দুর্নীতির দায়ে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড
১ মার্চ ২০২১
ঘুস গ্রহণ ও ব্যক্তিগত প্রভাব খাটানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাই সার্কোজিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে প্যারিসের আদালত৷
বিজ্ঞাপন
অবশ্য তিন বছরের মধ্যে এক বছর সরাসরি কারাদণ্ড এবং বাকি দু বছর স্থগিত কারাদেশ হওয়ায় একই ধরনের অপরাধ আবার না করলে তাকে পুরো তিন বছর জেলে কাটাতে হবে না৷
সার্কোজির বিরুদ্ধে অভিযোগ তিনি ২০১৪ সালে তার রাজনৈতিক দলের বিরুদ্ধে এক অপরাধ তদন্তের বিষয়ে ম্যাজিস্ট্রেট গিলবার্ট আসিবার্টকে ঘুস দিতে চেয়েছিলেন। ঘুস হিসেবে গিলবার্টকে মোনাকোয় একটি মর্যাদাপূর্ণ চাকরির পাওয়া নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন তিনি৷
মামলায় সার্কোজির আইনজীবী থিয়েরি হেরসগ এবং আসিবার্টেরও একইভাবে তিন বছরের কারাদণ্ড দিয়েছে প্যারিসের আদালত৷
ফ্রান্সের ইতিহাসে সাবেক কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগেও উঠেছে৷ আরেক সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক ২০১১ সালে আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তবে শুধু দু বছরের স্থগিত কারাদণ্ড হওয়ায় সরাসরি কারাবরণ করতে হয়নি তাকে৷
২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্বে থাকা সার্কোজিকে তাই দেশের ইতিহাসের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে কারাবরণ করতে হবে৷
৬৬ বছর বয়সি সাবেক প্রেসিডেন্ট অবশ্য জানিয়েছেন রায়ের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন৷
এসিবি/কেএম (ডিপিএ)
২০১৭ সালের ছবিঘরটি দেখুন...
ফ্রান্সের ফার্স্ট লেডিদের কথা
রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিচ্ছেন এমানুয়েল মাক্রোঁ৷ নিজের স্কুল শিক্ষিকাকে বিয়ে করেছেন তিনি৷ নির্বাচনে জয়ে দারুণ ভূমিকা ছিল ব্রিজিট মাক্রোঁর৷
ছবি: Reuters/B. Tessier
শিক্ষক থেকে ফার্স্ট লেডি
ফ্রান্সের নতুন ফার্স্ট লেডি হচ্ছেন ব্রিজিট মাক্রোঁ৷ তাঁর স্বামী এমানুয়েল মাক্রোঁ ছিলেন তাঁর ছাত্র৷ স্বামীর চেয়ে ২৪ বছরের বড় ব্রিজিটের এমানুয়েলের নির্বাচনি প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন৷ মাক্রোঁর বক্তব্য দেখে দেয়া, স্টেজে উঠে কীভাবে কী করতে হবে সেই পরামর্শ দেয়া ইত্যাদি নানান কাজ করেছেন ব্রিজিট৷ ফার্স্ট লেডি হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে৷
ছবি: picture-alliance/abaca/C. Liewig
ট্রিয়াভিলেয়া থেকে গাইয়ে
২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর সেটি তাঁর সেই সময়কার পার্টনার ভ্যালেরি ট্রিয়াভিলেয়াকে (বামে) নিয়ে উদযাপন করেছিলেন ফ্রঁসোয়া ওলঁদ৷ এরপর ২০১৪ সালে অভিনেত্রী জুলি গাইয়ের সঙ্গে ওলঁদের সম্পর্কের কথা প্রকাশিত হয়৷ তার আগ পর্যন্ত সাংবাদিক ও টক শো উপস্থাপিকা হিসেবে ব্যস্ত থাকলেও ফার্স্ট লেডি হিসেবেও দায়িত্ব পালন করেছেন ট্রিয়াভিলেয়া৷
মডেল, গায়ক থেকে ফার্স্ট লেডি
২০০৮ সালে ফ্রান্সের তখনকার প্রেসিজেন্ট নিকোলা সার্কোজিকে বিয়ে করেন একসময়কার শীর্ষ মডেল ব্রুনি৷ পরবর্তীতে তিনি সংগীতের দিকে মন দিয়েছিলেন৷ ২০০২ সালে তাঁর একটি অ্যালবামও বের হয়েছিল৷ প্রেসিডেন্টকে বিয়ে করলেও রাজনৈতিক দায়িত্ব কমই পালন করেছেন তিনি৷ ৪৯ বছর বয়সে আজও স্টাইল আইকন হিসেবে পরিচিত ব্রুনি৷
ছবি: picture-alliance/dpa/D. Karmann
ব্যার্নাডেত শিরাক
১৯৯৫ থেকে ২০০৭ পর্যন্ত ফার্স্ট লেডি ছিলেন তিনি৷ স্বামী জ্যাক শিরাকের সাফল্যের পেছনে তাঁরও অবদান ছিল৷ কারণ তিনি নিজেও রাজনীতিক ছিলেন৷ সত্তরের দশকে তাঁর এলাকায় কাউন্সিলেরও দায়িত্ব পালন করেন তিনি৷ কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন তিনি৷
ছবি: picture-alliance/dpa/L. Dieffembacq
ডানিয়েল মিতেরঁ
ফ্রান্সের প্রথম সোশ্যালিস্ট ফার্স্ট লেডি ছিলেন তিনি (ডানে)৷ একবার তিনি বলেছিলেন, ফ্রান্সের ফার্স্ট লেডির কোনো আনুষ্ঠানিক দায়িত্ব নেই৷ তাই বিভিন্ন সময়ে তাঁকে বামপন্থি গোষ্ঠীদের পাশে দাঁড়াতে দেখা গেছে৷ যেমন ছবিতে মেক্সিকোর ‘জাপাটিস্টাস’-দের সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে৷ এছাড়া কুর্দি ও তিব্বতিদের পক্ষও নিয়েছিলেন তিনি৷
ছবি: picture-alliance/dpa/
ক্লোদ পপিদুঁ
রাজনৈতিক জীবনের চাপ তাঁর পছন্দ ছিল না৷ তাই ১৯৬৯ থেকে ৭৪ পর্যন্ত ফার্স্ট লেডির দায়িত্ব পালন করা পপিদুঁ (সাদা পোশাক) দাতব্য কাজ নিয়েই ব্যস্ত থাকতেন৷ পঙ্গু শিশু, হাসপাতালের রোগী ও বয়স্ক মানুষদের দেখভালের কাজ করত তাঁর ফাউন্ডেশন৷
ছবি: picture-alliance/AP Photo
ইভন দু গল
প্রচন্ড ক্যাথলিক ঘরানার দু গল পতিতাবৃত্তি, তালাক, মিনিস্কার্ট – এ সবের বিপক্ষে ছিলেন৷ তাঁর প্রেসিডেন্ট স্বামী ফ্রান্সে এ সবের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলেও আশা করেছিলেন তিনি৷ তাঁর এমন মনোভাবের জন্য তিনি ‘ইভন খালা’ হিসেবেও পরিচিত ছিলেন৷ তবে ১৯৬২ সালে তাঁকে ও তাঁর প্রেসিডেন্ট স্বামীকে হত্যা করতে যে হামলা হয়েছিল সেই সময় মাথা ঠান্ডা রাখার জন্য তিনি প্রশংসিত হয়েছিলেন৷