1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনীতি

১৯ সেপ্টেম্বর ২০১২

বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ঘরে বাইরে ঝামেলার মধ্যে আছে৷ আর সে কারণেই দৃষ্টি অন্যদিকে সরাতে মন্ত্রিসভার কলেবর বাড়ানো হয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শান্তনু মজুমদার৷

ছবি: picture-alliance/Dinodia Photo

পদ্মা সেতু, হলমার্ক কেলেঙ্কারি সরকারের জন্য এখন বড় চাপ৷ আর শরিকদের চাওয়া পাওয়া পূরণেও সরকারের ওপর চাপ আছে৷ আছে দলের মধ্যে কিছু সিনিয়র নেতার না পাওয়ার বেদনা৷ ঘরের চাপ থেকে কিছুটা বেরিয়ে আসা এবং বাইরের চাপ থেকে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নেয়ার জন্যই হয়তো সরকার মন্ত্রিসভায় নতুন সাতজন মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়েছে৷ তবে তাদের মধ্যে ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন মন্ত্রিত্ব গ্রহণ না করায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে৷ অধ্যাপক শান্তনু মজুমদার মনে করেন, সরকারের ওপর শরিকদের চাপ কতটা শেষ পর্যন্ত কার্যকর হবে তা নির্ভর করে শরিকের নিজস্ব ক্ষমতার ওপর৷

আওয়ামী লীগের ভিতরে মেরুকরণকে তেমন তীব্র মনে করেন না শান্তনু মজুমদার৷ কেউ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের মন্ত্রিত্ব গ্রহণ না করাকে নানাভাবে ব্যাখ্যা করতে পারেন৷ তবে দলের ভিতরে এ নিয়ে ভাঙন বা মেরুকরণের জন্য যে পরিবেশ দরকার, তা এই মুহূর্তে নেই৷ কারণ এর জন্য আন্তর্জাতিক লবিগুলোকে এখনো তেমন সক্রিয় দেখা যাচ্ছেনা৷

তিনি বলেন, সরকারের এই অবস্থায় বিরোধী দল সুযোগ নিতে চাইবে সেটাই স্বাভাবিক৷ তবে এই সুযোগ পুরোপুরি নেয়ার জন্য সময় এখনো আসেনি বলে মনে করেন তিনি৷ কারণ নির্বাচনের জন্য এখনো সময় আছে৷

তিনি বলেন, পরিস্থিতি স্পষ্ট হতে আরো সময় লাগবে৷ ঘটনার কার্যকারণ বোঝা যাবে সরকারের শেষ সময়ে৷ তখন পরিষ্কার হবে রাজনীতির কোন চাল কোন কাজে দেয়া হয়েছিল৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ