1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতি ইস্যুতে যোগগুরু রামদেবের সঙ্গে সরকারের সংঘাত

৬ জুন ২০১১

দুর্নীতির বিরুদ্ধে দিল্লির রামলীলা ময়দানে যোগগুরু রামদেবের অনশন সত্যাগ্রহ মঞ্চে পুলিশের তৎপরতায় গোটা ইস্যুতে যোগ হয়েছে অন্য মাত্রা৷ সুপ্রিম কোর্ট ঐ ঘটনার কৈফিয়ত চেয়েছে সরকারের কাছে৷

রামদেব আবার তাঁর অনশন শুরু করেছেন হরিদ্বারেছবি: DW

রামদেব আবার তাঁর অনশন শুরু করেছেন হরিদ্বারে৷ দিল্লির রামলীলা ময়দানে যোগগুরু রামদেবের অনশন সত্যাগ্রহ শিবিরে শনিবার গভীর রাতে রামদেবের কয়েক হাজার ভক্ত সমর্থকের ওপর পুলিশের চড়াও হবার ফলে গোটা ইস্যুর মুখ ঘুরে গেছে অন্যদিকে৷ শান্তিপূর্ণ সমাবেশের ওপর পুলিশের এই আচরণকে গণতন্ত্রের হত্যা বলে মনে করছে রাজনৈতিক দল, সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনগুলি৷ বিরোধী দল বিজেপি দেশে ২৪ ঘন্টার আন্দোলনের ডাক দিয়েছে৷

সরকার ও রামদেবসহ নাগরিক সমাজের সংঘাতের ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বিজেপি নেতৃত্ব রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সংসদের এক বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ করেন৷ দুর্নীতি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি জানায়৷ বিজেপি শীর্ষ নেতা লালকৃষ্ণ আডবানি সংবাদ মাধ্যমকে বলেন, রাষ্ট্রপতি তাঁদের দেয়া স্মারকলিপি খুঁটিয়ে দেখার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন৷ অন্যদিকে, রামলীলা ময়দানে পুলিশের জুলুমবাজির ঘটনায় সুপ্রিম কোর্ট সরকারের কাছে কৈফিয়ত চেয়েছে৷ দুসপ্তাহের মধ্যে হলফনামা দাখিল করতে বলেছে সরকারকে৷

সরকারের বক্তব্য, গত শুক্রবার রামদেবের সঙ্গে সরকারের দীর্ঘ আলোচনায় লিখিতভাবে একটা সমঝোতা হয়৷ স্থির হয়, রামদেব শনিবার রামলীলা ময়দানে কয়েক ঘন্টার জন্য প্রতীকী অনশন করে তা প্রত্যাহার করে নেবেন৷ কিন্ত তিনি তা না করায় পুলিশকে ব্যবস্থা নিতে হয়৷ আইন শৃঙ্খলার কারণে এটা আর চলতে দেয়া যায়না৷ রামদেবকে তাঁর হরিদ্বার আশ্রমে ফেরৎ পাঠানো হয়৷ আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে রামদেবের ১৫ দিন দিল্লিতে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়৷

রামদেব হরিদ্বারে তাঁর পতঞ্জলি যোগপীঠে পুলিশি অত্যাচারের তীব্র নিন্দা করে আজ থেকে তাঁর আমরণ অনশন সত্যাগ্রহ আবার শুরু করেন৷

হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ও সংগঠনগুলি এটিকে রাজনৈতিক আন্দোলন করে তুলতে চাইছে সরকারকে আরো কোণঠাসা করতেছবি: dapd

পর্যবেক্ষকদের মতে, রামদেব কাণ্ডকে সরকার ঠিকমত সামাল দিতে না পারায় সঙ্কট আরো জটিল হয়েছে৷ সরকার ও কংগ্রেস পার্টির মধ্যে মতভেদ স্পষ্ট৷ সোনিয়া গান্ধী মধ্যরাতে পুলিশি অভিযানের ঘটনা থেকে দূরত্ব বজায় রেখেছেন৷ দলের নেতা দ্বিগ্বিজয় সিং বলেন, আইন ভঙ্গ করার জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে৷ এর সঙ্গে দলের কোন লেনদেন নেই৷ সরকার পক্ষে মন্ত্রী কপিল সিব্বাল বলেন, এবিষয়ে সরকার আর দল ১০০শতাংশ একমত৷ নাহলে এই সিদ্ধান্ত নেয়া যেতনা৷ প্রধানত হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ও সংগঠনগুলি এটিকে রাজনৈতিক আন্দোলন করে তুলতে চাইছে সরকারকে আরো কোণঠাসা করতে৷ পুলিশি জুলুমবাজি গোটা নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ করেছে৷ দুর্নীতি এবং লোকপাল বিল নিয়ে আন্না হাজারে ও রামদেব শিবিরে অবশ্য ফারাক আছে৷

কে এই বাবা রামদেব ? আসল নাম রামকিষান যাদব৷ জন্ম হরিয়ানায় ১৯৬৫ সালে৷ তিনি গড়ে তোলেন হরিদ্বারে ৬০০ একর জমির ওপর পতঞ্জলি যোগপীঠ৷ যোগশিক্ষক হিসেবেআস্থা টিভি চ্যানেলে এবং বিভিন্ন জায়গায় শিবির করে যোগ শিক্ষা দেন৷ গঠন করেন ট্রাস্ট৷ সম্পত্তির পরিমাণ হাজার কোটি টাকার বেশি৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ