1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতির সূচকে উন্নতি হলেও আত্মতুষ্টির সুযোগ নেই - ইফতেখারুজ্জামান

৬ ডিসেম্বর ২০১১

দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থানের উন্নতি হলেও দুর্নীতি যে একটি শাস্তিযোগ্য অপরাধ বাস্তবে বাংলাদেশে এর কোন প্রতিফলন নেই বলে মনে করেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান৷

Transparency International Logo
টিআই-এর লোগো

দুর্নীতির সূচকে একধাপ ওঠার ক্ষেত্রে বাংলাদেশের অর্জন কতটুকু? এর উত্তরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যশনালের বাংলাদেশ শাখার নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, ‘‘আপাতদৃষ্টিতে নিঃসন্দেহে এটা আমাদের জন্য একটা সন্তুষ্টির বিষয়৷ গতবারের তুলনায় এবার একধাপ উপরে উঠতে পেরেছি আমরা৷ আমাদের স্কোরও আগের চেয়ে ভাল৷ আগে ছিল ২.৪ এবার হয়েছে ২.৭৷ তবে আত্মতুষ্টির কোন সুযোগ আমরা দেখি না৷ এখানে অবশ্য ২০১১ সালের দুর্নীতির প্রতিফলন ঘটেনি৷ আমরা তা তথ্যসূত্র প্রকাশের সময় বর্ণনা করেছি৷ প্রতি দু বছর পরপর এই প্রতিবেদন বের হয়৷ দুই বছর আগে সরকার অঙ্গিকার করেছিল দুর্নীতি কমাবে এবং সে অনুযায়ী কাজ করেছে এটা তারই প্রতিফলন৷ পরবর্তীতে যে সব পদক্ষেপ দুর্নীতির নিয়ন্ত্রণে নেতিবাচক বা ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়নি – এরকম যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলোর প্রতিফলন এই সূচকে আসেনি বা তার প্রতিফলন এবারের প্রতিবেদনে দেখা যায়নি৷''

দুর্নীতি দমন বা দুর্নীতি দূর করা কেন সহজ হচ্ছে না? এই প্রশ্নের উত্তরে ড. ইফতেখারুজ্জামান  বললেন, ‘‘আমাদের মনে রাখতে হবে দুর্নীতি পৃথিবীর সব দেশেই আছে৷ কম আর বেশি৷ পৃথিবীতে এমন কোন দেশ নাই যেখানে দুর্নীতি নাই বা হয়নি৷ এই সূচকে যে দেশগুলো সবচেয়ে বেশি স্কোর করেছে তারাও ১০ এর মধ্যে ৯.৫ পেয়েছে অর্থাৎ কোন দেশই ১০ এ ১০ পায়নি৷ আমাদের দেশ থেকে দুর্নীতি দূর করতে সময় লাগবে এটাই স্বাভাবিক৷ যে কারণে দুর্নীতি এখনও এ দেশে রয়েছে তা হল – দুর্নীতি একটি শাস্তিযোগ্য অপরাধ এটা কাগজে-কলমে এবং আইনে আছে কিন্তু বাস্তবে এর কোন প্রতিফলন নেই৷ আমরা এই জিনিসটি সমাজে প্রতিষ্ঠিত করতে পারিনি৷ যে দুর্নীতির সঙ্গে জড়িত থাকবে বা দূর্নীতিকে প্রশ্রয় দেবে সে সমাজের যে অবস্থানেই থাকুক না কেন তার শাস্তি হবে৷ বিচারের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে৷ অপরাধ প্রমাণিত হলে তার শাস্তি হবে৷ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিনিসটিই আমাদের দেশে প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ