1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতি দমনে যোগীরাজ রামদেবের অনশন সত্যাগ্রহে বিচলিত সরকার

৩ জুন ২০১১

দুর্নীতি দমনে আগামীকাল থেকে দিল্লিতে অনশন সত্যাগ্রহ শুরু করতে চলেছেন যোগগুরু রামদেব৷ এতে বিচলিত সরকার তাঁকে অনশন থেকে নিরস্ত করতে দফায় দফায় তাঁর সঙ্গে আলোচনা করছে৷ কিন্ত রামদেব এখনও তাঁর অনশন কর্মসূচি থেকে সরে আসেননি৷

অনশনের পথ বেছে নিয়েছেন রামদেবছবি: DW

দুর্নীতির ইস্যুতে আন্না হাজারের অনশন ঘিরে গোটা দেশে যেভাবে সরকার-বিরোধী বিতর্কের ঝড় উঠেছিল, সরকার চাননা, সেই একই ইস্যুতে যোগগুরু রামদেবের আমৃত্যু অনশন সত্যাগ্রহে তার পুনরাবৃত্তি হোক৷ গত কয়েকদিন ধরে তাই সরকারের শীর্ষ নেতৃত্ব রামদেবকে বুঝিয়েসুজিয়ে নিরস্ত করতে কোমর বেঁধে নেমে পড়েছে৷ এই বাড়াবাড়িকে আবার কংগ্রেসের একাংশ পছন্দ করছেন না৷ এখন মাত্র দুজন মন্ত্রীকে এই কাজে লাগানো হয়েছে৷ মানব সম্পদ বিকাশমন্ত্রী কপিল সিব্বাল এবং পর্যটনমন্ত্রী সুবোধকান্ত সহায়৷ আজ তাঁরা দিল্লির একটি পাঁচতারা হোটেলে বাবা রামদেবের সঙ্গে আলোচনা করেন৷

আলোচনায় কিছুটা ইতিবাচক সাড়া পাওয়া গেলেও রামদেব তাঁর আগামীকালের অনশন কর্মসূচিতে অনড় আছেন৷ বাবা রামদেব কী চান? এক, সরকারকে লোকপাল বিল ও পাবলিক সার্ভিস ডেলিভারি আইন পাশ করাতে হবে৷ দুই, দেশে দুর্নীতি সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তি ঘটিয়ে দোষীদের কড়া শাস্তি দিতে হবে৷ তিন, কালো টাকা উদ্ধার করতে হবে৷ প্রধানমন্ত্রী এবং উচ্চ আদালতের বিচারপতিরা লোকপাল আইনের আওতায় আসবে কিনা তা জনমতের ভিত্তিতে ঠিক করা হবে৷

দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামে আন্না হাজারে’র পাশে দাঁড়িয়েছিলেন রামদেবছবি: dapd

রামদেবের অনশন সত্যাগ্রহে কপালে ভাঁজ পড়েছে বিজেপির৷ রামদেবের লক্ষ লক্ষ ভক্ত সমর্থকরা যেভাবে তাঁর পেছনে দাঁড়িয়েছেন ভবিষ্যতে যদি এই গেরুয়াধারী কোন রাজনৈতিক দল গঠন করেন, তাহলে হিন্দু ভোট হারাবার একটা আশঙ্কা রয়েছে বিজেপির মনে৷ অথচ কৌশলগত কারণে প্রকাশ্যে বিজেপি রামদেবের আন্দোলনকে সমর্থন জানিয়েছে সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে৷ কংগ্রেস মুখপাত্র মনুসিংভির মন্তব্য, এরমধ্যে কোন পক্ষেরই উচিত নয় রাজনীতি আনা৷ আনলে সেটা হবে ভুল৷ কথা হলো, বাবা রামদেব তাঁর অনশন সত্যাগ্রহ কর্মসূচিকে কতদিন অ-রাজনৈতিক রাখতে পারেন, সেটাই দেখার৷

লোকপাল বিলের প্রাণপুরুষ আন্না হাজারের মতে, সরকার যেভাবে রামদেবকে মাথায় তুলেছেন, তার উদ্দেশ্য নাগরিক সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করা৷

দিল্লির রামলীলা ময়দানে বিশাল শিবির বসেছে৷ এক কোটি লোকের সমাবেশ হবার সম্ভাবনা৷ দেশেবিদেশে যোগ- শিক্ষা দিয়ে তিনি বিপুল অর্থসম্পদের মালিক৷ ঘোরাফেরা করেন নিজস্ব জেট বিমানে৷ ওঠেন পাঁচতারা হোটেলে এমনটাই লোকে বলে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ