প্রধানমন্ত্রী বলেন, ‘‘আপনাদের স্মরণ আছে, গত বছর সরকার গঠনের পর জাতির উদ্দেশে ভাষণে আমি দুর্নীতির সঙ্গে জড়িতদের শোধরানোর আহ্বান জানিয়েছিলাম৷ আমি সাধারণ মানুষের জন্য কাজ করি৷ মানুষের কল্যাণের জন্য আমি যে কোন পদক্ষেপ করতে দ্বিধা করবো না৷
দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘‘ আমি আবারও সবাইকে সতর্ক করে দিতে চাই দুর্নীতিবাজ যেই হোক, যত শক্তিশালীই হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না৷'' প্রধানমন্ত্রী বলেন, ‘‘দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান থাকবে, যে-ই অবৈধ সম্পদ অর্জনের সঙ্গে জড়িত থাকুক, তাকে আইনের আওতায় নিয়ে আসুন৷ সাধারণ মানুষের হক যাতে কেউ কেড়ে নিতে না পারে তা নিশ্চিত করতে হবে৷''
পাশাপাশি জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি৷
দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে থাকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)৷ ২০১৮ সালের ধারণা সূচকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ত্রয়োদশ অবস্থানে ছিল বাংলাদেশ৷ সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ১০ দেশ সম্পর্কে জেনে নিন ছবিঘরে৷
ছবি: picture-alliance/U.Baumgartenট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের হিসাবে, দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১০ম লিবিয়া৷ সরকারি-বেসরকারি বিভিন্ন খাতে দুর্নীতি, ঘুষ আর স্বজনপ্রীতি দেশটিকে এই অবস্থানে এনেছে৷
ছবি: Getty Images/AFP/G. Khanদক্ষিণ এশিয়ায় দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে আফগানিস্তান৷ অবশ্য, বৈশ্বিকভাবে তাদের অবস্থান নবম৷ দুর্নীতির দিক থেকে আফগানিস্তানের পরেই আছে বাংলাদেশ৷
ছবি: DW/H. Siratদুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় অষ্টম অবস্থানে আছে ইকুটেরিয়াল গিনি৷ দুর্নীতির দায়ে ফ্রান্সে সাজাও খেটেছেন দেশটির প্রেসিডেন্ট টিওডোরো ওবিয়াং-এর ছেলে টিওডোরিন ওবিয়াং৷
ছবি: picture-alliance/dpa/S. Lecocqদুর্নীতির ধারণাসূচকে সপ্তম অবস্থানে আফ্রিকার দেশ গিনি বিসাউ৷ ২০১৪ সালে দুর্নীতির ধারণাসূচক প্রকাশের সময় টিআই বলেছিল, দেশটিতে দুর্নীতির জন্য সহায়ক একটি পরিবেশ তৈরি করেছে সরকার৷ মাদক পাচারের অন্যতম আন্তর্জাতিক রুটও দেশটি৷
ছবি: DW/B. Darame দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ষষ্ঠ অবস্থানে আছে সুদান৷ প্রাকৃতিক সম্পদ সংস্থান এবং দ্রুত অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সেখানে দুর্নীতির সুযোগ আরো বেড়েছে৷
ছবি: Reuters/M. N. Abdallahযুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র বিরোধের মধ্যে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় পঞ্চম অবস্থানে আছে উত্তর কোরিয়া৷ মতপ্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রিত দেশটির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ পশ্চিমা দেশগুলোর৷
ছবি: picture-alliance/AP Photo/A. Young-Joonদুর্নীতির তালিকায় নিচের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে ইয়েমেন৷ উপসাগরীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সবচেয়ে দারিদ্র্যপীড়িত দেশও এটি৷
ছবি: Reuters/K. Abdullah২০০৫ সালে সুদান থেকে স্বাধীন হওয়া দেশটির অর্থনীতির নিয়ন্ত্রণ মুষ্টিমেয় ধনীদের হাতে৷ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ধারণা সূচকে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় সাউথ সুদান আছে তিন নম্বরে৷
ছবি: Getty Imagesদুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় নম্বরে যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়া৷ ইসলামিক স্টেটকে কেন্দ্র করে নানামুখী যুদ্ধ চলছে সেখানে৷ ক্ষমতাসীন বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো৷
ছবি: Getty Images/AFP/D. Souleinman২০১৮ সালের ধারণাসূচক অনুযায়ী, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে সোমালিয়া৷ গৃহযুদ্ধ, অভ্যন্তরীণ নানা সংঘাত আর দারিদ্র্য নিয়ে চলা দেশটির অনেক মানুষ মানবেতর জীবনযাপন করে থাকেন৷
ছবি: SIMON MAINA/AFP/Getty Images বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশি ও বহিঃশক্তির সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রাখায় বিশ্বাসী৷ প্রতিবেশির সাথে সুসম্পর্ক বজায় রাখাকে তার সরকার গুরুত্বপূর্ণ মনে করে৷ তিনি বলেন, ‘‘এটি দুবর্লতা নয় কৌশল৷ এই জন্য মিয়ানমার উসকানি দেয়া চেষ্টা করলেও সেই ফাঁদে বাংলাদেশ পা দেয়নি৷'' তিনি বলেন, আন্তর্জাতিক আদালতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে৷ আশা করি ন্যয় বিচার পাব৷
শেখ হাসিনা বলেন, যেকোনো শান্তিপূর্ণ আন্দোলনকে তার সরকার স্বাগত জানায়৷ তবে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ বরদাশত করা হবে না৷ সবশেষ জাতীয় নির্বাচনের পর সবার অংশগ্রহণে সংসদ প্রাণবন্ত হয়েছে বলেও দাবি করেন তিনি৷
প্রধানমন্ত্রী বলেন, সরকার পরিচালনায় ‘‘সবক্ষেত্রে শতভাগ সফল হয়েছি বলব না৷ তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না৷''
দুই একটি শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্খথিত ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এইসব ঘটনা কাউকে প্রশ্রয় দেয়া হয়নি৷