1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বেঁচে গেল গ্রিস

৮ নভেম্বর ২০১২

এক ঝাঁক অপ্রিয় সিদ্ধান্ত নিয়ে গ্রিসের সরকার অবশেষে সংসদের অনুমোদন আদায় করলো৷ এর ফলে আন্তর্জাতিক আর্থিক সহায়তার পরবর্তী কিস্তির পথ সুগম হয়ে গেল৷

ছবি: Reuters

দিনের পর দিন প্রতিবাদ, বিক্ষোভ, ধর্মঘটের মাঝেও গ্রিসের সংসদ বুধবার গভীর রাতে আরও এক ঝাঁক অপ্রিয় সিদ্ধান্ত গ্রহণ করলো৷ সরকারের সামনে এছাড়া অন্য কোনো পথও খোলা ছিল না৷ ব্যাপক সংস্কার ও ব্যয় সংকোচের এই পদক্ষেপ না নিলে আন্তর্জাতিক আর্থিক সহায়তার পরবর্তী কিস্তি বন্ধ হয়ে যেত৷ ১৬ই নভেম্বরের মধ্যে এই অর্থ না পেলে দেউলিয়া গ্রিসকে ইউরো এলাকা ছেড়ে বেরিয়ে যেতে হতো৷ ২০১৬ সাল পর্যন্ত ১,৮৫০ কোটি ইউরো ব্যয় সংকোচ কর্মসূচি কার্যকর করার বদলে গ্রিস আন্তর্জাতিক দাতাদের কাছ থেকে ৩,১৫০ কোটি ইউরো সহায়তার প্যাকেজ পাওয়া যাবে৷ তবে রবিবার বাজেট অনুমোদনের পরই গ্রিসের দায়িত্ব পূরণ হবে৷

দিনের পর দিন প্রতিবাদ, বিক্ষোভ, ধর্মঘটের মাঝেও গ্রিসের সংসদ বুধবার গভীর রাতে আরও এক ঝাঁক অপ্রিয় সিদ্ধান্ত গ্রহণ করলোছবি: Reuters

অসহায় অবস্থায় গ্রিক প্রধানমন্ত্রী আন্তোনিও সামারাস মেনে নিয়েছেন, যে এই সব পদক্ষেপ জনগণের জন্য মোটেই ন্যায্য নয়, অতএব মধুর কথার জালে তা লুকানোর চেষ্টা করেও লাভ নেই৷ তবে এই পদক্ষেপের মাধ্যমে গ্রিস আবার অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে আরও এক ধাপ এগিয়ে গেল৷ উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের পূর্বাভাষ অনুযায়ী ২০১৪ সালে গ্রিস আবার প্রবৃদ্ধির মুখ দেখবে, যদিও তার হার হবে ০.৬ শতাংশ৷

গ্রিসের মানুষকে এবার আরও আত্মত্যাগ স্বীকার করে নিতে হবে৷ বেতন ও পেনশন আরও কমে যাবে, করের বোঝা বাড়বে৷ বড়দিনের সময় যে বাড়তি ভাতা পাওয়া যেতো, তাও বন্ধ হয়ে যাবে৷ ওষুধের দাম বেড়ে যাবে৷

গ্রিসের পাশাপাশি ফ্রান্সও কিছু সংস্কারের কথা ঘোষণা করেছে৷ এর ফলে জার্মানি ইউরো এলাকার ভবিষ্যৎ সম্পর্কে আরও আশাবাদী৷ সেপ্টেম্বর মাসে জার্মানির রপ্তানির পরিমাণ এক ধাক্কায় কিছুটা কমে গেছে৷ এদিকে বৃহস্পতিবার ইউরো'র বিনিময় মূল্য আচমকা অনেক কমে গেছে৷ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এক গুরুত্বপূর্ণ বৈঠকে সুদের হার সম্পর্কে সিদ্ধান্ত নেবে বলে ধরে নেওয়া হচ্ছে৷

এসবি/ডিজি (এপি, এফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ