তুত জাপান

৮ জানুয়ারি ২০২৪

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউ-র সহায়তা নিয়ে জটিলতার মাঝে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর কিয়েভ সফর বাড়তি গুরুত্ব পাচ্ছে৷ ইউক্রেনের শীর্ষ নেতারা সমর্থন ও সহায়তার জন্য জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷

কিয়েভে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া
কিয়েভে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়াছবি: Thomas Peter/REUTERS

রাশিয়ার লাগাতার হামলার প্রায় দুই বছরের মাথায় ইউক্রেন যখন পশ্চিমা বিশ্বের সহায়তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছে, ঠিক তখনই অঘোষিত সফরে কিয়েভে এলেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া৷ রোববার তিনি ইউক্রেনের প্রতি জাপানের জোরালো সমর্থন জানালেন৷ আরো সামরিক সহায়তার পাশাপাশি ইউক্রেনের অর্থনৈতিক পুনর্গঠন তরাম্বিত করতে তিনি ফেব্রুয়ারি মাসে জাপানে এক আন্তর্জাতিক সম্মেলনের ঘোষণা করলেন৷ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কামিকাওয়া বলেন, জাপান ইউক্রেনকে সমর্থন করে যাবে, যাতে সে দেশে শান্তি ফিরতে পারে৷ রুশ হামলার সাইরেনের মাঝে এক বাংকারে দুই মন্ত্রীকে বক্তব্য রাখতে হয়েছিল৷

অ্যামেরিকা ও ইউরোপে রাজনৈতিক জটিলতার কারণে ইউক্রেনের জন্য সহায়তা আপাতত কিছুটা থমকে গেছে৷ জাপান সেই শূন্যস্থান পূরণ করতে না পারলেও সে দেশের পররাষ্ট্রমন্ত্রী তিন কোটি সত্তর লাখ ডলার মূল্যে ড্রোন শনাক্তকারী প্রণালী সরবরাহের ঘোষণা করেন৷

তিনি বিশেষ করে নববর্ষ বরনের দিনে রাশিয়ার জোরালো হামলার নিন্দা করেন৷ কামিকাওয়া ইউক্রেনের বুচা ও ইরপিন শহর পরিদর্শন করেন৷ উল্লেখ্য, বুচায় গণহত্যার জন্য রাশিয়াকে দায়ী করা হয়৷ তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কির সঙ্গেও সাক্ষাৎ করেন৷ জেলেনস্কি জাপানের সমর্থন এবং সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্মিগাল প্রায় ১০০ কোটি ডলার অংকের মানবিক সহায়তা প্রকল্প ও পুনর্গঠনের সিদ্ধান্তের জন্য জাপানকে ধন্যবাদ জানিয়েছেন৷

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী কুলেবা গত বছর তাঁর দেশকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের সিদ্ধান্তের জন্য জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ তিনি আরো এয়ার ডিফেন্স সিস্টেমের প্রয়োজনীয়তা তুলে ধরেন৷ কুলেবা বলেন, রাশিয়া ইউক্রেন দখল করতে না পেরে ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ প্রতিদিন ইউক্রেনের শহরগুলির উপর রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চলছে৷

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে দনিয়েৎস্ক অঞ্চলে রাশিয়ার হামলা আরো জোরালো হচ্ছে৷ শনিবার সেখানকার ইউক্রেন-নিয়ন্ত্রিত অংশে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে বলে সে দেশ জানিয়েছে৷ প্রেসিডেন্ট জেলেনস্কি নিরীহ মানুষের উপর লাগাতার হামলার জন্য রাশিয়ার কড়া সমালোচনা করেন৷ তিনি দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন বিশাল আকারে বাড়ানোর উপর জোর দেন৷

এসবি/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ