1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কষ্ট ভুলিয়ে দেবে নববর্ষের আনন্দময় পার্টি

৩১ ডিসেম্বর ২০১০

নতুন বছর - দুই হাজার এগারোকে স্বাগত জানাবেন বিশ্বের কোটি কোটি মানুষ বিভিন্ন দেশে৷ নিউ ইয়ার পার্টিতে যোগ দেবেন, আনন্দ স্ফূর্তিতে মেতে উঠবেন৷ ভুলে যাবেন বিশ্বের নানা স্থানে তুষারপাত ও বন্যায় ক্লিষ্ট হওয়ার কথা৷

Silvester, new year
বার্লিনের ব্রান্ডেনবুর্গ তোরণে নতুন বছরের পার্টিছবি: dpa

প্রায় পনেরো লক্ষ মানুষ অস্ট্রেলিয়ার সিডনি হার্বার ব্রিজে সমবেত হবেন আতসবাজি পুড়িয়ে নববর্ষকে স্বাগত জানাতে৷ অন্যদিকে অস্ট্রেলিয়ার উত্তরে হাজার হাজার মানুষ লড়ই করে চলেছেন ভয়াবহ বন্যার হাত থেকে বাঁচার জন্য৷ উল্লেখ্য যে, সেখানে বন্যার ফলে বিস্তীর্ণ অঞ্চল পানির নিচে ডুবে গেছে৷

ইউরোপে লক্ষ লক্ষ মানুষ লন্ডনের বিগ বেন ও প্যারিসের আইফেল টাওয়ারে মিলিত হবেন আনন্দ উল্লাস করে নববর্ষকে স্বাগত জানাতে এবং বিগত কয়েক সপ্তাহের বরফপাতের ফলে হিমশীতল আবহাওয়ার দুঃখদুর্দশা ভুলে যেতে৷

আজ আনন্দ স্ফূর্তিতে মেতে উঠবেন বিশ্বের মানুষ, ভুলে যাবেন বিশ্বের নানা স্থানে তুষারপাত ও বন্যার কথাছবি: DW

নিউ ইয়র্কে শ্রমিকরা টাইমস স্কয়ার থেকে তুষার সরানোর কাজে লিপ্ত রয়েছেন বিখ্যাত নিউ ইয়ার কাউন্টডাউনের জন্য৷

ছোট্ট প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাতির জনসাধারণ প্রথম নতুন বছর - দুই হাজার এগারোকে স্বাগত জানাবেন গ্রিনিচ মান সময় দশটায়৷ দেশটির ধর্মভীরু প্রায় ছয় হাজার মানুষ নববর্ষকে স্বাগত জানাবেন চার্চে প্রার্থনা করে৷

লক্ষ লক্ষ মানুষ দুই হাজার এগারোকে স্বাগত জানাবেন রোমের কলোসিয়াম, বার্লিনের ব্রান্ডেনবুর্গ তোরণ এবং মাদ্রিদের পোয়েরটা ডেল সোল এ মিলিত হয়ে৷

প্রায় চার লাখ মানুষ নববর্ষকে স্বাগত জানাবেন হংকং পোতাশ্রয়ে আতশবাজি পুড়িয়ে৷ লক্ষ লক্ষ জাপানি নববর্ষকে স্বাগত জানাতে পরিদর্শন করবেন শিন্টো তীর্থস্থান৷ ব্যাংককে কাউন্টডাউন হবে শহরের কেন্দ্রস্থলে৷

প্রতিবেদন: আবদুস সাত্তার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ