1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্নীতি মামলায় বারবার নেতা-মন্ত্রীদের তলব

২২ মে ২০২২

রাজ্যের দুই মন্ত্রী ও শাসক দলের এক দাপুটে নেতা সিবিআই তদন্তের মুখে৷ বারবার তলব করা হচ্ছে তাদের৷

Indien Westbengalen | Protest gegen Minister | BJP
ছবি: Payel Samanta/DW

নেতা মন্ত্রীদের দুর্নীতিতে জড়িত থাকার এমন অভিযোগে ফলে অস্বস্তিতে ক্ষমতাসীন তৃণমূল৷ আর বিশ্লেষকরা বলছেন, রাজনীতিতে এর ফল সুদূরপ্রসারী হতে পারে৷

মন্ত্রী-কন্যা কীভাবে তালিকায়?

স্কুল সার্ভিস কমিশন (‌এসএসসি)-র মেধা তালিকায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার নাম ছিল না৷ ২০১৬ সালে ‌এসএসসির পরীক্ষা হয়৷ ২০১৭ সালের ২ মে ফল বেরোয়৷ কিন্তু পরে নতুন তালিকায় তাঁর নাম এক নম্বরে চলে আসে৷ 

অভিযোগ আছে আগের তালিকা বাতিল করে দিয়ে নতুন করে আবার মেধা তালিকা প্রকাশ করা হয়৷ আর নতুন করে প্রকাশিত তালিকায় মন্ত্রী-কণ্যার নাম চলে আসে এক নম্বরে৷

এ নিয়ে মামলা করেন চাকরিপ্রার্থী ববিতা সরকার৷ আদালত পরেশকে হাজিরা দিতে বলে৷ দেড়দিন কার্যত নিখোঁজ থাকার পর মন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় নিজাম প্যালেসে তদন্তকারীদের মুখোমুখি হন৷ সাড়ে তিন ঘণ্টা ছিলেন সেখানে৷ শুক্রবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ ১০ ঘণ্টার বেশি সময় তিনি ছিলেন নিজাম প্যালেসে৷ শনিবার তাঁকে আবার তলব করে কেন্দ্রীয় সংস্থা৷ সাড়ে তিন ঘণ্টা মন্ত্রী ছিলেন সিবিআই দপ্তরে৷

জিজ্ঞাসাবাদে জানতে চাওয়া হয়, কম নম্বর পেয়েও কীভাবে চাকরি পেলেন তাঁর মেয়ে এবং এ বিষয়ে তিনি কী প্রভাব খাটিয়েছিলেন?

জানা গেছে, মন্ত্রীকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরও মেলেনি সম্পূর্ণ তথ্য৷ বরং তাঁর কথায় অসঙ্গতি মিলেছে৷ একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও পাওয়া যায়নি৷ তাই তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই আধিকারিকরা৷

সমস্যায় মন্ত্রিসভার আরেক সদস্য

মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার আরো এক সদস্যও সিবিআই নিয়ে বিপাকে৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসসি দুর্নীতিতে এক দফা জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা৷ তাঁকে ২৫ মে ফের তলব করা হয়েছে৷ এই হাজিরা থেকে রক্ষা পেতে আদালতে আর্জি জানিয়েছেন বর্তমান শিল্পমন্ত্রী৷ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ তাঁকে তদন্তকারীদের সামনে হাজিরা দিতে বলেছিল৷ এর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন জানালেও রক্ষাকবচ পাননি পার্থ৷ বিচারপতি সুব্রত তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চ আর্জি খারিজ করে দিয়েছে৷ এর আগেই অবশ্য সরাসরি সুপ্রিম কোর্টের দরজায় হাজির হয়েছেন মন্ত্রী৷ সেখানেও তিনি রক্ষাকবচ চেয়েছেন৷ শুক্রবার সিঙ্গল বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্ত্রীর সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন৷

পার্থর পক্ষে সওয়ালকারী আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, ‘‘নেতা-মন্ত্রীদের এতো সম্পত্তি কোথা থেকে আসে৷ এই আয়ের উৎস কী?'' এমনকি পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি৷ এর আগে এই তদন্তের ক্ষেত্রে তথ্য লোপাটের আশঙ্কা করেছিলেন চাকরিপ্রার্থীরা৷ পুরো এসএসসি দফতরের নিরাপত্তায় আধাসেনা মোতায়েন করা হয়৷ এখন শুধু ডেটা রুমের পাহারায় রাখা হয়েছে সিআরপিএফ-কে৷ ডেন্টা সেন্টার সিল করে দেওয়ার পর সার্ভার লক করে দিয়েছে সিবিআই৷

‘শাসক দলের ঘনিষ্ঠ হলে চাকরি মিলবে এই বার্তা সমাজে যাচ্ছে’

This browser does not support the audio element.

'দিনের ছুটি অনুব্রতর!

দীর্ঘ দেড় মাস কলকাতায় কাটিয়ে শুক্রবার বোলপুরে নিজের বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল৷ তৃণমূলের বীরভূম জেলা সভাপতি চলতি সপ্তাহে গরুপাচার মামলার তদন্তে সিবিআই-এর মুখোমুখি হন৷ তার আগে দফায় দফায় সিবিআই তলব এড়িয়েছেন তিনি৷ অসুস্থতার জন্য ভর্তি হন হাসপাতালে৷ ২৫ মে এই দাপুটে নেতাকে ফের তলব করেছে সিবিআই৷ অনুব্রতর কাছে তাঁর শেষ পাঁচ বছরের আয়কর রিটার্ন ও সম্পত্তি সংক্রান্ত নথি চেয়েছেন তদন্তকারীরা৷

নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ ওঠায় শাসক দল অস্বস্তিতে রয়েছে৷ রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘অভিযোগ গুরুতর৷ এ ধরনের দুর্নীতির দায়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালার ১০ বছরের কারাদণ্ড হয়েছিল৷ যোগ্যতা নয়, শাসক দলের ঘনিষ্ঠ হলে চাকরি মিলবে, এই বার্তা সমাজে যাচ্ছে৷ এসএসসি দুর্নীতির সুদূরপ্রসারী প্রভাব বাংলার রাজনীতিতে পড়তে পারে৷’’

স্কুলে নিয়োগ কবে?

টালবাহানার মধ্যেই নিয়োগে আশার খবর রাজ্যে৷ উচ্চ প্রাথমিক নিয়ে জট কাটার আভাস৷ এক হাজার ৪৪৮ জনকে ইন্টারভিউতে ডাকার তোড়জোড় শুরু হয়েছে৷ আগেই ১৫ হাজার প্রার্থীকে ডাকা হয়েছিল৷ তবে শিক্ষা দফতর নতুন পদ তৈরির বিজ্ঞপ্তি দেখিয়ে আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে৷ শুক্রবার আদালতে বিজ্ঞপ্তি পেশ করা হয়৷ ৬ হাজার ৮৬১ পদ তৈরির কথা সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে৷ এক্ষেত্রে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের নিয়োগ দেওয়া হবে৷ তবে আদালতের ভাষায়, এই বিজ্ঞপ্তি বিভ্রান্তিকর৷ এটি জারির উদ্দেশ্য সৎ নয়৷ সবমিলিয়ে রাজ্যের স্কুলে নিয়োগ নিয়ে ধোঁয়াশা কাটছে না৷ বড় সংখ্যক বিদ্যালয় শিক্ষকের অভাবে রয়েছে৷ এখন গরমের ছুটি থাকলেও এর পর কী হবে, তা নিয়ে উদ্বেগ শিক্ষা মহলে৷

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ