1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দুর্নীতি স্থায়ীভাবে নির্মূল করা যাবে না’

২ ফেব্রুয়ারি ২০২৪

আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাওসার মনে করেন, ‘‘দুর্নীতির বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের জিরো টলারেন্স৷ তবে দুর্নীতি চলমান আছে৷ এটাতো স্থায়ীভাবে নির্মূল করা যাবে না৷’’

‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে অতিথি হিসেবে আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাওসার এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা৷
‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোয়ের একটি দৃশ্যছবি: DW

‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশোতে ‘কেমন সংসদ পেলাম' বিষয়ে আলোচনা করতে অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাওসার ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা৷

সংসদ সদস্যদের অস্বাভাবিকভাবে সম্পদ বাড়ার ব্যাপারে এবিএম রিয়াজুল কবির বলেন, ‘‘একজন সংসদ সদস্য মাসে  ১ লাখ ৬০ হাজার টাকা পায়৷ বর্তমানে আমাদের ৪৬ জন সংসদ সদস্যের ফাইল দুদকের হাতে আছে৷ তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে৷'' 

তবে এ বিষয়ে অনুষ্ঠানে উপস্থিত অপর আলোচক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘‘এই সম্পদ বাড়ার পেছনে তদবির, টেন্ডার, কাবিখা থেকে পারসেন্টেজ থাকে৷''

অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক খালেদ মুহিউদ্দীন অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাওসারের কাছে প্রশ্ন করেন,  ‘‘কোন বিবেচনায় আমরা বর্তমান সরকার পদ্ধতিকে সংসদীয় পদ্ধতি বলবো যেখানে দুই তিনজন ছাড়া এমন কোন সংসদ সদস্য নেই যারা প্রধানমন্ত্রীর কাছে দায়বদ্ধ না?''

জবাবে তিনি বলেন, ‘‘এটা আপনার দৃষ্টিভঙ্গির ব্যাপার৷ এই সংসদে ২২৩ জন আওয়ামী লীগের মনোনীত নির্বাচিত সদস্য, ৬২ জন স্বতন্ত্র৷ দেখতে হবে সংবিধান মোতাবেক আরপিও অনুযায়ী নির্বাচনটি হয়েছে কিনা৷''

বিএনপি কারও সাহায্যের জন্য অপেক্ষা আছে কিনা প্রশ্ন করা হলে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘‘৭ তারিখে যেটি হয়ে গেছে তার পর বাংলাদেশে একটি কার্যত একদলীয়  শাসন শুরু হলো৷ বিএনপির নেতাকর্মীরাদের মাঝেও আমরা হতাশা লক্ষ্য করছি৷''

তিনি বলেন, ‘‘তারা আন্দোলন করছে কিন্তু টানা তিনবার ক্ষমতার বাইরে৷ আওয়ামী লীগ চীন, ভারতকে একসাথে এনে যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে নির্বাচনে জয়ী হয়েছে, শুধু বাংলাদেশের মানুষকেকে বাদ দিয়েছে৷ তবে বিএনপি কোন বিদেশি শক্তির, অঘটনের দিকে তাকিয়ে নেই৷''

বাংলাদেশে দুটি বড় দলের একটি বিএনপি৷ তারা  নির্বাচনে না এলে, তাহলে এটা একদলীয় না হয়ে কী হবে প্রশ্নের উত্তরে রুমিন ফারহানা বলেন, ‘‘আসলেই কি মনে করেন বিএনপির নির্বাচনে যাওয়ার মতো অবস্থা ছিল? আওয়ামী লীগের অপকৌশলের শিকার হয়েছে বিএনপি ও দেশের মানুষ৷''

বিএনপি আওয়ামী লীগের মুখোমুখি কেন সমাবেশ করেছে জানতে চাইলে অ্যাডভোকেট কাওসার বলেন, ‘‘আমাদের নেতাকর্মীরা সামাজিক দায়িত্ব হিসেবে সমাবেশের সময় মাঠে থাকে৷ ২৮ অক্টোবর বিএনপি যে ঘটনাটা ঘটিয়েছে, এর আগেও তারা ঢাকা অবরোধ এর নামে যাত্রাবাড়ীতে পুলিশের উপর হামলা করেছিল৷''  

এসএইচ/এআই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ