1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বব্যাংকের কাছে তথ্য দেবে দুদক

২৬ জুলাই ২০১২

পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি তদন্তে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের কাছে তথ্য বিনিময়ে সম্মত হয়েছে দুর্নীতি দমন কমিশন বা দুদক৷ সংস্থার চেয়ারম্যান জানিয়েছেন, এজন্য সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে৷

ছবি: picture-alliance/dpa

অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর-এর চেয়ারম্যান জানিয়েছেন পদ্মা সেতু নির্মাণে অর্থ সংগ্রহের জন্য কোন কোন ক্ষেত্রে সারচার্জ আরোপ করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে৷

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে বিশ্বব্যাংকের প্রস্তাব ছিল একটি দক্ষ আন্তর্জাতিক তদন্ত দল গঠনের৷ দুদক ঐ তদন্তকারীদের তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করবে৷ শেষ পর্যন্ত তার সুরাহা হয়েছে৷ দুদক চেয়ারম্যান গোলাম রহমান জানিয়েছেন বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক আলোচনা করে এধরনের একটি প্যানেল গঠন করবে৷ দুদক তাদের সহায়তা করবে৷

আর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এক বিবৃতিতে বলেছেন পদ্মা সেতু নিয়ে কোন দুর্নীতি হবেনা৷ সরকার দুর্নীতির বিরুদ্ধে সব ব্যবস্থা নিয়েছে৷ তিনি আশা করেন বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে তাদের ঋণ সহায়তা পুনর্বিবেচনা করবে৷ তিনি বলেন, সরকার পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে এডিবি, জাইকা এবং আইডিবি'র সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে৷ আইডিবি এই প্রকল্প বাস্তবায়নে গভীরভাবে আগ্রহী৷ এডিবি এবং জাইকা বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে৷ এবছরই পদ্মা সেতুর কাজ শুরু হবে বলে তিনি বিবৃতিতে জানিয়েছেন৷

এদিকে এনবিআর চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ জানিয়েছেন মন্ত্রিসভা পদ্মা সেতু প্রকল্পে নিজস্ব অর্থায়নের জন্য সারচার্জ আরোপের সিদ্ধান্ত নিয়েছে৷ সেই সিদ্ধান্তের আলোকে এখন এনবিআর কাজ করছে৷ কোন কোন খাত থেকে সারচার্জ আদায় করা যায় তা তারা বিবেচনা করে দেখছেন৷ আর এই সারচার্জের হার কত হবে তাও বিবেচনা করা হচ্ছে৷ তিনি বলেন এজন্য অবশ্য কর রেয়াত দেয়া হতে পারে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ