1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে দুর্নীতি

১৯ মে ২০১২

দেশে সুশাসনের অভাবের জন্য দুর্নীতি, ও আইনের শাসনের অভাবকে দায়ী করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷ বর্তমানে দেশে দুর্নীতির শীর্ষে পুলিশ ও ভূমি রেজিষ্ট্রেশন অফিস বলে তাঁর মত৷

Korruption in Bangladesch, Banknoten als Bestechung Datum: 06.12.2011 Eigentumsrecht: AHM Abdul Hai, Bengali Redaktion, DW, Bonn
ছবি: DW

দেশে সুশাসনের অভাবের জন্য দুর্নীতি ও আইন শাসনের অভাবকে দায়ী করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷ তবে তথ্যপ্রযুক্তির সহায়তায় দুর্নীতি কমিয়ে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন তিনি৷ আর বর্তমানে দেশে দুর্নীতির শীর্ষে পুলিশ ও ভূমি রেজিষ্ট্রেশন অফিস বলে মনে করেন অর্থমন্ত্রী৷ রাজধানীর একটি হোটেলে আজ শনিবার সকালে অনুষ্ঠিত সুশাসনবিষয়ক এক গোলটেবিল বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন৷ এ সময় জাতীয় সংসদ, বিচার প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, কর আদায়কারী সংস্থা থেকে শুরু করে দেশের থানাগুলোতে ব্যাপক দুর্নীতি হয় বলে স্বীকার করেন মুহিত৷

মন্ত্রিপরিষদ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে৷ অর্থমন্ত্রী এতে প্রধান অতিথি ছিলেন৷ বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূঁইয়া ও এডিবির কান্ট্রি ডিরেক্টর তেরেসা খো৷ এছাড়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমানও বৈঠকে উপস্থিত ছিলেন৷ অর্থমন্ত্রী বলেন, সুশাসন একটি ধারণা৷ সমাজের সব ক্ষেত্রেই তা থাকতে হবে৷ সুশাসন ছাড়া জনগণের মুক্তি নেই৷ এটি এখন খুব গুরুত্বপূর্ণ বিষয়৷ তবে সবার আগে সরকার পরিচালনার বিষয়টিকে জবাবদিহি ও স্বচ্ছতার মধ্যে আনতে হবে বলে তিনি মনে করেন৷

পুলিশের দুর্নীতি সবার ওপেন সিক্রেটছবি: DW

তিনি বলেন, যদি বিদেশিদের প্রশ্ন করা হয়, বাংলাদেশের সুশাসনের পথে প্রধান বাধা কী? তারা এক বাক্যে এই দুটি বিষয়ের কথা বলবেন৷ আমিও বিষয়টি মানি৷ তবে বাংলাদেশের সব ক্ষেত্রে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব হবে, যদি সব ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহ নিশ্চিত করা যায়৷ অর্থমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের প্রায় সব ক্ষেত্রেই দুর্নীতি রয়েছে৷ তবে পুলিশ সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত উল্লেখ করে তিনি বলেন, পুলিশের পদ্ধতিতেই রয়েছে দুর্নীতি, মাঠপর্যায় থেকে সর্বস্তরেই আছে দুর্নীতির অভিযোগ৷

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, বাংলাদেশের সব ক্ষেত্রই দুর্নীতি আছে৷ কোন একটি প্রতিষ্টানকে দুর্নীতিগ্রস্থ বললে ঠিক বলা হবে না৷ আর দুর্নীতি প্রতিরোধের জন্য রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে বেশী প্রয়োজন বলে মনে করেন তিনি৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ