বাংলাদেশ ১৩ নম্বরে
৫ ডিসেম্বর ২০১২টিআই-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩৷ আগের বছরও ঐ একই অবস্থানে ছিল বাংলাদেশ৷ কিন্তু গত বছর বিশ্বের ১৮৩টি দেশের মধ্যে দুর্নীতির সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের সূচক ধরা হয়েছিল ১২০ নম্বরে৷ আর এবার, ১৭৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৪তম৷ তাই সার্বিক বিবেচনায় বাংলাদেশে দুর্নীতি গত বছরের তুলনায় বেড়েছে৷ সারা বিশ্বের সঙ্গে একযোগে বাংলাদেশে রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান৷
প্রতিবেদনে বলা হয়েছে যে, বাংলাদেশে সার্বিকভাবে দুর্নীতি বাড়ার পেছেনে পদ্মা সেতু এবং হলমার্ক কেলেঙ্কারির ভূমিকা রেখেছে৷ আর স্থানীয় পর্যায়ের ছোট খাট দুর্নীতি হিসেবে আনলে সূচক আরো খারাপ হবে বলে জানিয়েছএন টিআইবি'র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল৷
তিনি বলেন, শুধু টিআই-এর রিপোর্ট নয় রাজনীতির মাঠ এবং খোদ সংসদেই এসব দুর্নীতি নিয়ে কথা হচ্ছে৷ যা থেকে দুর্নীতির ভয়াবহতা বোঝা যায়৷ আর এই দুর্নীতি দমনে দুদক কার্যকর ভূমিকা পালন করতে পারছে না বলে মনে করেন ড. ইফতেখারুজ্জামামান৷
এবারের রিপোর্টে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড এবং নিউজিল্যান্ড৷ আর সবচেয়ে বেশি দুর্নীতি হয় আফগানিস্তান, সোমালিয়া এবং কোরিয়ায়৷ প্রসঙ্গত, ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ বিশ্বের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ছিল৷