1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দুর্নীতিবাজদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়’

৮ জানুয়ারি ২০১১

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, দুর্নীতিবাজ রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার থাকা উচিত নয়৷ তিনি মনে করেন, এজন্য সরকারের উচিত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া৷

parliament, building, দুর্নীতি, রাজনীতি, অধিকার, জাতীয়, মানবাধিকার, কমিশন, চেয়ারম্যান, মিজানুর, রহমান, Politics, Corruption, Dhaka, Bangladesh, Human Rights,
জাতীয় সংসদ ভবনছবি: Harun Ur Rashid Swapan

শুক্রবার ঢাকায় মানবাধিকার বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন৷ ড. মিজান বলেন, দেশে অব্যবস্থাপনা আর দুর্নীতির মূলে রয়েছে আমলারা৷ একারণেই দেশের উন্নয়ন হচ্ছে না৷ সরকার দিনবদলের যে কথা বলছে তার জন্য প্রয়োজন সৎ এবং দক্ষ প্রশাসন৷ আর দুর্নীতিবাজ রাজনীতিবিদদের দাপটে নাগরিকরা কখনো কখনো অসহায় বোধ করেন৷ তাদের রাজনীতির অধিকার খর্ব করা উচিত৷ যেসব রাজনীতিবিদ দুর্নীতির মাধ্যমে আয় করা কোটি কোটি টাকা বিদেশে পাচার করছেন তারা কিভাবে রাজনীতি করেন সেটি মানবাধিকার কমিশনের প্রশ্ন৷

ড. মিজান হুঁশিয়ার করে দিয়ে বলেন, বিচার বহির্ভূত কোন হত্যাকাণ্ড হলে কমিশন বসে থাকবে না৷ তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান৷

সেমিনারে জানানো হয়, দেশে যতো অপরাধের ঘটনা ঘটে ততো অপরাধ আমলে নেয় না পুলিশ৷ যেমন গত বছর সারাদেশে ফতোয়ার ঘটনা ঘটেছে ২২টি৷ অথচ মামলা হয়েছে মাত্র ৪টি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ