1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দড়ি টানাটানি’

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি২৪ অক্টোবর ২০১২

রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েও এক দল অন্য দলকে চেপে ধরতে ছাড়ছে না৷ তবে ইন্ডিয়া এগেনস্ট করাপশন আন্দোলনের নেতাদের অভিযোগ, কংগ্রেস-বিজেপি তলায় তলায় হাত মিলিয়েছে৷

ছবি: AP

সামনে সাধারণ নির্বাচন৷ তার মুখে রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে যেভাবে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে, তাতে কোনো দলই স্বস্তিতে নেই৷ নিজেদের ভাবমূর্তি বাঁচাতে বিরুদ্ধ দলকে কাত করতে চেষ্টা করে যাচ্ছে সকলেই৷ এরই মধ্যে হিমাচল প্রদেশের কংগ্রেস প্রধান বীরভদ্র সিং-এর বিরুদ্ধে একটি ইস্পাত কোম্পানির কাছ থেকে উৎকোচ নেবার অভিযোগ সামনে এসেছে৷

সেই অভিযোগ ধামাচাপা দিতে তিনি নাকি আয়করের হিসাবে হেরাফেরি করেছেন৷ ২০১০ সালে ঐ কোম্পানির অফিস তল্লাসি করে যে সব কাগজপত্র উদ্ধার করা হয়, তা থেকেই এই তথ্য জানা যায়৷ বীরভদ্র সিং, এককালে যিনি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি জনৈক ব্যক্তিকে তাঁর আপেল বাগান ইজারা দিয়েছিলেন বার্ষিক সাড়ে দশ লাখ টাকায়৷ সেটাই কাগজে কলমে দেখানো হয়েছিল৷ অথচ আসলে দেয়া হয়েছিল সাড়ে ছয় কোটি টাকায়৷ সংবাদ মাধ্যমগুলি তাঁকে এ নিয়ে প্রশ্ন করায় তিনি তাদের হুমকি দেন৷ বলেন অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন৷

এই ধরণের প্রতিক্রিয়ায় দুঃখপ্রকাশ করা হয় কংগ্রেসের পক্ষ থেকে৷ তিনি একজন বয়োবৃদ্ধ কংগ্রেস নেতা৷ রাগের মাথায় বলে ফেলেছেন৷

অন্যদিকে, বিজেপি সভাপতি নিতিন গডকড়ির বিরুদ্ধে অভিযোগ নিয়ে ক্রমশই জল ঘোলা হচ্ছে৷ আরো একটি অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে৷ ইন্ডিয়া এগেনস্ট করাপশনের নেতা প্রশান্ত ভূষণের অভিযোগ, গড়কড়ি নাকি ১৯৯৫-৯৯ সালে মহারাষ্ট্রে শিবসেনা-বিজেপি সরকারের আমলে পিডাব্লিউডি'র মন্ত্রী থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে এক কোম্পানিকে সুবিধা দেন৷ বিনিময়ে সেই কোম্পানি বিজেপি সভাপতি নিতিন গডকড়ির বিদ্যুৎ ও চিনি কোম্পানিতে ঋণ দেয় প্রায় ১৬৪ কোটি টাকা৷

এদিকে, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বিজেপি সভাপতির বিরুদ্ধে তাঁর ব্যবসাপত্রে অনিয়মের তদন্ত করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন৷ বিজেপি বলেছে তদন্তে আপত্তি নেই, কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে তদন্ত করবে কে?আর মোদ্দা কথাটি বলেছেন ইন্ডিয়া এগেনস্ট করাপশনের নেতা অরবিন্দ কেজরিওয়াল৷ তিনি বলেছেন, আসলে কংগ্রেস ও বিজেপি তলায় তলায় হাত মিলিয়েছে৷ কাঁচের ঘরে বাস করে একে অন্যকে ঢিল মারবে না৷ তদন্তের প্রশ্ন তাই গভীর জলে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ