1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতির বিরুদ্ধে আন্নার জয়যাত্রা

১৯ আগস্ট ২০১১

তিনরাত জেলে কাটিয়ে আজ দুর্নীতি বিরোধী যোদ্ধা আন্না হাজারে জেল থেকে বেরিয়ে জনসমুদ্রে ভাসতে ভাসতে পৌঁছলেন তাঁর নতুন অনশনস্থল রামলীলা ময়দানে৷ সংঘাতের পথে না গিয়ে সরকার একটা মাঝামাঝি রফাসূত্র নিয়ে নেপথ্যে চেষ্টা চালাচ্ছে৷

জেল থেকে বের হয়ে আসছেন আন্না হাজারেছবি: dapd

ভারতীয় সময় বেলা সাড়ে ১১টা৷ তিন রাত জেলে কাটিয়ে দুর্নীতি বিরোধী সংগ্রামী নেতা আন্না হাজারে আজ যখন জেল থেকে বেরিয়ে এলেন, তখন বৃষ্টি উপেক্ষা করে জেলের সামনে অপেক্ষা করছিল হাজার হাজার সমর্থক৷ সেখান থেকে মিছিল করে আন্না এগিয়ে চললেন ১৪ কিলোমিটার দূরে তাঁর নতুন অনশন মঞ্চ রামলীলা ময়দানের দিকে৷ পথে যাত্রা বিরতি করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে৷ তবে স্বস্তির বিষয়, এত বড় জন সমাগমে কোনরকম শান্তি ভঙ্গ হয়নি৷ পুলিশের আচরণও খুব সংযত৷

হাজারেকে নিয়ে জনতার উল্লাসছবি: dapd

আন্নার জনসমর্থন দেখে সরকার সংঘাতের পথে যাবার কোন ঝুঁকি নিচ্ছে না৷ বরং মাঝামাঝি একটা রফাসূত্র বের করতে তলে তলে চেষ্টা চালাচ্ছে৷ এনজিওগুলির সাহায্য নিচ্ছে৷ অন্যদিকে প্রাইভেট মেম্বারের মাধ্যমে আন্নার জন লোকপাল বিলটি সংসদে এনে তা নিয়ে আলোচনা করার বিষয় চিন্তাভাবনা করছে৷ সেক্ষেত্রে আন্নার জন লোকপাল বিলটি সংসদের স্থায়ী কমিটির কাছে পাঠানো হবে এবং স্থায়ী কমিটি সরকারের আনা লোকপাল বিলে সংশোধন করতে পারেন৷ যেমন, প্রধানমন্ত্রীকে বিলের আওতায় আনা৷ বিচার বিভাগকে আনার বিষয়টি পরে বিবেচনা করা যেতে পারে৷ আন্নার নাগরিক কমিটির অন্যতম সদস্য বিচারপতি সন্তোষ হেগড়ে এবিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন৷

পাশাপাশি সরকার অন্য রাজনৈতিক দলগুলিকে বোঝাবার চেষ্টা করছে, আন্না সংসদের ক্ষমতা চ্যালেঞ্জ করছেন৷ নিজের দাবি মেনে নিতে সংসদের ওপর অসাংবিধানিকভাবে চাপ সৃষ্টি করছে৷ এটা হলে ভবিষ্যতে যে-কেউ যে-কোন দাবিতে সরকারকে ব্ল্যাকমেল করতে পারে৷ এই ক্ষেত্রে সব রাজনৈতিক দলের এক রায় তা হতে পারেনা৷

আন্নাকে ১৫ দিনের অনশনের অনুমতি দেয়া হয়৷ তারপর তাঁর স্বাস্থ্যের অবস্থা দেখে তা বাড়ানো হতে পারে৷ তবে পুলিশ আন্না সঙ্গীদের কাছ থেকে মুচলেকা আদায় করেছে যে, আন্নার স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে পারবে পুলিশ৷ অনেকে মনে করছেন, ১৫ দিনের মধ্যেই একটা ফয়সালা হয়ে যাবে৷ ৭৪ বছর বয়সী আন্না এর বেশি ধকল সহ্য করতে পারবেন না৷ তবে সরকার সতর্ক পদক্ষেপ ফেলতে চাইছে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ