1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে: দিলীপ বড়ুয়া

১২ জুলাই ২০২৪

সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া মনে করেন দুর্নীতি এখন বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে৷ এক্ষেত্রে সরকারের ‘রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিতে মদদ’ দেয়াকে স্বাভাবিক বলে মনে করছেন আন্দালিব রহমান পার্থ৷

খালেদ মুহিউদ্দীন জানতে চায় টক শোতে আন্দালিব রহমান পার্থের কথা বলার একটি মুহূর্ত
আন্দালিব রহমান পার্থ বলেন, ‘‘এই সরকারের রাষ্ট্রীয়ভাবে মদত, দুর্নীতি করার সুযোগ দেয়াটা খুবই স্বাভাবিক৷’’

ইউটিউবে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে এমন মন্তব্য করেছেন এই দুই রাজনীতিবিদ৷ বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক (এমএল) দিলীপ বড়ুয়ার অভিযোগ দুর্নীতিবাজেরা সরকার ও ক্ষমতাসীনদের ছত্রছায়াতেই রয়েছে৷ রাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা ছাড়া দুর্নীতি সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘দুর্নীতি এখন টোটাল রাষ্ট্রীয় পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে৷’’

তার মতে সম্পূর্ণ প্রশাসনই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে৷ এমনকি বর্তমান সংসদ সদস্যের ৮০ শতাংশ দুর্নীতিগ্রস্ত বলেও দাবি করেন এই রাজনীতিবিদ৷ আক্ষেপ করে তিনি বলেন, ‘‘যারা কালো টাকা সৃষ্টি করে এবং কালো টাকার মালিক এরা কিন্তু প্রধানমন্ত্রীর আশেপাশে ঘুরে৷ আমরা যারা প্রধানমন্ত্রীর দুঃসময়ে পাশে ছিলাম এদেরকে তখন দেখা যায়নি৷’’

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে পুলিশসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির খবর বেরিয়ে আসছে৷ তবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মনে করেন তার কোনোটিই সরকারের অজানা ছিল না৷ এক্ষেত্রে সরকার এখন ভারসাম্য বজায় রেখে ব্যবস্থা নিচ্ছে৷ সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘‘বেনজীর মাঠে থাকা অবস্থায় যদি ৩০০ মার্ডার হয়ে থাকে বা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়ে থাকে এর মধ্যে ২০০ হয়েছে সরকারকে ক্ষমতায় রাখার জন্য৷ যখন আপনি এ ধরনের অনৈতিক কাজ করবেন, রাখবেন বা সুযোগ নিবেন তখন তাদেরকে দুর্নীতি করার সুযোগ দিতে হবে৷ এই সরকারের রাষ্ট্রীয়ভাবে মদদ, দুর্নীতি করার সুযোগ দেয়াটা খুবই স্বাভাবিক৷’’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত ও চীন সফরের তাৎপর্য এবং বাংলাদেশের অবস্থান বিষয়ে দিলীপ বড়ুয়া বলেন, চীন এখন অর্থনৈতিক সম্পর্কের পাশপাশি রাজনৈতিক অভিলাষও প্রকাশ করছে৷ তার অভিযোগ, ‘‘ভারত কিছু করেও না, দেয়ও না৷ তারা শুধু নিতে চায়৷’’

একই প্রসঙ্গে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘‘স্বাধীনতার পর থেকে ভারত আমাদের সবকিছুতেই ঠকানো আরম্ভ করে। সবসময়ই ভারত আমাদের ঠকিয়ে গেছে৷’’

এসএইচ/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ