1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দূষণ কমাতে রাজি হল রাশিয়া স্টকহোম সম্মেলনে

১৯ নভেম্বর ২০০৯

কোপেনহেগেন জলবায়ু সম্মেলন শুরুর মুখে গ্রিনহাউজ গ্যাস নির্গমনের মাত্রা কমানোর প্রতিশ্রুতি দিল রাশিয়া ই ইউ-র সঙ্গে সম্মেলনে৷ যদিও রাশিয়ার মানবাধিকার সমস্যার বিষয়টি নিয়ে অস্বস্তি থেকেই গেল৷

স্টকহোমে মেদভেদেভ,রাইনফেল্ডট এবং বারোসোছবি: AP

স্টকহোমে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে প্রত্যাশামতই রাশিয়ার অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা উঠল বুধবার৷ সাম্প্রতিক অতীতে রাশিয়ার অভ্যন্তরের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে বিভিন্ন ইস্যুতেই মুখ খুলেছে ইউরোপ৷ এই সম্মেলনে রাশিয়া সেই বিতর্কিত কারণকে কেন্দ্র করে ইঙ্গিত দিতে ভোলেনি, যে, বিশ্ব বাণিজ্য চুক্তি বা ডাবলিউ টি ও-র ব্যাপারে সিদ্ধান্ত নিতে তারা বিলম্ব করতে পারে৷ সেরকম আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

তবে, অন্য একটি বিষয়, যা নিয়ে রাশিয়ার সমর্থন ইউরোপের প্রয়োজন ছিল, সেক্ষেত্রে কিন্তু বেশ অগ্রগতি দেখাল রাশিয়া৷ বিষয়টি হল, এই মুহূর্তে গোটা দুনিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত সমস্যা জলবায়ু৷ ‘ক্লাইমেট চেঞ্জ' বা বিশ্বজুড়ে জলবায়ুর পরিবর্তন এবং ক্রমবর্দ্ধমান বিশ্ব উষ্ণতা রুখতে নতুন ব্যবস্থা নিতে কোপেনহেগেন-এ আগামী মাসের গোড়ায় যে সম্মেলন অনুষ্ঠিত হবে, তার দিকেই সব মহলের চোখ এই মুহূর্তে৷ সেই সম্মেলনের মুখে ই ইউ'-র সঙ্গে স্টকহোম সম্মেলনে রাশিয়া জানিয়ে দিয়েছে, ২০২০ সালের মধ্যে দেশের অভ্যন্তরে পরিবেশের জন্য ক্ষতিকারক গ্রিনহাউজ গ্যাসের নির্গমন মাত্রা বিশ থেকে পঁচিশ শতাংশ কমাতে রাজি আছে মস্কো৷ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে মানুয়েল বারোসো রাশিয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে স্টকহোমে বলেছেন, ‘‘আর মাত্র দুই সপ্তাহের মধ্যে কোপেনহেগেন সম্মেলন শুরু হতে চলেছে৷ তার আগেই রাশিয়ার মত বড় দেশের এমন একটি ঘোষণা নিঃসন্দেহে এক অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷''

রাশিয়ার মানবাধিকার, বাক স্বাধীনতা এবং গণতন্ত্র এই সবই প্রশ্নের মুখেছবি: AP

রাশিয়ার প্রেসিডেন্ট ডিমিত্রি মেদভেদেভ এই দূষণের মাত্রা কমানোর বিষয়ে সরাসরি কোন মন্তব্য করেন নি ঠিকই, তবে রুশ সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স-এর একটি সূত্র জানিয়েছে, স্টকহোম সম্মেলনের আলোচনা চলাকালীন মেদভেদেভ নিজেই এই বিষয়টি উত্থাপন করেন৷ ইন্টারফ্যাক্সের খবর অনুযায়ী, মেদভেদেভ চাইছেন, রুশ শিল্পসংস্থাগুলি অন্তত চল্লিশ শতাংশ দূষণের মাত্রা কমিয়ে ফেলুক পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির ব্যবহারের মাধ্যমে৷

তবে সুইডেনের রাজধানী স্টকহোমে আয়োজিত ই ইউ-রাশিয়া সম্মেলনে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট দেশ সুইডেনের প্রধানমন্ত্রী ফ্রেডরিক রাইনফেল্ডট তাঁর ভাষণে রাশিয়ার পক্ষে অস্বস্তিকর সেদেশের মানবাধিকার পরিস্থিতি এবং গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন৷ এর জবাবে রুশ প্রেসিডেন্ট মেদভেদেভ জানান, কোন বিষয় নিয়ে অতিনাটকীয়তা না করাই ভালো৷ তিনি আরও বলেছেন, কিছু বিষয় নিয়ে ইউরোপের সঙ্গে রাশিয়ার যে মতপার্থক্য আছে তা মেনে নেওয়া উচিত৷

প্রতিবেদন - সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা - হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ