1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুস্থ ভাতা পর্যন্ত চুরি করেছে সরকার: মির্জা ফখরুল

১২ নভেম্বর ২০২২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘এ সরকারের সময়কালে ১০ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে৷ দেশের ৪২ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নীচে বাস করে৷''

‘আওয়ামী লীগের কাজ হচ্ছে সংবিধান ধ্বংস করা’ছবি: Tarikul Islam/DW

তিনি বলেন, বলা হয়েছিল ১০ টাকা কেজিতে চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, বিনামূল্যে সার দেবে- তার কিছুই হয়নি৷

ফরিদপুরে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন৷ ফরিদপুর শহর থেকে ছয় কিলোমিটার দূরে কোমরপুর আব্দুর আজিজ ইনস্টিটিউশনে এ সমাবেশের আয়োজন করে দলটি৷

সমাবেশে বিএনপি মহাসচিব প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংবিধান বিলুপ্ত করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি তুলে ধরেন৷ বলেন, ‘‘ওই সরকার নতুন নির্বাচন কমিশন গঠন করবে এবং তার অধীনে নির্বাচনে দেশে জাতীয় সরকার গঠন করা হবে৷''

বিএনপি’র সমাবেশে যোগ দিয়েছেন নেতা-কর্মীরাছবি: Tarikul Islam/DW

মির্জা ফখরুল বলেন, ‘‘আমরা এই বাংলাদেশ চাইনি, আমরা চাইনি আমার ছেলেরা পড়াশোনা শেষ করে হকারি করবে, মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করবে, ভালো চাকরির ব্যবস্থা তাদের হবে না৷''

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘‘আওয়ামী লীগ নাকি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে৷ এটা ভূতের মুখে রাম নাম৷ প্রশ্ন করি, আপনাদের কাছে গণতন্ত্রের সংজ্ঞা কী? আপনাদের গণতন্ত্র মানে কি এই যে অন্য কাউকে কিছু বলতে দেব না?''

হাজী শরীয়তুল্লা, দুদু মিয়ার পাশাপাশি শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘‘এ এলাকার মানুষ লড়াই করেছেন স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য৷ তার উত্তরাধিকার হিসেবে গত তিনদিন ধরে মানুষ এ মাঠে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সমবেত হয়েছেন৷''

আন্দোলনে মৃত্যু হওয়া পাঁচ নেতাকর্মীর নাম উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘‘গণতন্ত্রের সংগ্রামে পাঁচ জন জন শহিদ হয়েছেন, এ রক্তদান বৃথা যেতে পারে না৷''

যুবক-তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘‘শুধু সেলফি তুললে হবে না, ইস্পাত কঠিন হয়ে দাঁড়াতে হবে৷ আওয়ামী লীগ দেশের রাজনীতি, অর্থনীতি সব ধংস করে দিয়েছে, এরা নির্বাচিত সরকার নয়৷'' মির্জা ফখরুল বলেন, ‘‘সরকার থেকে বলা হয় সংবিধান অনুযায়ী নির্বাচন হবে৷ তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নেই৷ তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ছিল, বিএনপি এক রাতের মধ্যে সংবিধান সংশোধন করে বিল পাশ করেছিল, কিন্তু তা আওয়ামী লীগ বাদ দিয়েছে৷''

মির্জা ফখরুল বলেন, ‘‘মানুষ ঘুরে দাঁড়িয়েছে, তারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা না করা পর্যন্ত ঘরে ফিরে যাবে না৷''

তিনি বলেন, ‘‘আওয়ামী লীগের কাজ হচ্ছে সংবিধান ধ্বংস করা, ১৯৭৫ সালে একবার করেছিল৷ শেখ মুজিব দুঃখ করে বলতেন, তার চারপাশে চোর৷ আজ সব জায়গা থেকে টাকা পাচার করা হচ্ছে, মেগাপ্রকল্প থেকে শুরু করে দুস্থদের ভাতাও বাদ যাচ্ছে না৷''

প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘‘একবার তিনি বলেছিলেন, রিজার্ভের টাকা কি চিবিয়ে খেয়েছি? এর উত্তরে আমি বলেছিলাম- চিবিয়ে নয়, গিলে খেয়েছেন৷''

এপিবি/এফএস (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ