1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতিবাজ মন্ত্রীরা প্রশ্রয় পাচ্ছেন: ফখরুল

১৪ অক্টোবর ২০১১

প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ মন্ত্রীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তাঁর দাবি, কেবল দুর্নীতিবাজ মন্ত্রীদের নয়, সরকারেরই পদত্যাগ চাই৷

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: DW

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, ‘কোনো ধুম্রজাল নয়৷ পদ্মাসেতু নিয়ে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, সেটিই সত্য৷' প্রধানমন্ত্রী দুর্নীতিবাজদের মন্ত্রীদের প্রশ্রয় দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি৷ ফখরুল বলেন, ‘আর এ কারণেই সবক্ষেত্রে আজ দুর্নীতির মহোৎসব চলছে৷ আমরা কেবল দুর্নীতিবাজ মন্ত্রীদের নয়, সরকারেরই পদত্যাগ চাই৷'

যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে সদ্য দেশে ফেরা বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে নিয়ে শুক্রবার জিয়ার মাজারে যান ফখরুল ইসলাম৷ শেরেবাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন৷

পদ্মাসেতু নিয়ে দুর্নীতি হয়নি, চলতি বছরেই এর কাজ শুরু হবে - অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, অর্থমন্ত্রী মিথ্যাচার করছেন৷ নিজের পিঠ বাঁচাতে তিনি এই অবস্থান নিয়েছেন৷ পদ্মাসেতু প্রকল্পের দুর্নীতি এখন সারাবিশ্ব জানে৷ দুর্নীতির অভিযোগে অর্থ সহায়তা বন্ধ করেছে বিশ্বব্যাংক৷

জয়নুল আবদিন ফারুক বলেন, আমি গুরুতর অসুস্থ৷ আমার চিকিৎসা শেষ হয়নি৷ বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন৷ সেই আন্দোলনে অংশ নিতেই দেশে এসেছি৷

এদিকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে সাংবাদিকরা পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, দুই এক দিনের মধ্যেই সাংবাদিক সম্মেলন বা বিবৃতি দিয়ে তিনি বিষয়টি পরিষ্কার কারবেন৷ এর আগে কিছু বলবেন না৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ