1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপাকিস্তান

দুর্নীতির দায়ে গ্রেপ্তার ইমরান

৫ আগস্ট ২০২৩

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাদণ্ড প্রদান করেছে৷

পাকিস্তানের একটি বিচার আদালত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করেছে
পাকিস্তানের একটি বিচার আদালত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করেছেছবি: Akhtar Soomro/REUTERS

পাকিস্তানের একটি বিচার আদালত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে তাকে তিন বছরের কারাদণ্ডদিয়েছে। দেশটির রাষ্ট্রীয় টিভিতে  এই কথা জানানো হয়৷

সংবাদমাধ্যমটি জানায়,‘‘বিচারক হুমায়ুন দিলাওয়ার ঘোষণা করেছেন যে, দুর্নীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে৷’’

১৪ কোটি পাকিস্তানি রুপি মূল্যের রাষ্ট্রীয় উপহার বিক্রি করা এবং উপহার নেয়ার বিষয়ে অসত্য বলার জন্য তাকে দোষী সাব্যস্ত করে আদালত। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান।

ইমরান যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন।

নের আইনজীবী ইন্তাজার হুসেন বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘‘লাহোরে ইমরানের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে।’’

বিশেষজ্ঞদের মতে, এই মামলায় তিনি দোষী সাব্যস্ত হলে চলতি বছরের জাতীয় নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে।

লাহোরে ইমরানের বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছেছবি: Arif Ali/AFP

একটি বিবৃতিতে, খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)বলেছে যে তারা ইতিমধ্যেই জেলা আদালতের মামলার বিষয়ে দেশের সুপ্রিম কোর্টে একটি আপিল দায়ের করেছে।

গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে তাকে ক্ষমতাচ্যুত করার পরথেকে খানের বিরুদ্ধে ১৫০ টিরও বেশি মামলা হয়েছে।

খানের আইনি দল বলেছে, ‘‘এটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে সাক্ষীদের উপস্থিত করার কোনো সুযোগ দেওয়া হয়নি, বাদানুবাদের জন্য সময়ও বরাদ্দ করা হয়নি।’’

ইমরান খানের স্ত্রী জামিন পেলেন

01:00

This browser does not support the video element.

আরকেসি/আরআর (এএফপি, এপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ