পৃথিবীর বাইরে অন্য গ্রহে কি প্রাণ আছে? বিশ্বব্রহ্মাণ্ডের বিভিন্ন নক্ষত্রকে ঘিরে একের পর এক গ্রহ আবিষ্কারের ফলে এমন প্রশ্ন আরও গুরুত্ব পাচ্ছে৷ মহাকাশে এক টেলিস্কোপ এই গ্রহগুলি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করছে৷
বিজ্ঞাপন
বহুকাল ধরেই গ্রহের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আমাদের ধারণার উৎস ছিল আমাদেরই সৌরজগত৷ কিন্তু সৌরজগতের বাইরে '৫১ পেগাসি বি' নামের প্রথম গ্রহ আবিষ্কারের সময়ই যাবতীয় তত্ত্ব নস্যাৎ হয়ে গেল৷
আমাদের বৃহস্পতির মতো গ্যাস ভিত্তিক গ্রহ সেটি৷ কিন্তু সেটির কক্ষপথ নক্ষত্রের এতই কাছে, যে মাত্র চার দিনেই বছর শেষ হয়ে যায়! অথচ আমাদের সৌরজগতে গ্যাসভিত্তিক গ্রহগুলি সূর্য থেকে অনেক দূরের কক্ষপথে বিচরণ করছে৷ কোনো গ্রহ যে দু-দুটি নক্ষত্র প্রদক্ষিণ করতে পারে, এমন দৃষ্টান্ত সম্পর্কেও আমরা জানতে পেরেছি৷
অকল্পনীয় দূরত্বের এই সব জগতের বৈচিত্র্য আমাদের কল্পনার ক্ষমতাও ম্লান করে দেয়৷ ৪,১০০টিরও বেশি গ্রহ এর মধ্যে আবিষ্কৃত হয়েছে৷
কিয়প্স নামের স্যাটেলাইট এই প্রথম এমন সব এক্সোপ্ল্যানেট পরীক্ষা করছে, যেগুলির আকার পৃথিবীর তুলনায় এক থেকে পাঁচ গুণ বেশি৷ সেটির মধ্যে এমন এক যন্ত্র রয়েছে, যেটি আলোর ক্ষুদ্রতম তারতম্যও পরিমাপ করতে পারে৷ ব্যার্ন বিশ্ববিদ্যালয়ের প্রো. ভিলি বেনৎস বলেন, ‘‘কিয়প্স আসলে এক ফলোআপ মিশন, আবিষ্কারের অভিযান নয়৷ অর্থাৎ লাখ লাখ নক্ষত্রের দিকে নজর দিয়ে আরও গ্রহ চিহ্নিত করা হচ্ছে না৷ কিয়প্স একটি করে নক্ষত্র পর্যবেক্ষণ করে৷''
কোনো এক্সোপ্ল্যানেট যখন নক্ষত্রের সামনে চলে আসে, কিয়প্স তখনই সেটি পর্যবেক্ষণ করে৷ এই কাজ করতে স্যাটেলাইটের দৃষ্টিপথে কোনো বাধা থাকলে চলবে না৷ আমাদের বায়ুমণ্ডল নক্ষত্র থেকে আসা আলো বিকৃত করে বলে সেগুলির ছবিও স্পষ্ট ওঠে না৷ সে কারণে রাশিয়ার সোয়ুজ রকেটে করে কিয়প্স মহাকাশে পাঠানো হয়েছে৷ পৃথিবী থেকে প্রায় ৭০০ কিলোমিটার উপরে একটি কক্ষপথে সেটি বিচরণ করছে৷ সেখান থেকে এই স্যাটেলাইট এমনভাবে পৃথিবী প্রদক্ষিণ করতে পারে, যাতে সেটির টেলিস্কোপ সব সময় রাতের অন্ধকার পায়৷
মহাকাশের প্রায় সব অংশেই সেটি নজর দিতে পারে৷ কোনো গ্রহ সেটির নক্ষত্রের সামনে দিয়ে গেলে আলোর সামান্যতম পার্থক্যও শনাক্ত করতে পারে কিয়প্স৷ আমাদের পৃথিবীর মতো বড়ো কোনো মহাজাগতিক বস্তু নক্ষত্রের আলোর এক শতাংশেরও মাত্র একশো ভাগ ম্লান করে দেয়৷
কিয়প্স সেই মিটমিটে আলো এতটাই নিখুঁতভাবে পরিমাপ করতে পারে, যে গ্রহের আয়তন স্পষ্ট করে জানা যায়৷ জেনিভা বিশ্ববিদ্যালয়ের দিদিয়ে কোয়েলস বলেন, ‘‘কিয়প্স গ্রহগুলি আবিষ্কারের পর ফলোআপ মিশন হিসেবে স্থির করা হয়েছে৷ অনেক গ্রহ পর্যবেক্ষণ করতে হবে৷ ভেবেচিন্তে লক্ষ্যবস্তুগুলি বেছে নিতে হবে৷ বেশিরভাগ কাজ ঠিকমতো করা হয়েছে৷''
চার দশক ধরে মহাকাশে ঘুরছে যারা
আমাদের মহাকাশ চষে বেড়াতে ১৯৭৭ সালের ২০ আগস্ট যাত্রা শুরু করেছিল মহাকাশযান ভয়েজার ২৷ সেই যাত্রার ষোল দিন পর ভয়েজার ১-ও মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে৷ এখনও সক্রিয় আছে যান দু’টি, পাঠাচ্ছে নানা খবর৷
ছবি: picture-alliance/dpa/NASA JPL
দুই বোনের অনুসন্ধান
১৯৭৭ সালের ২০ আগস্ট ভয়েজার ২ মহাকাশযানকে মহাকাশে পাঠায় নাসা৷ সেটির যাত্রা এখনো চলছে৷ সেবছরেরই পাঁচ সেপ্টেম্বর ভয়েজার ১ একইভাবে মহাকাশে যাত্রা করে৷ এই দুই মহাকাশযানের প্রাথমিক লক্ষ্য ছিল বৃহস্পতি এবং শনিগ্রহণ সম্পর্কে যতটা সম্ভব্য তথ্য সংগ্রহ করা৷ তাদের যাত্রার শুরুর সময় অবধি গ্রহ দু’টো সম্পর্কে তেমন একটা জানা যায়নি৷ মহাকাশযান দু’টোতে দীর্ঘমেয়াদে ব্যবহার উপযোগী প্লুটোনিয়াম ব্যাটারি রয়েছে৷
ছবি: REUTERS/NASA/JPL-Caltech
এখনও তথ্য পাঠাচ্ছে তারা
পৃথিবীতে একেকটি ভয়েজারের ওজন ছিল ৮২৫ কেজি করে৷ নাসা এখন অবধি মহাকাশকেন্দ্রিক যে সব সাফল্য অর্জন করেছে সেগুলোর মধ্যে অন্যতম এই ভয়েজার অভিযান৷ সে দু’টি এখনো মহাকাশ থেকে নির্ভরযোগ্য তথ্য পাঠাচ্ছে৷ পৃথিবী থেকে ক্রমশ দূরে সরে যাওয়া যন্ত্র দু’টির সঙ্গে ২০৩০ সাল অবধি রেডিও যোগাযোগ অব্যাহত রাখার আশা করছে নাসা৷
ছবি: public domain
সৌরজগতের সীমানার বাইরে
২০১২ সালের ২৫ আগস্ট ভয়েজার ১ আমাদের সৌরজগতের একটি সীমানা ‘হিলিওপস’ অতিক্রম করে আকাশগঙ্গা ছায়াপথে পৌঁছে গেছে৷ এটি হচ্ছে মানুষের তৈরি একমাত্র যন্ত্র যা পৃথিবী থেকে বর্তমানে সবচেয়ে দূরে অবস্থান করছে৷
ছবি: picture-alliance/dpa
এগিয়ে যাচ্ছে ভয়েজার ২-ও
ভয়েজার ১-এর মতো ভয়েজার ২-ও সৌরজগতের একটি সীমানার বাইরে চলে গেছে৷ ২০১৮ সালের পাঁচ নভেম্বর এই যানটি ‘ইন্টার্স্টেলার স্পেসে’ প্রবেশ করে৷ এই যানে পাঠানো তথ্য অতীতের বিভিন্ন ধারণাকে ভুল প্রমাণ করেছে৷
ছবি: picture alliance/Jet Propulsion Lab via AP/dpa
‘স্পেস বাবল’-এর কিনারে
সৌরজগতের বিভিন্ন সীমানা রয়েছে৷ প্রথমটি হচ্ছে ‘টার্মিনেশন শক৷’ সেখানে সৌর বাতাস নাটকীয়ভাবে কমে যায়৷ ‘হিলিওস্পেয়ার’ এর পরে ‘হিলিওপস’ এর অবস্থান৷ আর এটি হচ্ছে ‘স্পেস বাবল’ এর কিনারা যেখানে সৌর শিখা ‘ইন্টারস্টেলার’ রশ্মি থেকে আমাদের রক্ষা করে৷ এখন অবধি ধারণা ছিল যে বাতাস ক্রমশ কমতে থাকে৷
ছবি: picture-alliance/dpa/NASA JPL
তবে, বোনরা জানাচ্ছে অন্য তথ্য
তবে দুই মহাকাশযানের তুলনামূলক পরিমাপ আমাদের জানাচ্ছে যে আমাদের সৌরজগতের অভ্যন্তরে একটি স্পষ্ট সীমান্ত রয়েছে৷ ‘ইন্টারস্টেলার মিডিয়াম’-এর তাপমাত্রাও আমাদের ধারণার চেয়ে বেশি৷
ছবি: picture alliance/dpa/Nasa
সব দিক থেকে বৃহস্পতিগ্রহ
‘ইন্টারস্টেলার’ বিষয়ক নানা উদ্ঘাটন ছাড়াও মহাকাশযান দু’টি আরো অনেক বিষয়ে তথ্য জানিয়েছে৷ ১৯৭৯ সালের পহেলা জানুয়ারি বৃহস্পতি গ্রহের ছবি পাঠায় ভয়েজার ১৷ যানটি গ্রহটি এবং সেটির চার চাঁদের মোট ১৭,৪৭৭টি ছবি পাঠিয়েছে৷ বৃহস্পতি গ্রহের চারপাশ ঘিরে যে পাতলা বৃত্ত রয়েছে, তার অস্তিত্ব এই ছবির মাধ্যমেই আমরা জেনেছি৷
ছবি: picture-alliance/dpa/NASA
সেকেন্ডে ১৬ কিলোমিটার গতি
বৃহস্পতিগ্রহ পার হওয়ার পর ভয়েজার ১ সেকেন্ডে ১৬ কিলোমিটার গতিতে পৌঁছায়৷
ছবি: picture-alliance/dpa/NASA
শনিগ্রহের শুরু, সম্ভবত
ভয়েজার ২ শনি গ্রহের এই রঙ্গিন ছবিটি পৃথিবীতে পাঠিয়েছে৷ ১৯৮১ সালে মহাকাশযানটি আমাদের সৌরশক্তির ষষ্ঠ গ্রহের কাছে পৌঁছায়৷ শনি গ্রহের ২১ মিলিয়ন কিলোমিটার দূর থেকে এই ছবিটি তোলা হয়েছে৷
ছবি: HO/AFP/Getty Images
সবকিছু নিয়ন্ত্রণে
মহাকাশযান দু’টিকে ক্যালিফোর্নিয়ার পাসাডিনা শহরের নিয়ন্ত্রণকেন্দ্র থেকে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয়৷ নিয়ন্ত্রণকেন্দ্রের এই ছবিটি ১৯৮০ সালে তোলা৷ বর্তমানে অবশ্য নিয়ন্ত্রণকেন্দ্র অনেক আধুনিক করা হয়েছে৷
ছবি: NASA/Hulton Archive/Getty Images
এলিয়েনদের জন্য পৃথিবীর শব্দ
মহাকাশযান দু’টি যদি তাদের অন্তহীন যাত্রাপথে কোন প্রাণের সন্ধান পায়, তাহলে সেটিকে পৃথিবী সম্পর্কে ধারণা দিতে সক্ষম হবে৷ যান দু’টিতে রয়েছে এরকম কিছু উজ্জ্বল সোনালি ডিস্ক, যাতে পৃথিবীর ছবি এবং মানুষ, জীবজন্তু এ প্রকৃতির শব্দ রেকর্ড করা রয়েছে৷ এমনকি এগুলো বাজানোর ব্যবস্থাও রয়েছে ভয়েজার দু’টিতে৷
ছবি: NASA/Hulton Archive/Getty Images
11 ছবি1 | 11
ভূ-পৃষ্ঠ ও কক্ষপথের টেলিস্কোপের মাধ্যমে বিশেষ তাৎপর্যপূর্ণ নক্ষত্র ও সেগুলির গ্রহ সম্পর্কে অনেক উল্লেখযোগ্য তথ্য সংগ্রহ করা হয়েছে৷
চিলির আটাকামা মরুভূমিকে একটি স্থাপনা প্রায় পাঁচ বছর ধরে মহাকাশে এক্সোপ্ল্যানেটের খোঁজ চালিয়ে যাচ্ছে৷ কিয়প্স আরও নিখুঁতভাবে সেগুলি পর্যবেক্ষণ করবে৷