1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুয়োরানি বন ৩ দিনের জন্য সুয়োরানির সাজে

৩ অক্টোবর ২০১১

তিন দিনের জন্য বন শহর মেতে উঠেছে বিশাল উৎসবে৷ চলছে জোড়া উৎসব – জার্মানির পুনরেকত্রীকরণ ও রাজ্যের ৬৫ বছর পূর্তি৷

তিন দিনের জন্য উৎসবে মেতে উঠেছে গোটা শহরছবি: dapd

ছিল বেড়াল, হয়ে গেল রুমাল৷ ছিল রাজধানী শহর, রাতারাতি হয়ে গেল আর পাঁচটা শহরের মতো৷ ১৯৯০ সালের ৩রা অক্টোবর, অর্থাৎ ঠিক ২১ বছর আগে দুই জার্মানির পুনরেকত্রীকরণের এক বছরের মধ্যেই রাজধানী বার্লিনে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ স্পটলাইট গিয়ে পড়ে বার্লিনের উপর৷ প্রায় পাঁচ দশক ধরে কেন্দ্রবিন্দুতে থাকার পর এমন পরিবর্তন হজম করা মোটেই সহজ হয় নি৷

আজ প্রায় ২০ বছর পর আবার যেন সবকিছু আগের মতো হয়ে গেছে৷ সংসদ সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি ফিরে এসেছে বন শহরে৷ তবে মাত্র দিন তিনেকের জন্য৷ পাকা বাড়ি নয়, তাঁবুর মধ্যে৷ ১লা থেকে ৩রা অক্টোবর – এই তিন দিনে বন আবার আগের সাজে ফিরে গেছে৷ উপলক্ষ্যও কম নয়৷ ৩রা অক্টোবর জার্মানির জাতীয় দিবস আনুষ্ঠানিকভাবে এবার বন শহরে উদ্‌যাপিত হচ্ছে৷ এসেছেন চ্যান্সেলার, প্রেসিডেন্ট সহ অনেক হোমরা-চোমরা ব্যক্তিরা৷ পুরানো সংসদ ভবন আবার যেন অতীতের দিনগুলিতে ফিরে গেছে৷ তার উপর রাজ্য হিসেবে নর্থরাইন ওয়েস্টফেলিয়া ৬৫ বছর পূর্ণ করেছে৷

ছবি: DW/Miriam Klaussner

শনি-রবির সঙ্গে সোমবারও ছুটির দিন৷ ফলে তিন দিনের জন্য উৎসবে মেতে উঠেছে গোটা শহর৷ কেন্দ্রস্থলে প্রায় সব রাস্তাই বন্ধ৷ রাজপথের উপর তাঁবুর সারি৷ জার্মানির ১৬টি রাজ্যের প্যাভিলিয়ন তো রয়েছেই, সঙ্গে রয়েছে বন শহরে সক্রিয় বিভিন্ন প্রতিষ্ঠানেরও স্টল৷ মানুষের ঢল নেমেছে সেই পথে৷ ভিআইপি অতিথিদের সামলাতে পুলিশ ও নিরাপত্তা কর্মীদের কড়া নজর সত্ত্বেও মানুষের স্বতঃস্ফূর্ত আনন্দে কোনো ভাটা পড়ে নি৷ সপরিবারে বেরিয়ে পড়েছে অনেকে৷ রয়েছে খানাপিনার এলাহি ব্যবস্থা৷ চারিদিকে গান-বাজনার সুর৷ প্রকৃতিও যেন এই উৎসবের শরিক৷ অক্টোবর মাসের শুরুতে এমন ঝলমলে রোদ ও উষ্ণতা জার্মানিতে কবে শেষ দেখা গেছে, কেউ তা মনে করতে পারছে না৷

আমাদের এই ডয়চে ভেলেও বাদ যায় নি৷ তরা অক্টোবর সারাদিন সাধারণ মানুষের জন্য সম্প্রচার ভবনের দ্বার খুলে দেওয়া হয়েছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ