1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতি বিরোধী আন্দোলন

১২ অক্টোবর ২০১২

ভারতের আইনমন্ত্রী সলমান খুরশীদকে বরখাস্ত ও গ্রেপ্তারের দাবিতে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে প্রতিবন্ধীদের একটি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য তাঁর বাসভবনের দিকে যাবার চেষ্টা করলে পুলিশ তাঁদের তুলে নিয়ে যায়৷

ছবি: picture-alliance/dpa

‘ইন্ডিয়া এগেনস্ট করাপশন' আন্দোলনের সদস্য অরবিন্দ কেজরিওয়ালকে শুক্রবার গ্রেপ্তার করে দিল্লি পুলিশ৷ রাষ্ট্রীয় বিকলাঙ্গ পার্টির প্রতিবন্ধীদের নিয়ে মিছিল করে তিনি প্রধানমন্ত্রীর বাসভবন সাত নম্বর রেসকোর্সে দিকে যাবার চেষ্টা করলে পুলিশ তাঁদের মাঝপথে আটকালে, সেখানেই তাঁরা ধরনায় বসে৷ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তাঁরা সময় চেয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে দেখা করেননি৷ প্রধানমন্ত্রী প্রতিবন্ধী লোকেদের সঙ্গে দেখা না করা পর্যন্ত ঐ জায়গাতেই তাঁরা অবস্থান করবেন বলে জানান সমর্থকরা৷ ঐ ভিআইপি এলাকা খালি না করায় পুলিশ তাঁদের জোর করে তুলে নিয়ে যায়৷

কেজরিওয়াল কটাক্ষ করেন, ‘‘মুষ্টিমেয় প্রতিবন্ধী যদি প্রধানমন্ত্রী নিরাপত্তার পক্ষে বিপজ্জনক হয়, তাহলে দেশের ভবিষ্যৎ কোথায় যাবে৷ আমাদের দাবি, যাঁর বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী সেই আইনমন্ত্রী সলমান খুরশিদকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করছেন না কেন? কেন তাঁকে গ্রেপ্তার করছেন না৷ কারণ ক্ষমতাশালী রাজনৈতিক নেতা যদি বাইরে থাকে, তাহলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন৷ সাক্ষ্য প্রমাণ লোপাট করতে পারেন৷''

কেজরিওয়াল বলেন, ‘‘কেন্দ্রীয় আইনমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবন্ধীদের তরফে যেসব অভিযোগ তোলা হয়েছে, তার বিস্তারিত বিবরণ সম্বলিত একটি চিঠি তাঁরা প্রধানমন্ত্রীকে দিতে চেয়েছিলেন৷ কিন্তু প্রধানমন্ত্রীর তা শোনার সময় নেই৷ এখন গণতন্ত্রের সংজ্ঞাটা পালটাতে হবে৷ গণতন্ত্র এখন জনগণের দ্বারা, জনগণের হয়ে, জনগণের জন্য নয়৷ ভিআইপির দ্বারা ভিআইপির হয়ে ভিআইপির জন্য৷''

সলমান খুরশীদের বিরুদ্ধে অভিযোগটা কী ? উত্তর প্রদেশে প্রতিবন্ধীদের কল্যাণে জাকির হোসেন মেমোরিয়াল ট্রাস্ট নামে একটি এনজিও চালান খুরশিদের পত্নী লুইস৷ অভিযোগ ট্রাস্টের টাকা পয়সা অফিসারদের সই জাল করে তছরুপ করা হয়৷ সরকার ঐ ট্রাস্টকে আর্থিক অনুদান দিয়ে থাকে৷ এই অভিযোগ অস্বীকার করেন লুইস ও খুরশিদ উভয়েই৷ আইনমন্ত্রী বলেন, এর যোগ্য প্রত্যুত্তর হবে কেজরিওয়ালের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মামলা করা৷

দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে৷ গণ আন্দোলনের ডাক দিয়ে ধরনার জায়গাটাকে কেজরিওয়াল তাহরির স্কোয়্যারে পরিণত করতে বলেন৷ গত বছর মিশরের তাহরির স্কোয়ারে সরকার বিরোধী আন্দোলন শুরু হয়েছিল৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ