1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থার কিছুটা উন্নতি

১ ডিসেম্বর ২০১১

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে৷ গত বছরের ১২তম অবস্থান থেকে বাংলাদেশ এবার ১৩তম অবস্থানে৷ এবার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া ও সঙ্গে উত্তর কোরিয়া৷

Transparency International Logo

বিশ্বের অন্যান্য দেশের মত প্রায় একই সময়ে আজ বাংলাদেশে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করা হয়েছে৷ ঢাকায় সংবাদ সম্মেলন করে এই সূচক প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি৷ টিআইবির নির্বাহী পরিচালক জানান, এবারও বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া৷ আর সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত নিউজিল্যান্ড৷ এশিয়ায় সবচেয়ে কম দুর্নীতি হয় সিঙ্গাপুর এবং হংকংয়ে৷ টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, বিশ্বের ১৮৭ টি দেশে ঘুষের লেন দেন, ক্ষমতার অপব্যবহার সহ নানা বিষয় বিবেচনায় নিয়ে এই সূচক তৈরি করা হয়৷

বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের জুন মাস থেকে বিগত ২ বছরের তথ্য উপাত্ত নিয়ে বাংলাদেশের দুর্নীতির সূচক তৈরি করা হয়েছে৷ বাংলাদেশে গত বছরের চেয়ে অবস্থার উন্নতি হয়েছে৷

তবে টিআইবি'র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ্যাডভোকেট সুলতানা কামাল অবশ্য বলেছেন, এতে আত্মতুষ্টির কিছু নেই৷ কারণ দুর্নীতির মধ্যেই এখনো আমরা আছি৷

তিনি বলেন, দুর্নীতি দূর করতে হলে প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরো বাড়াতে হবে৷ দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন এবং শক্তিশালী করতে হবে৷ কার্যকর করতে হবে সংসদ৷

ট্র্যান্সপারেন্সির সূচক অনুযায়ী এক নম্বর অবস্থানের দেশটি বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ