1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতি ও বঞ্চনা থেকে মুক্তির দাবি মুক্তিযোদ্ধা ফেরদৌসীর

৬ ফেব্রুয়ারি ২০১১

মহান মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রেখে, জান-মান বাজি রেখেও অসংখ্য মুক্তিযোদ্ধা এখনও শোষিত-বঞ্চিত৷ মানুষের অসহায়ত্ব আর দেশে বিরাজমান দুর্নীতি দেখে হতাশা ঝরে পড়ে মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগমের কণ্ঠে৷

Ferdousy, Begum, Female, Freedom, Fighter, Liberation, War, 1971, Jessore, Bangladesh, দুর্নীতি, শোষণ-বঞ্চনা, মুক্তি, দাবি, মুক্তিযোদ্ধা, ফেরদৌসী,
মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগমছবি: Ferdousy Begum,

ফেরদৌসী বেগম৷ পিতা গোলাম সরওয়ার মোল্লা৷ মাতা হামিদা খাতুন৷ ১৯৫২ সালের ১৬ জানুয়ারি মাগুরায় জন্ম৷ ১৯৬৯ সালে বিয়ের সূত্রে যশোরে পাড়ি জমান ফেরদৌসী৷ স্বামী হাসনুল করিম কামাল একজন বীর মুক্তিযোদ্ধা৷ স্বামীর উৎসাহ আর অনুপ্রেরণায় নিজেকে স্বাধীনতা যুদ্ধের জন্য প্রস্তুত করেন ফেরদৌসী৷

মুক্তিযুদ্ধ শুরুর সময় কলেজ ছাত্রী ফেরদৌসী৷ সরাসরি বেশ কয়েকটি সম্মুখ যুদ্ধে অংশ নেন ফেরদৌসী এবং যশোরের আরো কিছু বীর নারী৷ তবে যুদ্ধের কৌশলগত কারণে পুরুষ যোদ্ধাদের পেছনে দ্রুত সরে আসার সময় নারীদের কারণে কিছুটা সমস্যা হতো৷ তাই পরবর্তীতে নারীদের যুদ্ধে অংশগ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়৷ বরং আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা ও শুশ্রূষা করার দায়িত্ব দেওয়া হয় তাঁদেরকে৷

মেয়েদের সাথে মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগমছবি: Ferdousy Begum

ডয়চে ভেলের কাছে যুদ্ধের শুরুর দিকের একটি ঘটনা তুলে ধরেন এভাবে৷ ‘‘যশোর সেনানিবাসে পাক সেনাদের অবরুদ্ধ করে রেখেছিল যশোরের মুক্তিযোদ্ধারা৷ কিন্তু মুক্তিযোদ্ধাদের কাছে যথেষ্ট অস্ত্রশস্ত্র না থাকার কারণে তিনদিনের মাথায় পাক সেনারা ভারি সাঁজোয়া যান নিয়ে সেনানিবাস থেকে বের হয়ে আসে৷ গোটা শহরে ধ্বংসযজ্ঞ চালাতে থাকে৷ আগুন ধরিয়ে দেয় বহু ঘর-বাড়ি ও স্থাপনায়৷ সেসময় আমাদের সাথে থাকা হেলেনা আপা সম্ভবত ঘটনা বুঝে উঠতে না পারার কারণে রাজাকারদের সহায়তায় পাক সেনাদের হাতে পড়ে যায়৷ আমরা দূর থেকে দেখতে পেলাম যে, হেলেনা আপাকে জনসম্মুখে ধর্ষণ করল, নির্যাতন করল এবং শুধু তা-ই নয় তাকে গাড়ির পেছনে বেঁধে টানতে টানতে নিয়ে গেল৷ মোহাম্মদপুর থেকে মাগুরা পর্যন্ত প্রায় আট থেকে দশ কিলোমিটার নিয়ে যায়৷ সেখানে গিয়ে তাঁকে গুলি করে নদীতে ফেলে দেয়৷ এই কঠিন দৃশ্য থেকেই আমাদের নিজেদের অবস্থা কল্পনায় ভেসে উঠতো৷''

ফেরদৌসী বেগমের শ্বশুর বাড়িতেই ছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প৷ দুই ঘর ভর্তি অস্ত্র রাখা ছিল৷ সেগুলো দেখা-শোনা রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল তাঁর উপর৷ একদিন পাক সেনারা সেখানে আক্রমণ চালায়৷ সেদিন বাড়ির সামনে তাঁর শ্বশুর পাহারায় ছিলেন৷ সেনারা প্রথমে তাঁকে বেতের পর বেত দিয়ে আঘাত করে আহত করল৷ তারপর তারা বাড়ি-ঘরে আগুন জ্বালিয়ে দিল৷ পাশেই ছাপাখানা ছিল৷ সেটা জ্বলে-পুড়ে গেল৷ সেদিন বাড়ির পেছনে পাটক্ষেতে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচে যান ফেরদৌসী৷

ফেরদৌসী বেগমছবি: Ferdousy Begum

আরেকদিনের সরাসরি যুদ্ধের কথা তুলে ধরেন ফেরদৌসী৷ ‘‘আমার স্বামী এলএমজি নিয়ে গুলি করে যাচ্ছেন৷ আর আমি তাঁর পাশে থেকে গুলি সরবরাহ করে যাচ্ছি৷ সেদিন বিরোধী শিবিরের ৬৪ জন নিহত হয়েছিল৷ এক পর্যায়ে আমার স্বামী আহত হন৷ আমাকে তিনি সরে যেতে বললেন৷ আমি অন্ধকারে পাশে ঝোপের আড়ালে চলে গেলাম৷ কিছুক্ষণ পর দেখি কয়েকজন পাক সেনা এসে উনার গায়ে বুট দিয়ে আঘাত করে মনে করল মারা গেছে৷ ফলে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়৷ এরপর থেকে মুক্তিযোদ্ধা স্বামীসহ আহত অসংখ্য মুক্তিযোদ্ধার চিকিৎসা ও সেবা-শুশ্রূষা করে কাটিয়েছি মুক্তিযুদ্ধের ভয়ংকর দিনগুলি৷''

দেশ স্বাধীন করার পরও দেশ ও জাতির সেবা থেকে পিছিয়ে আসেননি ফেরদৌসী৷ যশোর পৌরসভায় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ এখনও সক্রিয়ভাবে জড়িত রয়েছেন সমাজসেবার সাথে৷ যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তার কতোটা পূরণ হয়েছে - এমন প্রশ্নের উত্তরে ফেরদৌসী বলেন, ‘‘দেশ স্বাধীন হয়েছে এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া৷ তবে স্বাধীনতা আমরা যে উদ্দেশ্যে চেয়েছিলাম তা এখনও পূরণ হয়নি৷ কারণ দেশে দুর্নীতি, শোষণ এবং জনগণের অসহায়ত্বের দিকে তাকালেই আমাদের বুকটা হাহাকার করে ওঠে৷ পাট-কাগজসহ বাংলাদেশের বিপুল পরিমাণ সম্পদ নিয়ে গিয়ে পশ্চিম পাকিস্তানিরা নিজেরা তা ভোগ করতো৷ তাদের শোষণ এবং বঞ্চণা থেকে বাঁচতে আমরা যুদ্ধ করেছি৷ অথচ দেশ স্বাধীন হওয়ার পরও মানুষ মুক্তি পায়নি সেই শোষণ ও বঞ্চনা থেকে৷ মেলেনি অর্থনৈতিক মুক্তিও৷ এখনও আমরা ন্যায় বিচার কিংবা ন্যায্য অধিকার পাচ্ছি না৷ এছাড়া আমি আরো বলবো যে, দেশের জেলায় জেলায় যেসব মুক্তিযোদ্ধা কমান্ড কিংবা ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করা হয়েছে৷ তবে তাদের কার্যক্রমের দিকেও সরকারের আরো দৃষ্টি দিতে হবে৷ কারণ দেখা যাচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধারা এখনও অসহায়, দরিদ্র আর দুঃসহ জীবন যাপন করছেন৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ