1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতিতে ১৪তম বাংলাদেশ, পাঠকদের মিশ্র প্রতিক্রিয়া

৩ ডিসেম্বর ২০১৪

দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান ১৪তম৷ গত বছরের তুলনায় পরিস্থিতির অবনতি ঘটলেও অতীতের তুলনায় এই পরিস্থিতি অবস্থানের দিক থেকে ভালো৷ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) বুধবার এই তথ্য প্রকাশ করেছে৷

Infografik Korruptionsindex 2014 Englisch

ডয়চে ভেলের ফেসবুক পাতার অনুসারীদের কাছে জানতে চাওয়া হয়, ‘‘বিশ্বের ১৪তম দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ৷ দুর্নীতিতে বাংলাদেশের এই অবস্থান কি প্রত্যাশিত?''

বেশ কয়েকজন পাঠক এই প্রশ্নের উত্তর দিয়েছেন৷ মো. খালেদ হাসান লিখেছেন, ‘‘যারা টানা চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, তাদের জন্য ১৪তম হওয়াটা বেশ ভালো৷ তবে আমার ধারণা এর পিছনে বাংলাদেশের চেয়ে অন্য দেশগুলোর অবদান বেশি৷ মানে বাংলাদেশে সেই অর্থে দুর্নীতি কমেনি বরং অন্য দেশগুলোর দুর্নীতি বেড়েছে৷ তাই বাংলাদেশের অবস্থান আজ ১৪তম৷''

ডয়চে ভেলের আরেক পাঠক নিজাম লিখেছেন, ‘‘বাংলাদেশের জন্য এটা ভালো খবর বলা যায়৷ কেননা এর আগে বাংলাদেশ দুর্নীতিতে সেঞ্চুরি করেছে৷'' সারাহ ইসলাম মনে করেন, ‘‘অবশ্যই দুর্নীতি থেকে বাংলাদেশ আগের অবস্থান থেকে ফিরে এসেছে৷ এটা অবশ্যই ভালো দিক৷ বিগত বছরগুলোতে টানা প্রথম অবস্থানে ছিল৷ আশা করি দুর্নীতির তালিকায় আর বাংলাদেশের নাম থাকবে না ভবিষ্যতে৷''

হাবিবুন নবী শাওন অবশ্য ভিন্নমত পোষন করেছেন৷ তিনি লিখেছেন, ‘‘যেই দেশের মানুষ ভোটের অধিকার পায় না, যে দেশে অবৈধভাবে সরকার পরিচালিত হচ্ছে, সেই দেশ থেকে এর চেয়ে বেশি আশা করা যায় না৷''

মোহাম্মদ সোহেল মিয়া মনে করেন, ‘‘কিছুই বলার নাই৷ আমাদের লজ্জা লাগলেও যারা বা যে দল দুর্নীতি করে তাদের লজ্জা লাগবে না৷ আর বিপরীত দলের অবস্থাতো আরও খারাপ৷ তারা এইটা মাইকে ঢালাওভাবে প্রচার করবে৷ তখন আমাদের মতো আমজনতার অবস্থা হয় শরীরের চামড়া কেটে লবণ লাগিয়ে দেয়ার মতো৷

ফেসবুকে ডয়চে ভেলের অনুসারী কাওসার আহমেদ লিখেছেন, ‘‘কেউ এই অবস্থা প্রত্যাশা করে না৷ আইনের শাসন, গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে এই অবস্থার কোনো উন্নতি হবে না, বরং আরও আবনতি হবে৷'' আর লকিব হোসেন লিখনের কথা হচ্ছে, ‘‘যেখানে শিক্ষা থেকে শুরু করে সবক্ষেত্রেই দুর্নীতি হচ্ছে, সেখানে এর চেয়ে বেশি কিছু আশা করা নিরর্থক!''

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ